শ্রেণি: ৭ম-2021 বিষয়: বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 |
১। শক্তির সংকট মােকাবেলায় বিকল্প শক্তির জন্য তােমার নিজের মত করে একটি প্রজেক্ট তৈরী কর যে প্রজেক্ট শক্তির সংকট মােকাবেলার পাশাপাশি শক্তির অপচয় রােধ ও পরিবেশ রক্ষায় ভূমিকা। রাখবে।
২। প্রজেক্টের নাম নির্বাচন করে ধারাবাহিকভাবে তােমার তৈরিকৃত প্রজেক্টের ধাপগুলাে বর্ণনা কর।
৩। উক্ত প্রজেক্টটি সামাজিক প্রেক্ষাপটে তােমার এলাকায় কি ধরনের ভূমিকা রাখতে পারবে তার। বর্ণনা দাও।
৪।তােমার নিজের জীবনে শক্তির অপচয় রােধে তুমি কী ধরনের ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে কর।
- পাঠ-১: কাজ, ক্ষমতা ও শক্তি ,
- পাঠ-২, ৩ : শক্তির রূপ,
- পাঠ-৪, ৫: শক্তির রূপান্তর,
- পাঠ-৬; শক্তির সংরক্ষণশীলতা ,
- পাঠ-১০: অনবায়ন যােগ্য শক্তি ,
- পাঠ-৭, ৮ ও ৯; নবায়নযােগ্য শক্তি ,
- পাঠ ১২ : শক্তির বিকল্প উৎসের সন্ধানে,
- পাঠ ১৩ : আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার,
- পাঠ ১১ : শক্তির ব্যবহার ও সংকট,
নির্দেশনা :
- ১। প্রজেক্ট তৈরী করতে কি কি উপকরণ লাগে সেগুলাে জেনে ধাপগুলাে লিখবে।,
- ২। তােমার এলাকায় কি ধরনের প্রজেক্ট উপযােগী সেটি চিন্তা করতে হবে।,
- ৩। বিভিন্ন ধরনের শক্তির অপচয় কিভাবে রােধ করা যায় এবং পরিবেশে এই অপচয় রােধ কিভাবে ভূমিকা রাখবে তার ধারণা নিবে।,
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- ১। প্রজেক্ট তৈরী করতে কি কি উপকরণ লাগে সেগুলাে জেনে ধাপগুলাে লিখবে।,
শক্তির সংকট মােকাবেলায় বিকল্প শক্তির জন্য আমার মতাে করে একটি প্রজেক্ট তৈরি করলাম। কাজের ধাপসমূহ:
১/শুরুতে বেশ বড় আকৃতির একটা ঘর তৈরি করলাম। বাড়ির % কাছেই, বড়দের সহযােগিতায় নিয়ে , তা সুন্দর করে সিমেন্ট বালু ইট দিয়ে ঢালাই করিয়ে নিলাম।
২/গ্যাস সরবরাহকারী সংযুক্ত করলাম ও খরকুটোর বা অন্যান্য ময়লা-আবর্জনা এর মধ্যে ফেলা যাবে এমন একটি জায়গা তৈরি করলাম।
৩/পুরাে প্রক্রিয়াটি তৈরি হওয়ার পর কিছুদিন অপেক্ষা করলাম। ও কার্যপ্রণালী: এ আমার প্রজেক্টে গ্যাস তৈরি করতে ভালাে ভূমিকা।
এ পালন করবে। মাত্র দুটি গরুর গােবর ব্যবহার করে। , গৃহস্থলীর আবর্জনা ফেলে , একটি পরিবারের * প্রয়ােজনীয় গ্যাস এই প্ল্যান্টের তৈরি করা সম্ভব। স্ত শক্তি উৎপাদনে বৃহৎ ভূমিকা পালন করবে। এবং জয়গায় ফেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য তৈরি করবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ২। তােমার এলাকায় কি ধরনের প্রজেক্ট উপযােগী সেটি চিন্তা করতে হবে।,
প্রজেক্টিকে "বায়ােগ্যাস প্লান্ট" নাম দিয়ে চালু করলাম। যা। ভালােভাবেই পরবর্তীতে আমার বাড়ির গ্যাসের সকল চাহিদা পূরণ করবে। বায়ােগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল।সাধারণত তিনটি ধাপে বায়ােগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
প্রথম ধাপ: বায়ােমাসের বিভিন্ন উপাদান যেমন : প্রােটিন, চর্বি, শর্করা ইত্যাদি ভেঙ্গে সরল উপাদান তৈরি হয়।
দ্বিতীয় ধাপ: ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সরল উপাদানগুলাে বিভিন্ন জৈব এসিড তৈরি করে।
তৃতীয় ধাপ: এ ধাপে জৈব এসিড থেকে ফার্মেন্টেশন বিক্রিয়ায় মিথেন, কার্বন-ডাই-অক্সাইড তৈরি হয়।
আমার এলাকায় এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি । কেননা এই বায়ােগ্যাস প্লান্ট একাধারে শক্তি উৎপাদন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর আমার দেখাদেখি এলাকার অনেক মানুষ আগ্রহী হয়ে একই প্রজেক্ট করবে।
সেক্ষেত্রে এলাকা জ্বালানি স্বনির্ভরতা , পরিবেশবান্ধব ও ভালাে মানের শক্তি উৎপাদনের ভূমিকা পালন করবে। যা থেকে ধীরে ধীরে এলাকার পাশাপাশি আরও দূর পর্যন্ত মানুষ এবং পরিবেশের গুরুত্বপূর্ন পরিবর্তন আনা সম্ভব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ৩। বিভিন্ন ধরনের শক্তির অপচয় কিভাবে রােধ করা যায় এবং পরিবেশে এই অপচয় রােধ কিভাবে ভূমিকা রাখবে তার ধারণা নিবে।,
বায়ােগ্যাস আমার জীবনে যে ধরনের ভূমিকা রাখতে পারবে: নবায়নযােগ্য শক্তির উৎস হিসাবে বায়ােগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন বায়ােগাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা সম্ভব হবে। বায়ােগ্যাস তৈরীর পর অবশিষ্ট বর্জ্য, আবাদি জমির জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে। জ্বালানি সঙ্কট মােকাবিলায় বিকল্প জ্বালানির উৎস হতে পারে।
বায়ােগ্যাস ব্যবহারের ফলে আমরা পচনশীল। স্ত বর্জ্যগুলােকে কাজে লাগিয়ে আবর্জনা ও দুর্গন্ধমুক্ত। ও স্বাস্থ্যকর পরিবেশ ও উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করা সম্ভব।
যারা মাছের চাষ করেন তারা বায়ােগ্যাস থেকে পাওয়া ৩ বর্জ্য মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক