hsc ডিপ্লোমা ইন কমার্স ১১শ শ্রেণি ব্যাংকিং ও বিমা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১,diploma in commerce ১১শ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ব্যাংকিং ও বিমা এর সহজ উত্তর

hsc ডিপ্লোমা ইন কমার্স ১১শ শ্রেণি ব্যাংকিং ও বিমা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১,diploma in commerce ১১শ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাই
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
শ্রেণি: HSC ইন কমার্স -2021 বিষয়: ব্যাংকিং ও বিমা এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04 বিষয় কোডঃ 1715
বিভাগ: ভোকেশনাল শাখা

এসাইনমেন্ট শিরোনামঃ বিভিন্ন ধরনের চেক সম্পর্কিত ধারণা, ব্যবহার ও চেকের অমর্যাদার কারন।

শিখনফল/বিষয়বস্তু :

  • চেক কি তা ব্যাখ্যা করতে পারবে
  • বিভিন্ন প্রকার চেক সম্পর্কে ধারণা লাভ করতে পারবে
  • চেকের বিভিন্ন পক্ষ সমুহ বর্ণনা করতে পারবে
  • কি কি কারনে চেকের অমর্যাদা হয় তা বর্ণনা করতে পারবে

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • চেকের ধারণা ব্যাখ্যা করতে হবে
  • চেকের প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে।
  • চেকের পক্ষসমুহ বর্ণনা করতে হবে
  • অমর্যাদাকৃত চেকের ক্ষেত্রে করণীয় কাজ বর্ণনা করতে হবে

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • চেকের ধারণা ব্যাখ্যা করতে হবে

চেকের ব্যবহার প্রাচীন কাল থেকে বিশেষ করে ৯ম শতাব্দী থেকে চলে আসছে। তবে এটি বিংশ শতাব্দীতে এসে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে Cheque প্রসেসিং স্বয়ংক্রিয় হয়ে ওঠে এবং প্রতি বছর কোটি কোটি চেক ইস্যু করা হয়। Cheque একটি হস্তান্তরযোগ্য দলিল।

ব্যাংকের গ্রাহক কোন নির্দিষ্ট ব্যক্তিকে বা তার নির্দেশে অপর কাউকে অথবা কোন বাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করার জন্য ব্যাংককে লিখিতভাবে যে আদেশ দেয়, তাকে Cheque বলে।

Negotiable Instrument Act অনুযায়ী-
“A cheque is a bill of exchange drawn on a specified Banker and not expressed to be payable otherwise than on demand.”[১]
অর্থাৎ চেক হলো এমন একটি বিনিময় বিল, যা কোন নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা এবং কেবলমাত্র চাহিবামাত্র পরিশোধযোগ্য।

১৮৮২ সালে যুক্তরাজ্যের বিল অব এক্সচেঞ্জ আইনের ৭৩ নং ধারায় Cheque সম্পর্কে বলা আছে-
A Cheque is a bill of exchange drawn on a Banker, payable on demand.[২]
অর্থাৎ Cheque হলো এমন একটি বিনিময় বিল যা কোন ব্যাংকের উপর আনীত এবং চাহিবামাত্র পরিশোধযোগ্য।

LE Davids বলেন-
Cheque is a bill of exchange drawn on a bank, payable on demand.[৩]
অর্থাৎ চেক এমন একটি বিনিময় বিল, যা কোন ব্যাংকের ওপর আদিষ্ট হয় এবং যা চাহিবামাত্র পরিশোধযোগ্য।

F E Perry বলেন-
Cheque is a bill of exchange payable on demand drawn on a bank.[৪]
অর্থাৎ চেক হল একটি বিনিময় বিল যা চাহিবামাত্র পরিশোধযোগ্য এবং কোন ব্যাংকের ওপর আনীত আদেশ।

