সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে,

সারাংশঃ

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

সার্থক জনম মাগো, তোমায় ভালবেসে।

 

জানিনে তোর ধন-রতন আছে কিনা রাণীর মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় বসে।

 

কোন বনেতে জানিনে ফুল গন্ধ এমন করে আকুল;

কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে।

আখিঁ মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,

ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।

সারমর্মঃ

মাতৃভূূমি প্রতিটি মানুষের কাছেই প্রিয়। নিজের দেশের প্রতি সকলেরই মমতা আছে। ধনসম্পদের পূর্ণ না থাকলেও স্বদেশই সবার প্রিয়। স্বদেশের কোলে মাথা রেখেই সবাই বাঁচতে চায়। আবার তার কোলে মাথা রেখেই সবাই মরতে চায়।

0 تعليقات

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4