জিএম ফসল বলতে কী বোঝ?, ফসলের মৌসুম নির্ভরশীলতা বলতে কী বোঝ?, উদ্ভিদের পুষ্টি বলতে কী বোঝায়?

জিএম ফসল বলতে কী বোঝ?, ফসলের মৌসুম নির্ভরশীলতা বলতে কী বোঝ?, উদ্ভিদের পুষ্টি বলতে কী বোঝায়?জিএম ফসল বলতে কী বোঝ?, ফসলের মৌসুম নির্ভরশীলতা বলতে কী বোঝ?
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

  



প্রশ্ন সমাধান: JSC Agricultural Education বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট অধ্যায়ের সৃজনশীল, JSC অধ্যায়-১ম বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সৃজনশীল প্রশ্ন ও উত্তর, Agricultural Education বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সিকিউ সৃজনশীল প্রশ্ন ও উত্তর,মাধ্যমিক কৃষি শিক্ষা বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সহ ও সমাধান

১ম অধ্যায় অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

১. পূর্ববাংলায় কৃষির আধুনিকায়ন শুরু হয় কখন?
উত্তর: পূর্ববাংলায় কৃষির আধুনিকায়ন শুরু হয় গত শতকের ষাটের দশকে।

২. FAO – এর পূর্ণরুপ কী?
উত্তর: FAO – এর পূর্ণরুপ- Food and Agricultural Organization.

৩. IRRI – এর পূর্ণরুপ কী?
উত্তর: IRRI – এর পূর্ণরুপ- International Rice Research Institute.

৪. IPM – এর পূর্ণরুপ কী?
উত্তর: IPM – এর পূর্ণরুপ- Integrated pest Management.

(ads1)

৫. BRRI – এর পূর্ণরুপ কী?
উত্তর: BRRI – এর পূর্ণরুপ – Bangladesh Rice Research Institute.

৬. HYV – এর পূর্ণরুপ কী?
উত্তর: HYV – এর পূর্ণরুপ- High Yielding Variety.

৭. VTI – এর পূর্ণরুপ কী?
উত্তর: VTI – এর পূর্ণরুপ- Vaterinary Training Institute.

৮. কৃষি কী?
উত্তর: ফসল, পশুপাখি, বন ও মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে।

৯. কৃষির আধুনিকায়ন কী?
উত্তর: কৃষি একটি আদিম পেশা হলেও সময়ের সাথে জলবায়ু আবহাওয়া ও প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকেই কৃষির আধুনিকায়ন বলে।

১০. কৃষিপ্রধান দেশ কাকে বলে?
উত্তর: যেসব দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল সেসব দেশকে কৃশিপ্রধান দেশ বলে।

১১. মৌসুম নির্ভরশীলতা কী?
উত্তর: ফসল যে মৌসুমে অনুকূল আহাওয়া পায় সেই মৌসুমে জন্মায় একেই মৌসুম নির্ভরশীলতা বলে।

১২. কালটিভার কী?
উত্তর: যেসব জাত অবিজ্ঞ কৃষকের পর্যবেক্ষণ, চয়ন ও নিরক্ষীণ প্রক্রিয়ার মাধ্যমে মৌসুম নির্ভরতা এড়িয়ে বিশুদ্ধ লাইন শনাক্ত ও উন্নয়ন করে তৈরি করা হয় তাকে কালটিভার বলে।

১৩. হাইব্রিড রাইস কাকে বলে?
উত্তর: যেসব ধান সব ধরনের নিয়ম- কানুন মেনে চাষ করলে প্রচলিত উচ্চ ফলনশীল ধানের চেয়েও বেশি ফলন পাওয়া যায় তাকে হাইব্রিড রাইস কাকে বলে।

১৪. মঙ্গা কী?
উত্তর: কোনো এলাকায় খাদ্যভাব দেখা দিলে তাকে মঙ্গা বলে।

(ads2)


১৫. জেনেটিক্যাল মডিফাইড (জিএস) ক্রপ কী?
উত্তর: সংকরায়ণ ও ক্রমাগত নির্বচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নকুন ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে।

১৬. অঙ্গজ প্রজজন কী?
উত্তর: উদ্ভিদের উপযুক্ত অঙ্গ ব্যবহার করে মাতৃগাছের সকল গুণাগুণ হুবহু পাওয়া যায় এইরুপ প্রজজন ঘটনাকে অঙ্গজ প্রজজন বলে।

