শ্রেণি: SSC/ বিষয়: পদার্থ বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2022 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03 বিষয় কোডঃ 136 |
সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী
এসাইনমেন্ট শিরোনামঃ সমতল দর্পণে কোনাে লােকের প্রতিচ্ছবি এবং আলাের প্রতিফলন
ক) X বিন্দুর প্রতিবিম্ব সমতল দপনের তা প্রতিফলন পজ্জবেক্ষন করেছে। দপনের উলম্ভ উচ্চতা h ।
খ) রশ্নি চিত্রে আপাতন কোণ দেখাও [মনে কর আপতন কোণ i] ।
গ) রশ্নি চিত্রে প্রতিফলন কোণ দেখাও [মনে কর আপতন কোণ r] ।
ঘ) আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানদন্ড লিখ।
উ রশ্নি চিত্র অঙ্কন পূবক লোকটির প্রতিবিম্বের অবস্থান,আকার ও প্রকৃতি বিশ্লেষন কর।
শিখনফল/বিষয়বস্তু :
- আলোর প্রতিফলনের সূত্র ব্যাখ্যা করতে পারবে ।
- রশ্নি চিত্র অঙ্কন করে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবে ।
- প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন করতে পারবেন ।
শিরোনামঃ "সমতল দর্পণে কোন লোকের প্রতিচ্ছবি এবং আলোর প্রতিফলন"
ক)
খ) রশ্মি চিত্রে আপতন কোণ দেখাও । [ মনে কর আপাতন কোণ = i ]
উক্ত চিত্র -১ এ X এর প্রতিবিম্ব X ' দেখানো হয়েছে । যেখানে X হতে আপতিত রশ্মি XO দর্পণে O বিন্দুতে আপতিত হয়েছে । এখানে দর্পণের উপর অভিলম্ব ON . আপতিত রশ্মি OX অভিলম্ব ON এর সাথে উৎপন্ন কোণ <ZXON = i হলো আপতন কোণ ।
গ) রশ্মি চিত্রে প্রতিফলন কোণ দেখাও ৷ [ মনে কর প্রতিফলন কোণ = r ]
উক্ত চিত্র - ১ এ X এর প্রতিবিম্ব X ' দেখানো হয়েছে । যেখানে X হতে আপতিত রশ্মি XO দর্পণে আপতিত হয়ে OR পথে প্রতিফলিত হয়েছে । এখানে দর্পণের উপর অভিলম্ব ON . প্রতিফলিত রশ্মি OR অভিলম্ব ON এর সাথে উৎপন্ন কোণ <ZNOR = r হলো প্রতিফলন কোণ ।
ঘ) আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানগুলো লিখ । নিম্নে আপতন ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মান নির্ণয় করা হলো :
চিত্র – ১ হতে পাই ,
X বিন্দুর আপাতন কোণ <ZXON = i
এবং প্রতিফলন কোণ <ZNOR = r l
চাঁদা এর সাহায্যে পরিমাপকৃত :
আপাতন কোণের মান XON = 1 = 36 ° এবং
প্রতিফলন কোণের মান ZNOR = r = 36 °
যা প্রতিফলনের ২ য় সূত্রকে মেনে চলে ।
ঙ) রশ্মিচিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান , আকার ও প্রকৃতি বিশ্লেষণ কর । নিম্নে রশ্মিচিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান , আকার ও প্রকৃতি বিশ্লেষণ করা হলো :
মনে করি , PQ সমতল দপর্ণের সামনে HX মানুষটি দাড়িয়ে আছে । যার H হলো মানুষটি মাথা এবং X হলো পা ।
লোকটির মাথা H হতে সমতল দর্পণে HM একটি রশ্মি M বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের সূত্রানুসারে MH পথে ফিরে আসে । অপর HO রশ্মি দর্পণে O বিন্দুতে আপতিত হয়ে OX পথে ফিরে আসে । এখন HM এবং XO রশ্মিকে পিছনে বর্ধিত করলে তা H'X ' ARFAT ACADEMY প্রতিবিম্বের সৃষ্টি করে । তাহলে HX এর কাল্পনিক প্রতিবিম্ব হলো H'X ' । যা সত্যিকার অর্থে মিলিত হয় নি ।
তাহলে , লোকটির
i . প্রতিবিম্বের অবস্থান : আয়না থেকে সমদূরত্বে ।
ii . প্রতিবিম্বের আকার : সমান দৈর্ঘ্যের ।
iii . প্রতিবিম্বের প্রকৃতি : অবাস্তব এবং সোজা ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- Class: 6 To 10 Assignment Answer Link
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর
১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট : | উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট |
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক | মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক |
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/