বিসিএস কনফিউশন প্রশ্ন | বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন ।। Suggestion 24
এখানে পাবেন বিসিএস কনফিউশন প্রশ্ন । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন যা এখানে পড়লে যে কোন চাকরির পরীক্ষায় কমন পাবেন শতভাগ। আপনি যদি কনফিউশন করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো যা বিভিন্ন পরীক্ষায় আসা কনফিউশন করা প্রশ্ন ও সঠিক উত্তর জেনে যান তাহলে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় টিকে যাবেন অনায়াসেই।
বিসিএস কনফিউশন প্রশ্ন
বিসিএস কনফিউশন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে।
: বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০ খৃ:)
২। ‘পঞ্চাশের মন্বন্তর’ কবে হয়?
বাংলা ১৩৫০ সনে (ইংরেজি ১৯৪৩ খৃ:)
বি দ্র : মাথায় রাখতে হবে নামকরণ হয়েছে বাংলা সালের উপর ভিত্তি করে l
৩।. বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি?
ক. কেরু অ্যান্ড কোং লিমিটেড
খ. জয়পুরহাট চিনিকল লিমিটেড
উত্তর: ক
(ads2) ৪ বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
ক. যমুনা সার কারখানা
খ. শাহজালাল ফার্টিলাইজার কো. লি
উত্তর: ক
৫।.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন
__ লর্ড কর্নওয়ালিস
৬:.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন
__লর্ড কর্নওয়ালিস
৭।. সূর্যাস্ত আইন চালু হয়
__লর্ড কর্নওয়ালিস এর আমলে
৮।..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
__লর্ড ক্লাইভ
৯..দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
__ওয়ারেন হেস্টিংস
১০.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
__লর্ড বেন্টিঙ্ক
বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন
বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন এবং বিসিএস কনফিউশন প্রশ্ন যেসব খুবই বিরক্তকর সেই প্রশ্ন ও উত্তর পাবেন এখানে।
__লর্ড ডালহৌসি।
১২. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
__লর্ড ক্লাইভ
১৩.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
— স্যার ফ্রেডরিক জন বারোজ
১৪.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
–লর্ড ক্যানিং
১৫ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
__লর্ড মাউন্টব্যাটেন।
১৬.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
— লর্ড কার্জন
১৭,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
–লর্ড হার্ডিঞ্জ
১৮।..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন–
— শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৯.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন–
— হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২০.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন
— খাজা নাজিম উদ্দিন
২১। খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কতজন?
= ২জন । তারামন বিবি, সেতারা বেগম । কাঁকন বিবির এখনো
গেজেট হয়নি।
২২। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি
সেক্টরে বিভক্ত করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
:
ব্যাখ্যাঃ এটি সবাই পারবে একেবারে চোখ বন্ধ করেই। এমনকি যে মাত্র এক সপ্তাহ আগে প্রিপারেশন নেয়া শুরু করল সেও পারবে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় সেটা। প্রশ্ন দেখা মাত্রই সবাই ১১সেক্টর কোথায় আছে সেটি খোঁজা শুরু করবে। আর এভাবেই পাতানো ফাঁদে পা দিয়ে বসে থাকবেন। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।
—
কনফিউজড প্রশ্ন
বিসিএস কনফিউশন প্রশ্ন এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা কনফিউজড প্রশ্ন নিয়ে বিশাল সমাহার।
(ads1)
Assembly of Bangladesh?
a) Zillur Rahman b) Abdul Hamid
c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina
:
ব্যাখ্যাঃ বাহ! প্রশ্নকর্তা তো বেশ সোজা প্রশ্ন করল। present President Abdul Hamid এটা কে না জানে! আপনি এত বেশি এক্সাইটেড যে পুরো প্রশ্নটা শান্ত মাথায় একবার ভালো করে পড়েও দেখলেন না। এখানেতো বাংলাদেশের present President কে জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করল National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন শারমিন চৌধুরী।
—
২৪। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত জেলা ৩০টি এবং মায়ানমার এর সাথে রয়েছে ৩টি। বাংলাদেশের সাথে উক্ত ২টি দেশের মোট সীমান্ত জেলা –
ক) ৩২টি খ) ৩৩টি গ) ৩৪টি ঘ) ৩৫টি
:
এমন প্রশ্ন দেখে পিএসসিকে আপনি বোকা ভাবতে শুরু করলেন। কারণ ভারতের সাথে ৩০ টা জেলার সংযোগ আছে আর মায়ানমারের সাথে আছে ৩টি। তাহলে মোট সীমান্তবর্তী জেলা ৩৩টি। এটা তো ক্লাস টু এর ছেলেও হিসেব করে বলে দিতে পারবে। গুরু এটা মানসিক দক্ষতার প্রশ্ন। ভারতের সাথে ৩০ টা জেলার সংযোগ আছে আর মায়ানমারের সাথে আছে ৩টি। কিন্তু এখানে একটি জেলা রাঙ্গামাটির সাথে ভারত ও মায়ানমার উভয়ের সংযোগ আছে। যার ফলে সীমান্ত জেলা ৩৩টা না হয়ে হবে ৩২ টা। যা অপশন ক তে আছে। —
২৫। জাতীয় ভোটার দিবস কত তারিখ?
ক)১ মার্চখ)২ মার্চ
গ)৮ মার্চ
ঘ) ৫ মার্চ
২৬.জাতীয় বীমা দিবস?ক)১ মার্চ
খ)২ মার্চ
গ)৮ মার্চ
ঘ) ৫ মার্চ
বিভিন্ন পরীক্ষায় আসা কনফিউশন করা প্রশ্ন
বিভিন্ন পরীক্ষায় আসা কনফিউশন করা প্রশ্ন এবং বিসিএস কনফিউশন প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
= সরকারি ৮টি । মোট ১০টা
২৮। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি”” পদক পান??১৯৭২ না ১৯৭৩?
=১৯৭২ সালের ১০ অক্টোবর ঘোষণা হয় বঙ্গবন্ধুকে জুলিও
কুরী পদক দেয়া হবে।
১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর
হাতে এ পদক তুলে দেয়া হয় যা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে
শহীদদের উৎসর্গ করেন।
২৮।হোসেনী দালান কে নির্মাণ করেন? শায়েস্তা খান না শাহ সুজা,
মীর মুরাদ?
(ads1)
=শায়েস্তা খান
২৯। ১.শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
= ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১
৩০. আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা কবে ও কোথায় উত্তোলন করা হয়?
= ৩রা, মার্চ ১৯৭১ , পল্টন, ঢাকা।
৩১. জাতীয় পতাকা সর্ব প্রথম কবে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়?
= ২৩শে মার্চ ১৯৭১
। suggestion24.com #বিসিএস কনফিউশন প্রশ্ন | বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন ।। Suggestion 24 বিসিএস কনফিউশন প্রশ্ন | বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন ।। Suggestion 24
https://www.suggestion24.com/
বিসিএস কনফিউশন প্রশ্ন | বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজড প্রশ্ন ।। Suggestion 24