বর্তমানে সিনেমা এবং সিরিয়ালের থেকে দর্শক বেশি পছন্দ করেছেন ওয়েব সিরিজ। এছাড়া সিনেমা বা সিরিয়াল যারা দেখেন তাদের অধিকাংশের বেশি মানুষ ত্তটিটি প্ল্যাটফর্মে দেখে নিচ্ছেন। জানিয়ে রাখা ভালো ওয়েব সিরিজ গুলি বেশির ভাগ অ্যাডাল্ট বিষয়বস্তুর উপর ভিত্তি করে বানানো হচ্ছে। সেই রকম একটি ওয়েব সিরিজ নিয়েই আজ আমরা আলোচনা করবো। যা এই মুহূর্তে বেশ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
চলতি বছরে মুক্তি পেয়েছে অভিনেত্রী আয়েশা কাপুর (Ayesha Kapoor) এবং সিমরান খান (Simran Khan) এর নতুন ওয়েব সিরিজ ‘সিয়াপা’ (Siyapa)। আয়েশা কাপুরকে এর আগেও অনেক ওয়েব সিরিজে আবেদনপূর্ণ এবং সাহসিকতার মেজাজ যোগ করেছেন। যেমন ‘মোহর ২’ (Mohor 2) এবং ‘ঝোল’ (Jhol) এর মতন বেশ কিছু ওয়েব সিরিজে বোল্ড ও সাহসী চরিত্রে দেখতে পাওয়া গেছে।
নতুন ওয়েব সিরিজের গল্পে রয়েছে সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশ মজার গল্পঃ। যেখানে একজন বাবা এবং তার ছেলের গল্প থ্রেড করা হয়েছে। জানিয়ে রাখা ভালো এই ওয়েব সিরিজে সীমার থেকেও আয়েশার বেশি সাহসী এবং বোল্ড দৃশ্য রয়েছে। ভক্তদের তার লাস্যময়ী শরীর এবং অভিনয় দেখে ঘাম ধরছে। অনেকেই হারিয়েছেন রাতের ঘুম।
ইতিমধ্যেই অনেক দর্শক ওয়েব সিরিজটি দেখে ফেলেছেন। তাদের মতে বোল্ড এবং সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের মধ্যে ‘সিয়াপা’ অন্যতম জনপ্রিয় হয়ে উঠবে। তবে অনেকেই জানিয়েছেন বাড়ির বড়োদের এবং বাচ্চাদের সামনে এই ওয়েব সিরিজটি ভুলেও চালাবেন না। আরো এমন ওয়েব সিরিজের খবর পেতে জুড়ে থাকুন আমাদের সাথে।