১৭. গ্রিন হাউস কী?
উত্তর: শীতপ্রধান দেশে ফসল উৎপাদনের লক্ষ্যে তাপ ধরে রাখার জন্য কাচের তৈরি ঘরকে গ্রিন হাউস বলে।

১৮. আমাদের মৌলিক চাহিদাগুলো কী?
উত্তর: মানুষের ৫টি মৌলিক চাহিদা রয়েছে, এগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।


আরো ও সাজেশন:-

৮ম শ্রেণির কৃষি শিক্ষা ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন

১. ভিয়েতনামের কৃষির উন্নতির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ভিয়েতনামের কৃষির উন্নতির প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষি সমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজননশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত। এই সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে।

২. IPM-এ কৃষকদের উৎসাহিত করা হচ্ছে কেন?
উত্তর: কৃত্রিম রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য এবং কৃষিকে অধিকতর পরিবেশবান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনাসহ (IPM) উত্তম কৃষি কার্যক্রমে কৃষকদের উৎসাহিত ও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

(ads1)


৩. কালটিভার বলতে কী বোঝ?
উত্তর: ফসলের যেসব নতুন জাত অভিজ্ঞ কৃষকদের পর্যবেক্ষণ, চয়ন ও নিরীক্ষণ প্রক্রিয়ার মধ্যদিয়ে মৌসুম নির্ভরতা এড়াতে সক্ষম, বিশুদ্ধ লাইন শনাক্ত ও উন্নয়ন করা যায় সেসব জাতকে কালটিভার বা ভ্যারাইটি বলে। এসব জাতকে মাঠ পর্যায়ে স্বীকৃতি পেতে হবে। কৃষক পর্যায়ের আবিষ্কৃত এই সব আগাম জাত, নাবি জাত মাঠ পর্যায়ে জনপ্রিয়তা লাভ করে। ফসলের জাত উদ্ভাবনে মানবসৃষ্ট এটাই সবচেয়ে সনাতন পদ্ধতি।

৪. ভারতকে কেন বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়েছে?
উত্তর: ভারত একটি বৃহৎ দেশ। ভারতে মরু অঞ্চল থেকে শুরু করে বরফাবৃত অঞ্চল, নিচু জলাভূমি থেকে শুরু করে পার্বত্য অসমতল ভূমি, অনুর্বর, খরাপ্রবণ এলাকা থেকে শুরু করে নদীবিধৌত উর্বর অঞ্চলও রয়েছে। দেশের এক অঞ্চলে যখন শীতকাল অন্য অঞ্চলে তখন গ্রীষ্মকাল বা বসন্তকাল। ফলে ভারতের সর্বত্র প্রায় সব ধরনের ফসল সারা বছরই উৎপাদিত হচ্ছে। এসব কারণে ভারতকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়।

৫. ব্রি ধান-৫২ কিসের প্রসিদ্ধ?
উত্তর: ব্রি ধান-৫২ হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত, যা বন্যা কবলিত এলাকায় চাষ করা হয়। এ ধান পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে। এজন্য ব্রি ধান-৫২ প্রসিদ্ধ।

৬. জমি হলো কৃষির প্রধান ক্ষেত্র, ব্যাখ্যা কর।
উত্তর: জমি হলো কৃষির প্রধান ক্ষেত্র। কারণ- মাটির গঠন, প্রকারভেদ, উর্বরতা, মাটিতে বসবাসকারী অণুজীব ও এদের উপকারিতা নিয়ে বিজ্ঞানীরা যেসব তথ্য আবিষ্কার করেছেন তার অভদান অমূল্য। এর ওপর ভিত্তি করে কৃষির সব প্রযুক্তি গড়ে উঠেছে।

৭. চীন কেন কৃষিতে উন্নত?
উত্তর: চীনের সমাজতান্ত্রিক পরিকল্পিত উৎপাদন ও বণ্টন ব্যবস্থার সুবিধাগুলো চীনের কৃষি ব্যবস্থার উন্নয়নে খুবই সহায়ক ভূমিকা পালন করছে। উপরন্তু, চীনের গবেষক ও কৃষকদের সমন্বিত প্রয়াস চীনের কৃষির উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

(ads2)


