পদার্থবিজ্ঞান ৯ম শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, ৪র্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২২, ৯ম শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ পদার্থবিজ্ঞান

শ্রেণি: ৯ম 2022 বিষয়: পদার্থবিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


অ্যাসাইনমেন্ট (শিরােনামসহ)ঃ

পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ

শিখনফল/বিষয়বস্তুঃ

পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ

এই অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করতে নিচের ধাপগুলাে অনুসরণ করতে হবে।

  • ধাপ: ১ ক্রমবিকাশের সূচনা লিখতে হবে |
  • ধাপ: ২ ক্রমবিকাশের বিভিন্ন পর্ব উল্লেখ করতে হবে।
  • *ধাপ: ৩, ক্রমবিকাশের বিভিন্ন পর্বের বিজ্ঞানীদের নাম, সময় ও কাজ ছক আকারে প্রদর্শন করতে হবে।
  • ধাপ: ৪ একটি সরল রেখায় নির্দিষ্ট দূরত্বকে নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন পর্বে বিভিন্ন সময়ে যে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে তা উপস্থাপন করতে হবে।
  • ধাপ: ৫ ৪ নং ধাপে প্রাপ্ত চিত্রে, অধিক সময়ব্যাপী আবিষ্কার হয়নি এ ধরনের কোনাে সময় পরিলক্ষিত হয় কিনা? যদি হয়ে থাকে তবে সময়টি কত সাল থেকে কত সাল পর্যন্ত? কেন এ সময় কোনাে অগ্রগতি হয়নি তা ব্যাখ্যা করতে হবে।

পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশঃ

আধুনিক সভ্যতা হচ্ছে পদার্থ বিজ্ঞানের অবদান। পদার্থ বিজ্ঞানের এই অগ্রগতি এক দিনে হয়নি, শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরি্শ্রমে একটু একটু করে আধুনিক পদার্থ বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে। মনে রাখতে হবে প্রাচীনকালে তথ্যের আদান-প্রদান এত সহজ ছিল না,

বিজ্ঞানের গবেষণার ফলাফল একে অন্যকে জানাতে অনেক বেগ পেতে হতো, হাতে লিখে বই প্রস্তুত করতে হতো এবং সেই বইয়ের সংখ্যাও ছিল খুব কম।

প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন ছিল। বিজ্ঞানীদের বন্দী করে রাখা বা পুড়িতে মারার উদাহরণ রয়েছে। তারপরেও জ্ঞানের অন্বেষণ থেমে থাকেনি এবং বিজ্ঞানীরা প্রকৃতি রহস্য উন্মোচন করে আমাদের এই আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন। তাই বলা যেতে পারে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা খুবই জটিল।

পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের পর্বঃ

  • আদি পর্ব
  • বিজ্ঞানের উত্থান পর্ব
  • আধুনিক বিজ্ঞানের সূচনা
  • সাম্প্রতিক পদার্থবিজ্ঞান

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে বিভিন্ন বিজ্ঞানীদের নাম, সময়, ও কাজের ছকঃ

বিজ্ঞানীর নামসময়কালকাজ
থেলিসআদি পর্বসূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতেন।
পিথাগোরাসআদি পর্বআগুন, পানি, মাটি ও বায়ু-এ চারটি মৌলের ধারণা দিয়েছিলেন
ডেমোক্রিটাসআদি পর্বপরমাণুর প্রাথমিক ধারণা দেন
আর্কিমিডিসআদি পর্বলিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন। তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভ‚ত করে আগুন ধরানোর কৌশলও জানতেন।
গ্যালিলিওবিজ্ঞানের উত্থান পর্বসরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন এবং বস্তুর পতনের নিয়ম আবিষ্কার ও সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন।
মাইকেল ফ্যারাডেবিজ্ঞানের উত্থান পর্বচৌম্বক ক্রিয়ার তড়িৎপ্রবাহ উৎপাদন করে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর প্রক্রিয়া আবিষ্কার করেন।
রনজেনবিজ্ঞানের উত্থান পর্বএক্সরে আবিষ্কার করেন।
মার্কনীবিজ্ঞানের উত্থান পর্ববেতার যন্ত্র আবিষ্কার করেন।
স্যার আইজ্যাক নিউটনবিজ্ঞানের উত্থান পর্ববলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র আবিষ্কার করেন। ক্যালকুলাসও তার আবিষ্কার।
আর্নেস্ট রাদারফোর্ডআধুনিক বিজ্ঞানের সূচনাপরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত্ব প্রদান করেন।
ম্যাক্সওয়েলআধুনিক বিজ্ঞানের সূচনাআলোর তড়িৎ চুম্বকীয় তত্তের বিকাশ ঘটান।
আলবার্ট আইনস্টাইনআধুনিক বিজ্ঞানের সূচনাআপেক্ষিক তত্ত্ব প্রদান করেন।
নীলস বোরআধুনিক বিজ্ঞানের সূচনাহাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন।
হাবলসাম্প্রতিক পদার্থবিজ্ঞানগ্যালাক্সি একে অন্য থেকে দুরে সরে যাচ্ছে তার প্রমাণ দেন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সংখ্যারেখায় বিভিন্ন পর্বের গুরুত্বপূর্ণ কাজঃ

সংখ্যারেখায় বিভিন্ন পর্বের গুরুত্বপূর্ণ কাজ

পদার্থবিজ্ঞানের অন্ধকার যুগঃ

৪ নম্বর ধাপের সংখ্যারেখা থেকে দেখা যাচ্ছে খ্রিস্টাব্দ ১০৩১ থেকে ১৫৪৩ সময়ব্যাপী কোন আবিষ্কার হয়নি। এই সময়টাকে পদার্থবিজ্ঞানের অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করা যায়। কারণ এই সময়টাতে কোনো উল্লেখযোগ্য বিজ্ঞানের জন্ম হয়নি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4