Wikipedia তে বলা হয়েছে-
A cheque or check is a document that orders a bank to pay a specific amount of money from a person’s account to the person in whose name the cheque has been issued.[৫]
অর্থাৎ চেক হলো একটি ডকুমেন্ট যা কোন একটি ব্যাংককে কোন একজন ব্যক্তির হিসাব থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের আদেশ দেয়া যার নামে চেকটি ইস্যু করা হয়েছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • চেকের প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে।

ব্যাংকিং লেনদেনের ব্যাপক ‍উন্নয়ন ও গ্রাহকদের বিভিন্নমুখী প্রয়োজনের কারণে বিভিন্ন ধরনের চেকের প্রচলন ঘটেছে। নিম্নে বিভিন্ন প্রকার চেক আলোচনা করা হলোঃ

১।   বাহক চেক (Bearer Cheque) : যে কোন ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে যে চেকের অর্থ সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে।

২।   হুকুম চেক (Order Cheque):যে চেকে নির্দিষ্ট কাউকে অথবা তার আদেশানুসারে অপর কাউকে অর্থ প্রদানের জন্য ব্যাংকের প্রতি আদেশ দেয়া হয় তাকে হুকুম চেক বলে।

৩।   দাগকাটা চেক (Crossed Cheque):বাহক চেক বা হুকুম চেকের উপরিভাবে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টেনে দিলে, সে চেককে দাগকাটা বা রেখায়িত চেক বলে।

ক) সাধারণভাবে দাগকাটা চেক (Ordinary Crossed Cheque):যে দাগকাটা চেকে দাগের মাঝখানে ব্যাংক শব্দের উল্লেখ না থাকে বা কোন কিছু লেখা না থাকে সেক্ষেত্রে তাকে সাধারণ দাগকাটা চেক বলে।

খ) বিশেষভাবে দাগকাটা চেক (Specially Crossed Cheque): যে দাগকাটা চেকে দাগের মাঝখানে কোন নির্দিষ্ট ব্যাংকের নামসহ অন্য কোন শব্দাবলীর উল্লেখ থাকে, তাকে বিশেষভাবে দাগকাটা চেক বলে।

৪।   অন্যান্য চেক (Other Cheque):

ক) পূর্ব তারিখের চেক (Ant dated Cheque): কোন চেক ইস্যুর তারিখের পূর্বের কোন তারিখ উল্লেখ করা হলে তাকে পূর্ব তারিখের চেক বলে।

খ) পরবর্তী তারিখের চেক (Post dated Cheque):চেকে ভবিষ্যৎ বা পরবর্তী কোন তারিখের উল্লেখ করলে তাকে পরবর্তী তারিখের চেক বলে।

গ) বাসি চেক (Stale Cheque):চেক ইস্যুর ছয় মাস পর ব্যাংকে উপস্থাপন করা হলে তাকে বাসি চেক বলে। বাসি চেকের অর্থ ব্যাংক পরিশোধ করেনা।

ঘ) হারানো চেক (Lost Cheque):প্রস্তুতের পর উপস্থাপনের পূর্বে কোন চেক হারানো গেলে বা চুরি হলে তাকে হারানো চেক বলে।

ঙ) ফাঁকা চেক (Blank Cheque):চেকে টাকার অংক লেখার ঘর ফাঁকা রাখা হলে তাকে ফাঁকা চেক বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • চেকের পক্ষসমুহ বর্ণনা করতে হবে

Drawer বা আদেষ্টা
হিসাবধারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন চেকের উপর তারিখ লিখে স্বাক্ষর পূর্বক নির্দিষ্ট পরিমান অর্থ কোনো নির্দেশিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিশোধের জন্য তার ব্যাংককে আদেশ প্রদান করে তখন ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে Drawer বা প্রস্তুতকারক বলে।

Drawee বা আদিষ্ট
যে ব্যাংকের উপর আদেষ্টা অর্থ পরিশোধের জন্য আদেশ দেয়, সেই ব্যাংককে আদিষ্ট বা Drawee বলা হয়।

