তারিখ : ১৪ জুন , ২০২১ খ্রি .
বরাবর , প্রধান শিক্ষক আদাবর আইডিয়াল স্কুল ,ঢাকা।
বিষয় : পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ’ বিষয়ক প্রতিবেদন।।
জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ ১৩/৬/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।
সূচনা: আমরা যে পৃথিবীতে থাকি সে পৃথিবীর সমস্থ শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য এক ধরনের নক্ষত্র। সূর্য এবং একে ঘিরে যেসব গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, উল্কা, ধূমকেতু এবং খুব পাতলা গ্যাসের যে স্থর থাকে তাদেরকে একত্রে সৌরমণ্ডল বা Solar System বলে।
Sun at the Center (সূর্য মহাবিশ্বের কেন্দ্রে): পৃথিবীতে যখন টলেমির Geocentric Model নিয়ে পড়াশোনা হচ্ছিলো তখন সবাই তার এই মডেলটা মেনে নিতে পারেনি। গ্রীকের আরো কিছু বিজ্ঞানী তখন এই মডেলের বিরোধিতা শুরু করে এবং তারা নিজেরা একটা মডেল উপস্থাপন করে আমাদের সৌরজগতকে নিয়ে। তাদের মডেলটির নাম হচ্ছে Heliocentric Model. অর্থাৎ এই মডেলে Helios (গ্রীক শব্দ, যার অর্থ সূর্য) বা সূর্য থাকবে মহাবিশ্বের কেন্দ্রে এবং তাকে কেন্দ্র করে বাকি গ্রহ-উপগ্রহগুলো ঘুরতে থাকবে। এর আরেক নাম Sun Centric Model. তবে টলেমির মডেলের জনপ্রিয়তা বেশি হওয়ায় এই মডেলটি তখন কারো কাছে গ্রহণযোগ্য হয়নি।