OTT প্ল্যাটফর্মে রিলিস হল সাহসী ওয়েব সিরিজ, একা থাকলে তবেই দেখুন

OTT প্ল্যাটফর্মে রিলিস হল সাহসী ওয়েব সিরিজ, একা থাকলে তবেই দেখুন


OTT প্ল্যাটফর্মে রিলিস হল সাহসী ওয়েব সিরিজ, একা থাকলে তবেই দেখুন


ধারাবাহিক সিনেমার গণ্ডি পার করে বর্তমানে নেটিজেনরা ডিজিটাল মার্কেটে সাহসী ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন। 


বিশেষ করে যৌনতায় ভরপুর ওয়েব সিরিজ গুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। আসলে করোনা মহামারির কারণে যখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি থমকে দাঁড়িয়ে ছিল সেই মুহূর্তে উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছিল। 


আর অবসর সময় কাটাতে সেই সমস্ত ওয়েব সিরিজের উষ্ণ স্রোতে গা ভাসিয়ে দেন নেটিজেনরা। যার ফলে বিনোদনের আরও নতুন দিগন্ত খুলে যায় সাধারণ মানুষের জন্য।


সারাদিনের ব্যস্ততার মধ্যে গতানুগতিক ওয়েব সিরিজ না দেখে অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করেন তারা। যার কারনে যৌ*তায় পরিপূর্ণ ওয়েব সিরিজ গুলি চোখের পলকে লক্ষাধিক ভিউ অর্জন করে। ‘উল্লু’, কিংবা ‘প্রাইম শট’- এর মত একাধিক ওটিটি প্ল্যাটফর্মে নিত্যদিন লঞ্চ হয়ে থাকে রগরগে হটনেসে ভরা একাধিক ওয়েব সিরিজ। আর এই সমস্ত ওয়েব সিরিজগুলি লাইন দিয়ে উপভোগ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।


আজ আমরা আপনাদের সামনে এমন একটি সাহসী ওয়েব সিরিজের খবর নিয়ে এসেছি, যেটি দেখতে হলে অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করতে হবে। শুধু তাই নয়, নিজের থেকে বয়সে বড় এবং বয়সে ছোট কারো সামনেও দেখতে পারবেন না এই ওয়েব সিরিজ। 


কানে হেডফোন ব্যবহার করে আপনাকে উত্তেজনাপূর্ণ এই ওয়েব সিরিজ দেখতে হবে। সম্প্রতি ডিজিটাল মার্কেট ডিজিমুভি প্লেক্সে মুক্তি পেয়েছে “পেয়াসী পুষ্পা” নামের এই সাহসী ওয়েব সিরিজটি। 


যেখানে এক ডিভোর্সি যুবতীর শারীরিক চাহিদা মেটানোর গল্প দেখানো হয়েছে। দ্বিতীয়বার বিয়ে করেও শারীরিক সুখ থেকে বঞ্চিত ওই যুবতী শারীরিক সুখ পেতে কি করেন তা জানতে হলে এক্ষুনি দেখতে হবে “পেয়াসী পুষ্পা” ওয়েব সিরিজটি।

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4