ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট (বুধবার) ভারতের কালনার উতরা গ্রামে। সেদিন সকালে ভারতের কালনার এসটিকেকে রাস্তার ধারে ভোলা বৈরাগ্যের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
গায়ের রঙ কালো বলে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহতের নাম ভোলা বৈরাগ্য, তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর নাম লক্ষ্মী।
পড়ে পুলিশ নিহতের বাড়ি গেলে দেখতে পান তখনো বাড়ির সবাই ঘুমাচ্ছে। কিন্তু বাড়িতে ভোলার স্ত্রী লক্ষ্মী নেই। এমনকি তাকে কোথাও পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, ভোলার স্ত্রী দুপুরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সদস্যদের খেতে দেন। এতে সবাই ঘুমিয়ে পড়লে স্বামীকে খুন করে পালিয়ে যান লক্ষ্মী।
নিহত ভোলার পরিবারের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কয়েক বছর আগে পারিবারিকভাবে ভোলার সঙ্গে লক্ষ্মীর বিয়ে হয়। ভোলা দেখতে কালো। তাই বিয়ের দিন থেকেই স্বামীকে মেনে নিতে পারেননি লক্ষ্মী। অনেকটা পরিবারের চাপে পড়েই ভোলাকে বিয়ে করেন লক্ষ্মী। তাদের সংসারে ঝগড়া ছিল নিয়মিত।
এদিকে পলাতক স্ত্রী লক্ষ্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে নিহত ভোলার পরিবার।