বিএসএফবি-ফেরো- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন টোপ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী (মাজরা) পোকা দমনে কার্যকরী ফেরোমন ফাঁদ।

বিএসএফবি-ফেরো- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন টোপ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী (মাজরা) পোকা দমনে কার্যকরী ফেরোমন ফাঁদ।বিএসএফবি-ফেরো-
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

বিএসএফবি-ফেরো- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন টোপ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী (মাজরা) পোকা দমনে কার্যকরী ফেরোমন ফাঁদ।


বিএসএফবি-ফেরো- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন টোপ

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী (মাজরা) পোকা দমনে কার্যকরী ফেরোমন ফাঁদ।


ক্ষতির প্রকৃতিঃ 

• মাজরা পোকার আক্রমণে শতকরা প্রায় ৯০ ভাগ ফলন কমে যেতে পারে।

• ফল ধরা আগে পোকার কীড়া বেগুনের ডগার ভেতরে খেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। 

• পোকার কীড়া বেগুনের ত্বক ছিদ্র করে ভেতরে প্রবেশ করে ফল খেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। 

পোকা আক্রমণের সময়ঃ চারা রোপণের ১২-১৫ দিনের মধ্যে আক্রমণ শুরু হয়।


মাঠে ফেরোমন ফাঁদ স্থাপনের সময়ঃ চারা রোপণের ১ সপ্তাহের মধ্যে জমিতে ফাঁদ স্থাপন করতে হবে। 

প্রয়োগমাত্রাঃ জমিতে ১০-১২ মিটার (২০ হাত) দূরে দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি ২.৫ শতাংশে ১টি (৩৩ শতাংশে/বিঘায় ১৫টি) ফাঁদ লাগবে। একটি টোপ ৪৫-৬০ দিন কার্যকর থাকে। এক মৌসুমে ২ বার টোপ ব্যবহার করতে হবে।

সংরক্ষণঃ অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে।  

মূল্যঃ ২ পিসের প্যাকে ৬০ টাকা


Advanced Agriculture এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনার মাঠকৃষি ও ছাদকৃষির জন্য আমাদের কৃষি পণ্যসমূহঃ


১) সীডলিং ট্রে - (১২০ গ্রাম-৭২/১০৫/১২৮ সেল, ২০০ গ্রাম-১৫ সেল)

২) ট্রান্সপ্লান্টিং/জার্মিনেটিং/হাইড্রোপনিক ট্রে – ৫৮ সেঃমিঃ * ২৮ সেঃমি * ৩ সেঃমি, ৪৭৫ গ্রাম

৩) মালচিং ফিল্ম- ২৫ মাইক্রন, ৪ ফুট প্রশস্থ-৫০০মিঃ, ৩ ফুট প্রশস্থ-৬০০ মিটার

৪) কোকোপিট ব্লক-৪.৫ কেজি

৫) লুস কোকোপিট

৬) কোকো গ্রোয়িং স্টিক ২৪/৩২/৩৮ ইঞ্চি 

৭) কোকো ওয়াল হ্যাঙ্গিং বাস্কেট 

৮) হাড়ের গুড়া

৯) ভার্মিকম্পোস্ট 

১০) মাচার জাল (৮ হাত*৫৫ হাত-১২ ইঞ্চি গ্যাপ)

১১) কাটিং এইড রুট হরমোন- শিকড় গজানোর জাদুকরী হরমোন

১২) প্রহরী গ্রিন- ট্রিগার ২-ফসলের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে কার্যকরী জৈব কীটনাশ

১৩) হিউমিনল গোল্ড- অরগানিক প্লান্ট গ্রোথ রেগুলেটর (Organic Plant Growth Regulator)

১৪) মারগোসা-নিমতেল- ৩০০০ পিপিএম এজাডিরেকটিন)

১৫) বাম্পার-ফুল-ফল ঝরা বন্ধ করে

১৬) বুস্টার ১/২/৩/৪- স্ত্রী ফুল বৃদ্ধি করে ফসলের ফলন বাড়াইয়

১৭) লিবিনল- বৃদ্ধিকারক জৈব নিয়ন্ত্রক

১৮) ট্রাপ- সাদামাছি, থ্রিপস ও শোষক পোকা সমনে কার্যকরী জৈব কিটনাশক

১৯) মাইটেন্ড ইমপ্রোভড- লালমাকড় দমনে কার্যকরী কীটনাশক

২০) অরগাভিটা রোজ (Orgavita Rose)-গোলাপের সার্বিক পুষ্টি সমাধান

২১) ট্রাইকোডার্মা ভিরিডি (প্যান্থার টি.ভি) ও প্যান্থার পি.এফ (ছত্রাক ও ব্যাকটেরিয়াঘটিত রোগ দমনকারী)

