প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) সহকারী শিক্ষক পদে প্রশ্ন সমাধান ২০২৩, সমাধান দেখুন প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) (Dpe) প্রশ্ন সমাধান pdf ২০২৩

 

প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) সহকারী শিক্ষক পদে প্রশ্ন সমাধান ২০২৩, সমাধান দেখুন প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) (Dpe) প্রশ্ন সমাধান pdf ২০২৩

প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) এর সহকারী শিক্ষক পদের প্রশ্ন সমাধান pdf

প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) এর সহকারী শিক্ষক পদের প্রশ্ন সমাধান pdf ২০২৩, Dpe Assistant teacher exam question solve 2023, download pdf ডিপিই নিয়োগ পরীক্ষায় সহকারী শিক্ষক পদের প্রশ্ন সমাধান ২০২৩

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

১. ইজরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ মোসাদ


২। what type of noun is kindness
উত্তরঃ “Kindness” is an abstract noun


৩। কত মিলিয়ন দশ কোটি?
উত্তরঃ এক শত মিলিয়ন

৪। এক হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

উত্তরঃ ৫০৫০

5. শতকরা বার্ষিক ৫ টাকা হারে সুদে কোন আসল কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে?

উত্তরঃ এক বছরের পরে আসল সহ সুদ হবে ১.০৫ টাকা।

৬। লুপ্ত সংখ্যাটি কত ৮১, ২৭, —, ৩, ১

সঠিক উত্তর হবে = ৯।

৭। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়

উত্তরঃ ধ্বনি

৮। ১ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়।

উত্তরঃ ০.৫

৯। ০.৪ x ০.০২ x ০.০৮ =কত?

উত্তরঃ ০.০০০০৬৪

১০.নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?

উত্তরঃ ফিনলেন্ড

১১.একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ সে.মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার?

উত্তর-৫

১২। কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?-২২৪

১৩.An ordinance is-

১৪.চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি? -চাঁদ রূপ মুখ

১৫.The word ‘respond’ is-

১৬.চর্যাপদ কোন ছন্দে লেখা?- মাত্রাবৃত্ত

১৭.NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?- National Curriculum and Text Book Board

১৮.What is the bengali meaning of ‘time is up’

১৯.একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে -সুক্ষ্ম কোণ

২০.Identify the correct spelling- Parliament

২১.একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?

উত্তর-৭৮৬

২৫। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা রবীন্দ্রনাথের রচনা নাম কি

উত্তরঃ  বসন্ত

২৬।  নেকড়ে অরণ্য উপন্যাস?

উত্তরঃ শওকত উসমান

২৭। ৩,০০,০০০/ টাকা ব্যাংকে রাখার ৭.৫ বছর পর আসল টাকার ১.২৫ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?-

উত্তরঃ

২৮ .১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-

উত্তরঃ ১/২২

৩০ ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি-

উত্তরঃ কর্তৃকারকের ১মা বিভক্তি

৩১। He had a —— headache

উত্তরঃ bed

৩৪.If you read, you will learn. The sentence is a-

উত্তরঃComplex sentence

৩৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?-

উত্তরঃ ৩৬০°

৩৯. A synonym for- ‘synergy’ is-

উত্তরঃ

৪০.অর্বাচিন’ শব্দের বিপরীত শব্দটি-

উত্তরঃ প্রাচীন

৪১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব কার?-বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট

৪২.০.০০০১ এর বর্গমূল কত?-০.০১ ৪৪.√২৮৯এর বর্গমূল হল-মূলদ

৪৩.নন্দিনী’ এর নিচের প্রতিশব্দ কোনটি? তনয়া

৪৬.সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?-কুষ্টিয়া

৪৭.১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?-৬

৬৬. ৬৫.প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য- যোগ্যতা ভিত্তিক।

৬৭. ১০% হার মুনাফায় ২০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন –

উত্তরঃ ২৪২০

৬৯.নিচের কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে-

উত্তরঃ টার্চ স্ক্রিন

৬৮.which one is singular-

উত্তরঃ Hypothesis

৭০.২০২২ সালে জনশুমারি ও গৃহানন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত-

উত্তরঃ ১৬,৫১,৫৮,৬১৬ জন

৭১.মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে-তারেক মাসুদ।

৭৩.স্বাধীন ফিলিস্তানি দেশকে কোন দেশ সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে

উত্তর-আলজেরিয়া

৭৫.বঙ্গমাতা শেখ ফজলুল নেসা পদক ২০২৩ প্রাপ্ত হয়েছেন কে-

উত্তরঃ ডা. সেঁজুতি সাহা

উত্তর কিচ্ছুক্ষনের মধ্যে আসছে

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 সাল থেকে সকল জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

প্রাথমিক শিক্ষক নিয়োগ বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর

একটি বিশেষজ্ঞ শিক্ষকের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে এই ১০টি বাংলা বিষয়ের MCQ প্রশ্ন এবং তাদের উত্তর:

