সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে, সিরিয়ালে সরল পুত্রবধূ হলেও OTT-তে লজ্জার সীমা অতিক্রম করেছেন এইসব অভিনেত্রী, রইল তালিকা

 

সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে, সিরিয়ালে সরল পুত্রবধূ হলেও OTT-তে লজ্জার সীমা অতিক্রম করেছেন এইসব অভিনেত্রী, রইল তালিকা

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। বিভিন্ন টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে বিভিন্ন হিন্দি সিরিয়াল।


এইসব সিরিয়ালে বিভিন্ন অভিনেত্রী কাজ করেন যাদের সহজ সরল চরিত্র ব্যাপক পছন্দ হয় নেটিজেনদের। অনেকেই পরিবারের অংশ হয়ে ওঠেন। কিন্তু সিরিয়ালে অত্যন্ত সরল সাধারণ হলেও রিয়েল লাইফে তারা একটু ভিন্ন হয়। সিরিয়ালের সহজ সরল পুত্রবধূ রিয়েল লাইফে হয়ে ওঠেন লাস্যময়ী অভিনেত্রী। তাঁদের ফটোশুটের ছবি দেখে রাতের ঘুম উড়ে যায় ফ্যানদের। আজকের এই প্রতিবেদনে এমন কিছু অভিনেত্রীর কথা জানাবো যারা রিল লাইফে সাধারণ হলেন রিয়েল লাইফে তারা বেশ বোল্ড।


এইরকম অভিনেত্রীদের তালিকায় ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর হিনা খান থেকে ‘কসৌটি জিন্দেগি কি’ শ্বেতা তিওয়ারি পর্যন্ত নাম রয়েছে। এতে প্রথমেই রয়েছেন ত্রিধা চৌধুরী। তিনি বিভিন্ন সিরিয়ালে বেশ সাধারণ সাজলেও আশ্রম এ তার বোল্ড অভিনয় অবাক করেছিল সকলকে। এছাড়া ছোট পর্দায় নিজের চরিত্র দিয়ে মানুষের মন জয় করেছেন সন্দিজা শেখ। কিন্তু ‘তাইশ’ এবং ‘ঘহরিয়ান’-এ অভিনেত্রীর ভিন্ন স্টাইল দেখা গিয়েছিল, যা দেখে ভক্তদেরও বিশ্বাস করা কঠিন ছিল অভিনেত্রীর রূপ।



টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি যখন ‘কসৌটি জিন্দেগি কি’-তে একজন সরল সাধারণ পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ‘পরওয়ারিশ’-এর মতো পারিবারিক শোতে মায়ের ভূমিকায় উপস্থিত ছিলেন। অল্ট বালাজির সিরিজ ‘হাম তুম অ্যান্ড থেম’-এ অভিনেত্রীকে তার সহ-অভিনেতা অক্ষয় ওবেরয়ের সাথে অন্তরঙ্গ দৃশ্য করতে দেখা গেছে। তিনি তার লিপলক দৃশ্যের জন্যও লাইমলাইটে এসেছিলেন। তাঁকে দেখে মেলানো যায়নি আগের সাথে।

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4