২২) সুধা জার্মিনেইড- বীজ সতেজীকরণ ও শোধনের জৈব সমাধান

২৩) থান্ডারস- ব্লাস্ট ও অন্যান্য ছত্রাকঘটিত রোগ দমনে কার্যকরী জৈব সমাধান ও লিবমাইসিন-ফসলের অরগানিক এন্টিবায়োটিক

২৪) সাফ ছত্রাকনাশক

২৫) ওয়েস্ট ডিকম্পোজার

২৬) ফ্ল্যাশ(Flash)-উচ্চক্ষমতা সম্পন্ন অনুখাদ্য সমাহার

২৭) ময়নামতি/হ্যাপি গ্রিন/গ্রিনলাইন/থাইল্যান্ড হাইব্রিড শসা(মৌসুম অনুযায়ী)

২৮) গ্রিনবল/প্রিতম/চৈতি/পার্পল কিং হাইব্রিড বেগুন(মৌসুম অনুযায়ী)

২৯) বিজলি/বিজলি প্লাস/বিজলি প্লাস ২০২০/প্রিমিয়াম/সনিক/কিং/ফায়ারফক্স হাইব্রিড মরিচ(মৌসুম অনুযায়ী)

৩০) হাইব্রিড চিচিঙ্গা/ঝিঙ্গা/ঢেড়শ/লাউ/ফুলকপি/বাধাকপি/মূলা/টমেটো বীজ (মৌসুম অনুযায়ী)

৩১) সুমী/সুপার সুমী হাইব্রিড ঢেড়স বীজ 

৩২. ইস্পাহানি কিং হাইব্রিড পেপে

৩৩. বাসন্তি/চৈতি হাইব্রিড বেগুন

৩৪. তাল বেগুন(অপুর্ব হাইব্রিড বেগুন)

৩৫. কেমাইট-জৈব মাকড়নাশক

৩৬. বায়োক্লিন- সবজি ও ফলের ছাতরা পোকা বা মিলিবাগ ও সাদামাছি পোকা দমন করে

৩৭. বায়োট্রিন-থ্রিপস,জাব পোকা,পাতা সুড়ঙ্গকারী পোকা,ধানের কারেন্ট পোকা দমন করে

৩৮. বায়োশিল্ড-বেগুনের স্টেম ব্লাইট, মরিচ ও অন্যান্য ফসলের এনথ্রাকনোজ,ধানের লিফ ব্লাস্ট,ঢেঁড়শের লিফ স্পট,শসার ফিউজেরিয়াম উইল্ট,আলুর ব্যাকটেরিয়াল এঙ্গুলার রিং রট,চা ও বরবটির পাতার রেড রাস্ট,কলার সিগাটোকা ও পানামা,লেবুর স্ক্যাব ও ক্যাঙ্কার ইত্যাদি রোগে কার্যকরী 

৩৯. বায়ো-চমক-ধানের মাজরা পোকা ও বাদামী গাছ ফড়িং, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ,শিম-বরবটির ফল ছিদ্রকারী পোকা,বাঁধাকপি, ফুলকপি, মরিচ, কচু, তরমুজ, তামাক, সরিষা, তুলাসহ অন্যান্য ফসলের সাধারণ কাটুই পোকা ,ভূট্টার ফল আর্মিওয়ার্ম দমনে কার্যকরী

৪০. বায়ো-এনভির - মোজাইক ভাইরাস, ইয়েলো ভেইন মোজাইক ভাইরাস, লিফ কার্ল ভাইরাস, পিভিওয়াই ভাইরাস দমনে কার্যকরী

৪১. বায়োডার্মা পাউডার (ট্রাইকোডার্মা হারজিনিয়াম)

৪২. বায়োডার্মা সলিড(ট্রাইকোডার্মা হারজিয়ানাম)

৪৩. হলুদ/নীল/সাদা স্টিকি ট্র্যাপ

৪৪. ম্যাঙ্গো/ব্যানানা ফ্রুট ব্যাগ

৪৫. ইস্পাহানি মালচিং ফিল্ম(৪০০মি*৪ফুট, ২৫ ও ৩০ মাইক্রন)

৪৬. ইস্পাহানি স্পেশাল ভার্মিকম্পোস্ট 

৪৭. কিউ-ফেরো- কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দমন ব্যাবস্থাপনাই ফেরোমন টোপ

৪৮. বিএসএফবি-ফেরো- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন টোপ

৪৯. ব্যাকট্রো-ডি- আম ও পেয়ারার মাছি পোকা দমনের ফেরোমন টোপ

৫০. স্পোডো-লিউর- বাধাঁকপির লেদা পোকা দমনের ফেরোমন টোপ

৫১. ফল আর্মি-লিউর- ভুট্টার ফল আর্মি ওয়ার্ম পোকা দমনের ফেরোমন টোপ

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!