Payee বা প্রাপক
চেকে বর্ণিত অর্থ যাকে পরিশোধ করার জন্য ব্যাংককে আদেশ করা হয়, তাকে প্রাপক বা Payee বলা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • অমর্যাদাকৃত চেকের ক্ষেত্রে করণীয় কাজ বর্ণনা করতে হবে

আমানতকারী কর্তৃক কোন চেক ব্যাংকে উপস্থাপিত হওয়ার পর ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে চেক প্রত্যাখ্যান বলে। এক বা একাধিক ন্যয়সঙ্গত কারণে ব্যাংক চেক পরিশোধ করতে অস্বীকৃতি জানাতে পারে। নিম্নে চেক অমর্যাদার কারণগুলো বর্ণনা করা হলোঃ

১।   ব্যাংক হিসাবে চেকে লিখিত উক্ত পরিমাণ টাকা না থাকলে।

২।   চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকলে

৩।   চেকে প্রদত্ত আদেষ্টার স্বাক্ষর অস্পষ্ট হলে

৪।   চেকে প্রদত্ত স্বাক্ষর ও ব্যাংকে রক্ষিত স্বাক্ষরের মিল না হলে

৫।   চেকে তারিখ না থাকলে

৬।   চেকের তারিখ অস্পষ্ট থাকলে

৭।   চেকে টাকার পরিমাণ উল্লেখ না থাকলে

৮।   চেকে টাকার পরিমাণ অংকে ও কথায় গড়মিল থাকলে

৯।   বাসি চেক হলে

১০। ভবিষ্যৎ তারিখের চেক হলে

১১।  চেকে হিসাব নম্বর না থাকলে

১২।  এক হিসাবের চেক অন্য হিসাবে ব্যবহার করলে

১৩।  চেকে কাটাকাটি থাকলে এবং নমুনা স্বাক্ষর না থাকলে

১৪।  চেকে অনুমোদন প্রয়োজন হলে এবং তা না থাকলে

১৫।  হুকুম চেকে প্রাপকের নাম না থাকলে

১৫।  চেকে আদেষ্টার সীলমোহর প্রয়োজন হলে এবং তা না থাকলে

১৬।  চেক যথাসময়ে ব্যাংকে উপস্থাপন না করলে

১৭।  দাগকাটা চেক যথানিয়মে উপস্থাপন না করলে

১৮।  চেক ছেঁড়া বা অস্পষ্ট হলে

১৯।  আমানতকারীর ব্যাংকে গচ্ছিত অর্থের উপর ব্যাংকের কোন পূর্বস্বত্ব থাকলে

২০।  একাধিক ব্যক্তির নামে যৌথ হিসাবের ক্ষেত্রে সকল আমানতকারী বা যারা জীবিত আছে তাদের সকলের স্বাক্ষর না থাকলে

২১।  চেক লেখন কোন নির্দিষ্ট চেকের টাকা প্রদানে নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তি দিলে

২২।  চেক লেখার পর চেক লেখবের মৃত্যু বা আদালত কর্তৃক দেউলিত্বের নোটিস ব্যাংক পেলে

২৩।  আদেষ্টার মস্তিষ্ক বিকৃতির নোটিস ব্যংক পেলে

২৪।  আমানতকারীর হিসাব থেকে কোন টাকা প্রদানে ব্যাংক আদালত কর্তৃক নিষেধাজ্ঞামূলক কোন বিজ্ঞপ্তি পেলে

২৫।  গ্রহাকের চেক হারানো গিয়াছে মর্মে ব্যাং জ্ঞাত হলে

২৬।  চেকের ধানের স্বত্বে কোন ত্রুটি আছে বলে ব্যাংক পরিস্কার বুঝতে পারলে

২৭।  অন্য ব্যাংক শাখার চেক উপস্থাপিত হলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!