Ads Area

এসএসসি দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২২,এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান উত্তর,এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

শ্রেণি: ১০ম / 2022 বিষয়: পদার্থবিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 136
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


অ্যাসাইনমেন্ট/ শিরো নাম : ভর ও শক্তির সম্পর্ক

শিখনফল/বিষয়বস্তু :

  • ভর ও শক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।,
  • শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে।,
  • উন্নয়ন কার্যক্রমে শক্তির কার্যকর ব্যবহার ব্যাখ্যা করতে পারবে।, 
  • শক্তির কার্যকর ও নিরাপদ ব্যবহারে সচেতন হবে।,
  • অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচনায় শক্তির প্রধান উৎস সমূহের অবদান বিশ্লেষণ করতে পারবে। ,

নির্দেশনা :  

  • এই অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করতে। নিচের ধাপগুলাে অনুসরণ করতে হবে।
  • ধাপ: ১ ভর ও শক্তির সম্পর্ক উপস্থাপন করতে হবে।,
  • ধাপ: ২ বাংলাদেশের রূপপুরে একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে। এখানে নিউক্লিয়ার শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হবে তা বিক্রিয়া ও চিত্রের। সাহায্যে নিজের মতাে করে উপস্থাপন করতে হবে।,
  • ধাপ: ৩ উপরােক্ত শক্তির পরিবেশগত প্রভাব | ব্যাখ্যা করতে হবে।,

ধাপঃ ১

ভর ও শক্তির মধ্যে পারস্পারিক সম্পর্ক নিম্নে উপস্থাপন করা হলোঃ
নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তর হয়। অবশ্য নিউক্রিয় বিক্রিয়া মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তর হয়। পদার্থ শক্তিতে রূপান্তর হলে যদি E পরিমাণ শক্তি পাওয়া যায়,
তাহলে E=mc2

এখানে, m হচ্ছে শক্তিতে রূপান্তর ভর

এবং c হচ্ছে আলোর বেগ এবং c= 3×108 ms-1

পরীক্ষা করে দেখা গেলো একটি ফিশন বিক্রিয়ায় অর্থাৎ একটি নিম্ন শক্তির নিউট্রন যদি একটি ইউরেনিয়াম নিউক্রিয়াসকে (235U) আঘাত করে তাহলে প্রায়

200 MeV=200×106 eV

= 200×106×1.6×1019 J

= 3.2×10-11 J

শক্তি নির্গত হয়। যেহেতু ফিশন বিক্রিয়া একটি শৃঙ্খল বিক্রিয়অ, মুহুর্তের মধ্যে কোটি কোটি বিক্রিয়া সংঘটিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়।

ধাপঃ ২

নিউক্লিয়ার শক্তি যেভাবে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর হয় তা আমার মতো করে বিক্রিয়া ও চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলোঃ

ইউরেনিয়াম 235 এখানে 92টি প্রোটন এবং 143টি নিউন্রন রয়েছে। প্রকৃতিতে এর পরিমাণ খুব কম, মাত্র 0.7%, এর অর্ধায় 703,800,000 (704 মিলিয়ন প্রায়) বছর। এই ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস খুব সহজেই আরেকটা নিউট্রনকে গ্রহণ করতে পারে তখন ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায়, এটা তখন Kr92 এবং Ba141 এই
দুটো ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। তার সাথে সাথে আরো তিনটা নিউট্রন বের হয়ে আসে । যা নিম্নের সমীকরণে দেখানো হয়েছে।n01+U92235→Kr3692+Ba56141+3n01

সমীকরণের বাম পাশের মৌলের ভর বের করে এবং সেটাকে ডান পাশের মৌলের ভরের সাথে তুলনা করলে দেখা যাবে ডান পাশে ভর কম, যেটুকু ভর কম সেটুকু আসলে E=mc2 এর শক্তি হিসেবে বের হয়ে এসেছে।

নিউক্লিয়ার বিক্রিয়া

এই বিক্রিয়ায় যে তিনটি নিউট্রন বের হয়ে এসেছে, তারা আসলে প্রচণ্ড গতিতে বের হয়ে আসে, তাই খুব সহজে অন্য ইউরেনিয়াম (235U) সেগুলো ধরে রাখতে পারে না। কোনোভাবে যদি এগুলোর গতিশক্তি কমানো যায় তাহলে সেগুলো অন্য ইউরেনিয়াম (235U) নিউক্রিয়াসে আটকা পড়ে সেটাকেও ভেঙে দিয়ে আরো কিছু শক্তি এবং আরো তিনটি নতুন নিউট্রন বের করবে । নিউ্রনগুলোর গতি কমে আসার পর সেগুলো আবার অন্য নিউক্রিয়াসকে ভেঙে দেয় এবং এভাবে চলতেই থাকে । এই প্রক্রিযাকে বলে চেইন রি-আাকশন।

BWR
ছবিটা টেকটিউন সাইট থেকে নেওয়া

এই পদ্ধতিতে প্রচণ্ড তাপশক্তি বের হয়ে আসে, সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাম্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এরকম একটা বিদ্যুৎকেন্দ্র থেকে খুব সহজেই হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।

ধাপঃ ৩

নিউক্লিয়ার শক্তির পরিবেশগত প্রভাব নিম্নে উল্লেখ করা হলোঃ
অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার শক্তি পরিবেশের উপর মারাত্মক বিরুপ প্রভাব ফেলতে পারে। একটি পারমাণবিক শক্তির চুল্লি স্থাপনের পূর্বে সে অঞ্চলের পরিবেশ, ভু-কম্পন প্রবনতা, হাইড্রোলজি, আবহাওয়াবিদ্যা, জনসংখ্যা এবং শিল্প-পরিবহন ও সামরিক স্থাপনা সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়। এছাড়া অগ্নিকান্ড, বিস্ফোরণ, বিকিরণ, ও দুঘটনার কারণে মহাবিপযয় ঘটতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার বিশেষজ্ঞ প্রয়োজন । পারমাণবিক বিদ্যুৎ চুল্লির দুর্ঘটনার ফলে ক্যান্সার জনিত রোগের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে ।

যেসব স্থানে এ ধরনের দুঘটনা ঘটে সেসব স্থানে জন্ম নেয়া সকল শিশুই হয়। পারমাণবিক চুল্লিতে রাসায়নিক বিক্রিয়ার পর সৃষ্টি হয় তেজক্তিয় বর্জ্য যা জীবজগত ও পরিবেশের জন্য মারাত্মক বিপদজনক । এসব বর্জ্য কমপক্ষে ১০,০০০ বছর বিশেষভাবে সংরক্ষণ করতে হয় যেন তেজক্ক্রিয়তা ছড়াতে না পারে। যতই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হউক না কেন তারপরও প্রাকৃতিক বিপর্যয় ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার সম্ভাবনা কমবেশি থেকে যায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Post a Comment

0 Comments

Ads Area