hsc civics and good governance 1st paper assignment answer [10th week assignment answer 2022], civics and good governance 1st paper [10th week assignment answer 2022] hsc

hsc civics and good governance 1st paper assignment answer [10th week assignment answer 2022], civics and good governance 1st paper [10th week assignm
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
শ্রেণি: HSC/2022 বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্রএসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 269
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ নাগরিক অধিকারের নিশ্চয়তা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারের সহায়তা করে ব্যাখ্যা করো।

শিখনফল

  • নাগরিক অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে
  • তথ্য অধিকার এর ধারণা ব্যাখ্যা করতে পারবে
  • অধিকারের সাথে কর্তব্যের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে
  • নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হবে
  • মানবাধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে

নির্দেশনা

  • অধিকার কর্তব্যের ধারণা
  • তথ্য অধিকার ও মানবাধিকারের ধারণা
  • অধিকার ও কর্তব্যের সম্পর্ক

  • অধিকার কর্তব্যের ধারণা

উত্তর:

অধিকারের ধারণা সাধারণ অর্থে অধিকার বলতে নিজ ইচ্ছা অনুযায়ী কিছু করার। ক্ষমতাকে বুঝায়। এই অর্থে অন্যকে হত্যা করাও অধিকার বলে। বিবেচিত হতে পারে। কিন্তু পৌরনীতিতে অবাধ ও স্বেচ্ছাচারী ক্ষমতাকে অধিকার বলে না। সভ্য সমাজে স্বেচ্ছাচার সম্ভব নয়। অধিকার বলতে তাই নিয়জ্জিত ক্ষমতা বুঝায়৷ পৌরনীতিতে অধিকার বলতে কতকগুলি সুযোগ-সুবিধাকে বুঝায় যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়৷ অধিকার সামাজিক বিষয়। অধ্যাপক আস্কি বলেন, “অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয়, এটা সমাজভিত্তিক” এজন্যই অধিকার বলতে সীমিত ক্ষমতা বুঝায় এবং একজনের অধিকার অন্যের কর্তব্যের। ইঙ্গিত দান করে৷ অধিকারের অর্থ মঙ্গলময় জীবন রাষ্ট্র।

সামাজিক কল্যাসের পরিবেশ সৃষ্টি ও সংরক্ষণ করে। এরূপ । পরিবেশেই ব্যক্তিতের বিকাশ সাধন সম্ভব৷ অধ্যাপক আছি। অধিকারের সংজ্ঞা দিয়ে যথার্থই বলেছেন, “অধিকাৱ সমাজ। জীবনের সেই সব অবস্থা যা ব্যতীত মানুষ তার সর্বোৎকৃষ্ট সত্তার। সন্ধান লাভ করতে পারে না।” টি, এইচ, প্রীন অধিকার বলতে। অনুরূপ ধারণা দিয়ে বলেন, “মানুষের অভ্যলক্ষ্মীশ গুণাবলির বিকাশ সাধনের জন্য অধিকার কতকগুলো বাহ্যিক শর্ত” সহজ কথায় অধিকার বলতে কতকগুলাে আনুকল শর্তকে বুঝায় যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য।

কর্তব্যের ধারা রাষ্ট্রের সদস্য হিসেবে প্রত্যেক নাগরিক তার জীবনকে। পরিপূর্ণভাবে বিকাশের জন্য কতগুলাে সামাজিক, রাজনৈতিক,

অর্থনৈতিক ও নৈতিক অধিকার ভােগ করে। এসব অধিকার। ভােগের বিনিময়ে নাগরিকদের অবিবার রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য। পালন করতে হয়। এ প্রসঙ্গে অধ্যাপক হ্যারল্ড লাস্কি বলেন, “কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য। কোন কিছু করা বা না করার অধিকারকে বােঝায়।” বচ্চত। কর্তব্য পালন ব্যতীত অধিকার ভােগের প্রত্যাশা করা যায় না । যেমন, আইন মেনে চলা নাগরিকের কর্তব্য। এ কর্তব্য পালনের। মাধ্যমে একজন নাগরিক তার নিজের স্বাধীনভাবে বেঁচে থাকার। অধিকার প্রত্যাশা করতে পারে৷

  • তথ্য অধিকার ও মানবাধিকারের ধারণা

উত্তর:

তথ্য অধিকারের ধারণা তথ্য অর্থ কোন কর্তৃপক্ষের গঠন, কাঠামাে ও দাপ্তরিক কর্মকান্ড সংক্রান্ত যে কোন স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত,
ও বাক-স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক; এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকাৱী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা। পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি। পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

