পাকিস্তানে অশ্লীল পোস্টার প্রদর্শনে নিষেধাজ্ঞা



লাহোরের এক জনসভায় চৌহান বলেন, ‘যদি প্রেক্ষাগৃহে কোনো অশ্লীল চলচ্চিত্রের বিলবোর্ড পাওয়া যায়, তবে সেটিকে ঘটনাস্থলেই জরিমানা গুনতে হবে। যদি কোনো প্রেক্ষাগৃহ এ নির্দেশ অমান্য করে, তবে সেটি বন্ধ করে দেয়া হবে।’

পাকিস্তানের পাঞ্জাবে এখন থেকে কোথায় চলচ্চিত্রের অশ্লীল পোস্টার প্রদর্শন করা যাবেনা। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রদেশটির নতুন তথ্যমন্ত্রী ফায়জুল হক চৌহান।



চৌহানের এ সিদ্ধান্তকে সমালোচনা করে পাকিস্তানের বামপন্থী ও মানবাধিকারকর্মী আম্মার রশিদ বলেন, ‘একটি নিখাদ নৈতিক পুলিশি ব্যবস্থা।’

বিভিন্ন ইসলামপন্থী দলের সহায়তায় গত জুলাইয়ে দেশটির একাদশ নির্বাচনে বিজয়ী হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। চৌহান জামায়াতে ইসলামী থেকে তেহরিক-ই-ইনসাফ পার্টিতে যোগ দেন। এরপর তাকে নিয়ে তৈরি হয় বেশ কিছু বিতর্ক।

২০১১ সালে পাঞ্জাবের গভর্নর হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছিল। চৌহান সেই হত্যাকারীর কবর জিয়ারতে গিয়েছিলেন। এমনকি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নার্গিসকে নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন তিনি।

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4