৮. ভারতের কৃষি বাংলাদেশের চেয়ে অনেক বৈচিত্র্যপূর্ণ কেন?
উত্তর: ভৌগোলিক বৈচিত্র্যের দেশ ভারত, এ দেশের উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এছাড়াও ভারতের কৃষি বাংলাদেশের তুলনায় অনেক বেশি অগ্রসর। এর একটি প্রধান করাণ হলো সংগঠিত কৃষি সমাজ এবং অপর প্রধান কারণ হলো কৃষি বিজ্ঞান ও প্রকৌশলে বিস্ময়কর অগ্রগতি।

৯. হাইব্রিড রাইস বলতে কী বোঝায়?
উত্তর: দেশীয় প্রজাতির ধানের সাথে বিদেশি বা উন্নত প্রজাতির ধানের সংকরায়নের ফলে প্রাপ্ত নতুন প্রজাতিকে ‘হাইব্রিড রাইস’ বা সংকর ধান বলা হয়। নিয়ম মেনে চাষ করলে এ জাতীয় ধান উচ্চ ফলনশীল ধানের চেয়ে বেশি ফলন দেয়। এগুলো পরিবেশে সহনীয় ও পরিবেশবান্ধব হয়ে থাকে। এ প্রজাতির ধান, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. আগাম জাত চাষ করা হয় কেন?
উত্তর: অসময়ে ফল ও সবজি বাজারে সরবরাহের উপায় কম থাকে বলে আগাম জাত চাষ করা হয়। অসময়ের এসব ফসলের চাহিদা বেশি থাকে বলে উচ্চমূল্যে বিক্রি করা যায়। যার ফলে কৃষক ও খুচরা বিক্রেতারা লাভবান হয়।

১১. বর্তমানে কৃষির কোন কোন ক্ষেত্রে উন্নতি ঘটেছে?
উত্তর: কৃষির মূল ক্ষেত্র হলো মাটি বা মৃত্তিকা সম্পদ। মৃত্তিকা ক্ষেত্রে উন্নয়নের ফলেই দেশে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তশানে মাটি, সার, বীজ, কীটনাশক উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি ঘটেছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ধানের উৎপাদনের উপর।

১২. জিএম ফসল বলতে কী বোঝ?
উত্তর: সংকরায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বা জেনেটিক্যাল মডিফাইড ক্রপ বলে। এই ফসল পুষ্টির চাহিদা পূরণ করে।

(ads1)


১৩. ফসলের মৌসুম নির্ভরশীলতা বলতে কী বোঝ?
উত্তর: দিনের দৈর্ঘ্যরে ওপর ভিত্তি করে একেক মৌসুমে একেক ধরনের ফসল উৎপন্ন হয়, একে ফসলের মৌসুম নির্ভরশীলতা বলে। যেমন- টমেটো চাষের জন্য শীতকালীন মৌসুমের দিবাদৈর্ঘ্য প্রয়োজন। এটাই এই ফসলের মৌসুম নির্ভরশীলতা।

১৪. উদ্ভিদের পুষ্টি বলতে কী বোঝায়?
উত্তর: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, গঠন ও জীবনধারণের জন্য কতগুলো অত্যাবশ্যকীয় উপাদানের প্রয়োজন। এসব উপাদানকে উদ্ভিদের পুষ্টি বলে। উদ্ভিদ মাটি থেকে এসব পুষ্টি সংগ্রহ করে থাকে।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

সৃজনশীল প্রশ্ন ১ : কৃষিনির্ভর এনায়েতপুর গ্রামের চাষিরা মৌসুমভিত্তিক ফসল চাষ করে। তাদের উঁচু জমিগুলো অনেক সময়ই খালি পড়ে থাকে। ফলে চাষিরা ওই সময়ে বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশেহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতামুক্ত বিভিন্ন জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন। ধানসহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষ করে এনায়েতপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী।

(ads1)


ক. জিএম ফসল কী?
খ. সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা কর।
গ. ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা কর।
ঘ. কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কীভাবে স্ববলম্বী হয়েছিল- বিশ্লেষণ কর।

উত্তর : লিংক

সৃজনশীল প্রশ্ন ২ : কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখছিলেন। প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয়। একপর্যায়ে উপস্থাপক বললেন বাংলঅদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকায় চাষিদের সংগঠিত করেন।

ক. কৃষি কী?
খ. আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই- ব্যাখ্যা কর।
গ. রফিক কীভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর : লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!