  1. বাংলা ভাষায় সর্বপ্রথম কোন গ্রন্থ লেখা হয়েছিল?
    • অপরার্থনা
    • প্রবন্ধচন্দ্র
  2. বাংলা ভাষায় কোন গ্রন্থটি প্রথম কবি জীবনন্তরে লেখা হয়েছিল?
    • শ্রীকৃষ্ণকীর্তন
  3. বাংলা ভাষায় কোন লেখক প্রথম ছোটগল্প রচনা করেন?
    • রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বাংলা ভাষায় প্রথম প্রাথমিক শিক্ষার জন্য উদ্দীপন করেন কে?
    • ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  5. বাংলা ভাষায় কবি বিদ্যাপতি কীর্তন গানের রচয়িতা কে?
    • রবীন্দ্রনাথ ঠাকুর
  6. বাংলা ভাষায় কবি কাজী নজরুল ইসলামের মাধ্যমে কোন কালের বাঙালি মুক্তিযুদ্ধের আবেগ ও উৎসাহ চরিত্রিত করেছেন?
    • স্বদেশ যুদ্ধের
  7. বাংলা ভাষায় সত্যান্বেষী কাব্য গ্রন্থ কোনটি?
    • ভাষার আলোচনা
  8. বাংলা সাহিত্যে প্রথম ছোটগল্প লেখক কে?
    • রবীন্দ্রনাথ ঠাকুর
  9. বাংলা ভাষায় কোন পত্রিকা সম্প্রচারে হয়েছিল সর্বপ্রথম?
    • সম্বাদ প্রবাহ
  10. বাংলা ভাষায় কবিতায় প্রথম কবি কে?
    • চরকা ভূষণ দে

প্রাথমিক শিক্ষক নিয়োগ ইংরেজি বিষয়ের প্রশ্ন উত্তর

এই প্রশ্নগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সাধারিত ইংরেজি গ্রামার বিষয়ের MCQ প্রশ্ন এবং তাদের উত্তর:

  1. What is the plural form of “child”?
    • Children
  2. Identify the sentence with correct subject-verb agreement:
    • The team is playing well.
  3. Choose the correct sentence with proper punctuation:
    • She said, “Hello, how are you?”
  4. Which of the following is a preposition?
    • Under
  5. Select the correct comparative form of the adjective “good”:
    • Better
  6. What is the past tense of the verb “sing”?
    • Sang
  7. Choose the sentence that uses the correct word order:
    • They are going to the park tomorrow.
  8. Which of the following is a conjunction?
    • But
  9. Identify the sentence with the correct use of articles:
    • An apple a day keeps the doctor away.
  10. Choose the sentence with the correct use of the apostrophe:
    • It’s a beautiful day.

প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত বিষয়ের প্রশ্ন সমাধান

এই প্রশ্নগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সাধারিত গণিত বিষয়ের MCQ প্রশ্ন এবং তাদের উত্তর:

  1. একটি ত্রিভুজের সব কোণের যোগফল কত?
    • 180 ডিগ্রি
  2. একটি বৃত্তের ব্যাস দৈর্ঘ্যের সমান হলে বৃত্তের কেন্দ্র থেকে যে বিন্দুতে কোন বিন্দুটি অবস্থিত থাকে তার যাত্রা কত?
    • বৃত্তের কেন্দ্র
  3. একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি 3 এবং 4 হয়, তাদের মধ্যবর্তী কোণের মান কত?
    • 90 ডিগ্রি
  4. যদি একটি চৌকভুজের প্রত্যেক কোণের মান 90 ডিগ্রি হয়, তাদের যোগফল কত?
    • 360 ডিগ্রি
  5. একটি বৃত্তের ক্ষেত্রফল হলো 64π বর্গ ইঞ্চি। বৃত্তের ব্যাস কত?
    • 8 ইঞ্চি
  6. একটি চৌকভুজের ক্ষেত্রফল হলো 25 বর্গ সেঞ্চু। প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
    • 5 সেঞ্চু
  7. যদি x = 5 এবং y = 3 হয়, তবে x + y এর মান কত?
    • 8
  8. একটি বৃদ্ধি হওয়া দশটি পুঁতের মাধ্যমে প্রথম দশটি পুঁতের সম্মিলিত মান হলো 550। এই বৃদ্ধির মাধ্যমে প্রথম পুঁতের মান কত?
    • 50
  9. একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি 5 এবং 12 হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?
    • 13
  10. একটি চৌকভুজের দুটি সমদ্বিবাহু দৈর্ঘ্য যদি 6 হয়, তবে চৌকভুজের কোণ মান কত?
    • 90 ডিগ্রি

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর

এই প্রশ্নগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সাধারিত সাধারণ জ্ঞান বিষয়ের MCQ প্রশ্ন এবং তাদের উত্তর:

  1. বৃহত্তর মহাসাগরের নাম কি?
    • আটলান্টিক মহাসাগর
  2. বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
    • নীল নদী
  3. বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটি?
    • এশিয়া
  4. বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত কোনটি?
    • কেওক্রাডং
  5. বৃহত্তর গোলার কেন্দ্রে কোনটি অবস্থিত?
    • উত্তর ধ্রুব
  6. বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোনটি?
    • চীন
  7. বিশ্বের সর্বাধিক বৃহত্তম হিমসাগর কোনটি?
    • আন্টার্কটিকা হিমসাগর
  8. বিশ্বের সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটি?
    • গ্রীনল্যান্ড
  9. বিশ্বের সর্বাধিক উচ্চ পর্বত কোনটি?
    • মাউন্ট এভারেস্ট
  10. বিশ্বের সবচেয়ে বৃহত্তম বন কোনটি?
    • আমেজন বন

আজকের :সহকারী শিক্ষক পদের প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) প্রশ্ন সমাধান ২০২৩, Primary Assistant Teacher (1st Stage) Assistant teacher post job exam question solution 2023

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4