শ্রেণি: SSC/ 2022 বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্টেরের উত্তর 2022 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 152 |
এসাইনমেন্ট শিরোনামঃ অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
ফিন্যান্স ও ব্যাংকিং ১১তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট শিখনকল/ বিষয়বস্তুঃ
- অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে
- অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে
ফিন্যান্স ও ব্যাংকিং ১১তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট নির্দেশনা (সেংকেত, ধাপ, পরিধি)ঃ
আ্যাসাইনমেন্ট প্রপয়নের ক্ষেত্রে নিপ্নের বিষয়গুলো ও সমস্যাকে বিবেচনায় নিতে হবে –
- অর্থের সময় মুল্যের ধারণা
- অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ
- অর্থের বর্তমান মূল্য ও বাট্রাকরণ
সমস্যা,
একটি ব্যবসায় প্রতিষ্ঠান ৬ বছর পর ১৩০,০০,০০০ টাকার মেশিন ক্রয় করবে কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির আছে ৫:০০:,০০০ টাকা । প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক দুটি বিকল্প নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
বিকল্প-১: পদ্মা ব্যাংকে ১২% বার্ষিক চক্রুবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ ।
বিকল্প-২: সুরমা ব্যাংকে ১১.৫০% ব্িমাসিক চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ ।
(ক) প্রশ্নের উত্তর
অর্থের সময় মূল্যের ধারণাঃ
ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ এখনকার ১০০ টাকা আর পাঁচ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা । মনে করি,আমি আমার বন্ধুর কাছে ১০০ টাকা পাই। এমতাবস্থায় আমার বন্ধু বললো এখন সে ১০০ টাকা পরিশোধ না করে ১ বছর পর পরিশোধ করবে । অর্থের সময় মূল্য বলে যে,এখনকার ১০০ টাকা আর এক বছর পরের ১০০ টাকা সমান মান বহন করে না।
ধরা যাক, সুদের হার শতকরা ৮ ভাগ অর্থাৎ আমি যদি অগ্রণী ব্যাংকে এখন ১০০ টাকা জমা রাখি, তবে আগামী বছর ব্যাংক আমাকে ১০৮ টাকা দেবে। সুতরাং, এখনকার ১০০ টাকা এবং আগামী বছরের ১০৮ টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মুল্য বহন করে।
চক্রবৃদ্ধিকরণঃ প্রথম বছরের সুদাসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতিবছর সুদাসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নিধরিণ করা হয়। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়।
বাট্টাকরণঃ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারি, একে বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয়। একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নিণয় করতে পারি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
- Class: 6 To 10 Assignment Answer Link
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর
১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
0 Comments
আমাদের সাথে থাকুন