তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? সারাংশ সারমর্ম
তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও। ভালো কথা, কিন্তু সেজন্যে তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। মহৎ কিছু লাভ করিতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে। এইসব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার, তবে তোমার জীবন সুন্দর হইবে। আরো আছে। তোমার ভিতরে এক 'আমি' আছে, সে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগবিলাস চায়। সে বড় লোভী। এই 'আমি'কে জয় করিতে হইবে তবেই তোমার জীবনের সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।
সারাংশ: পরিশ্রম ও সাধনার বলে লোভ ও স্বার্থপরতাকে জয় করে মানুষের জীবন সার্থক ও সুন্দর হয়ে ওঠে। ভোগ বিলাসকে পরিত্যাগ করে আত্মাকে জয় করার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত।
তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? সারাংশ সারমর্ম
তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও। ভালো কথা, কিন্তু সেজন্যে তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। মহৎ কিছু লাভ করিতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে। এইসব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার, তবে তোমার জীবন সুন্দর হইবে। আরো আছে। তোমার ভিতরে এক 'আমি' আছে, সে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগবিলাস চায়। সে বড় লোভী। এই 'আমি'কে জয় করিতে হইবে তবেই তোমার জীবনের সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।
সারাংশ: জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হলে কঠোর পরিশ্রম ও দুঃখ-কষ্ট সহ্য করে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে মনের লোভ-লালসাপূর্ণ ও হিংস্র মনোবৃত্তি দমন করতে হবে। তবেই জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে।