সারমর্ম লিখুন:বসুমতি, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা

 

সারমর্ম লিখুন:বসুমতি, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা

 বসুমতী, কেন তুমি এতই কৃপণা?

কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। 


দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস 


কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?


শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,


আমার গৌরব তাতে সামান্যই বাড়ে 


তােমার গৌরব তাহে একেবারেই ছাড়ে।


(ads1)


সারমর্ম : ধরণিতে শস্যসম্পদ ফলাতেও অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। পরিশ্রমলব্ধ সম্পদ মানুষের মনে আত্মতৃপ্তি এনে দেয়। তাই মানুষের শক্তি, সামর্থ্য ও শ্রমের এত মূল্য। অন্যের করুণা-নির্ভরতা মানুষকে অমর্যাদা এনে দেয়। পরিশ্রমই মানুষের অস্তিত্বের অবলম্বন এবং মর্যাদা কষ্টিপাথর।


অথবা, 


সারমর্ম: মানবজীবনের গৌরব ও মর্যাদা অর্জিত হয় পরিশ্রমের মাধ্যমে। কিনা পরিশ্রমে কিছু অর্জনের পরিশ্রমের মধ্যে কোনো আনন্দ নেই। ভাতে মনুষ্যত্বের অবমাননাও হয়। বস্তুত করুণা বা দয়া নয়, পরিশ্রমের মাধ্যমে জীবনকে সার্থক ও গৌরবান্বিত করাই মানবজন্মের সার্থকতা।


অথবা,

(ads2)


সারমর্ম : আমাদের জীবনের গৌরব ও মর্যাদা অর্জিত হয় পরিশ্রমের মাধ্যমে । বিনা পরিশ্রমে কিছু অর্জনের পরিশ্রমের মধ্যে কোনাে আনন্দ নেই । তাতে মনুষ্যত্বের অবমাননাও হয় । বস্তুত করুণা বা দয়া নয় , মাধ্যমে জীবনকে সার্থক ও গৌরবান্বিত করাই মানবজন্মের সার্থকতা ।


0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4