মানবাধিকারের ধারণা অধিকারবোধ থেকে মানবাধিকারের উৎপত্তি হয়েছে। মানবাধিকার। বলতে সেসব অইিনগত ও নৈতিক অধিকারকে বোঝায়, যী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমগ্র বিশ্বের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। প্রতিটি মানুষ এ অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। ১৯৪৮ সালের ১০। ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এই ঐতিহাসিক দলিল গ্রহণের মধ্য দিয়ে বিশ্বে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। জাতিসংঘ কর্তৃক গৃহীত ঘোষণাপত্রে মানবাধিকার সংক্রান্ত কতগুলাে সাধারণ নীতি রয়েছে। যেমন;

১। সকল মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে।

২। সকল মানুষ যেকোন প্রকার পার্থক্য, যথা- জাতি, গােত্র, বর্শ,। লিঙ্গ, ভাষা, ধর্ম, মতাদর্শ, জাতীয় ও সামাজিক পরিচিতি, সম্পত্তি, জন্ম বা অন্য কোন মর্যাদা নির্বিশেষে ঘােষণায় উল্লেখিত সকল অধিকার ও স্বাধীনতা ভােগের অধিকারী।

৩। মানবাধিকার সমগ্র বিশ্বের সর্বস্থানে সর্বকালের সকল। মানুষের প্রাপ্য।

৪।বিশ্বের যেকোন রাষ্ট্রের নাগরিককে তাঁর দেশের বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে কোন পার্থক্য করা হবে না। অধিকার ও কর্তব্যের সম্পর্ক নাগরিক যেমন অধিকার ভোগ করে, তেমনি কর্তব্য পালন করে।

  • অধিকার ও কর্তব্যের সম্পর্ক

উত্তর:

অধিকার ও কর্তব্যের সম্পর্ক নিম্নরূপ:

১৷ অভিন্ন উৎস: অধিকার ও কর্তব্যের উৎস রাষ্ট্র অধিকার ও ।

কর্তব্যের সংরক্ষক রাষ্ট্র। রাষ্ট্র থেকে অমির অধিকার পাই এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করি। কাজেই রাষ্ট্রের মধ্যেই। অধিকার ও কর্তব্য নিহিত।

২ একই বন্ধুর দুটো দিক অধিকার ও কর্তব্য হচ্ছে একই বর। দুটো দিকের মত। অধিকার ভােগের সাথে সাথে নাগরিককে কর্তব্য পালন করতে হয়৷ কারণ অধিকার ভােগের মাধ্যমে নাগরিকগণ । রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব পালন করে, তাকে কর্তব্য বলা হয়৷ উদাহরণস্বরূপ : শিক্ষালাভ করা নাগরিকের অধিকার, আবার। সন্তানদের শিক্ষিত করা কর্তব্য।

৩। একজনের অধিকার অন্যের কর্তব্য অধিকার সংরক্ষণের। জন্য কর্তব্য পালন অবশ্যক। উদাহরণস্বরূপ, রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করা একজন নাগরিকের অধিকার; এক্ষেত্রে অন্য সবার।

কর্তব্য হচ্ছে স্বাধীনভাবে চলতে দেয়া। অধ্যাপক হবহাউস। (Hobhouse) তাই বলেছেন, ধাক্কী না খেয়ে পথ চলার অধিকার। যদি অমাির থাকে, তাহলে তোমার কর্তব্য হল অামাকে প্রয়োজন। মতাে পথ ছেড়ে দেয়া।

8৷ অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ: অধিকার অবাধ ও সীমাহীন হলে স্বেচ্ছাচারিতার জন্ম হবে৷ ফলে সবল অধিকার ভােগ করবে, আর দুর্বল বঞ্চিত হবে। কাজেই একজনের অধিকার, অন্যান্য সকলের কর্তব্যবােধ দ্বারা সীমাবদ্ধ।।

৫। নৈতিক অধিকার ও কর্তব্যের সম্পর্ক নৈতিক অধিকার ভােগ। করলে, নৈতিক কর্তব্য পালন করতে হয়। উদাহরণস্বরূপ, পিতামাতা সন্তানদের লালন-পালন ও শিক্ষা দেয়। আবার পিতা-মাতা। যখন বৃদ্ধ হন সন্তানরা তাঁদের সেবা-যত্ন করে। এক্ষেত্রে নৈতিক

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 9 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!