আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি শুধু আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই লোপ পেয়ে যাবে।
মানুষের জীবন আজ এমন একপর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে হয়তো নামার উপায় নেই, এবার ওঠার সিঁড়ি না খুঁজলেই নয়। ওঠার সিঁড়ি না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য, তাতে আর কোনো সন্দেহ থাকে না।
সারাংশ : বর্তমান বিশ্বে মানুষের মনুষ্যত্বের চেয়ে অর্থের হিসাব হয়ে উঠেছে বড়। বিত্ত ও বৈভবের নেশায় তারা প্রচণ্ডভাবে প্রতিযোগিতায় রত। এ নেশা তার মনুষ্যত্বকে কুরে কুরে খাচ্ছে এবং অবক্ষয় ও আত্মবিনাশের পথকে প্রশস্ত করছে। এ থেকে উদ্ধার পাওয়ার পথ এখনই খুঁজতে হবে; তা না হলে মানুষের মনুষ্যত্ব কথাটিই হয়তো লোপ পেয়ে যাবে।
0 Comments
আমাদের সাথে থাকুন