২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা ১৫তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা ১৫তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখ
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
শ্রেণি: ৬ষ্ঠ -2021 2022 বিষয়: কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

অ্যাসাইনমেন্ট: তােমার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত কর। এর মধ্যে কোন ধরণের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে। করাে? কেন?

শিখনফল/বিষয়বস্তু:

ক. পাঠ ১-২: কায়িক শ্রমের পরিচয়।

খ. পাঠ ১৩-২৫: কায়িক শ্রম ও এর অনুশীলন।

গ. পাঠ ২৬: মেধাশ্রম পাঠ ২৭-৩১: মেধাশ্রম ও এর অনুশীলন।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. কায়িক শ্রম ও মেধাশ্রমের ধারণা দিবে।

২. তার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের কাজগুলাে ভাগ করে সাজাবে।

৩. তার পরিবারের কোন ধরণের কাজকে সে অধিক গুরুত্বপুর্ণ বলে মনে করে? তা

যুক্তিসহ লিখবে।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

কায়িক শ্রম ও মেধা শ্রমের ধারণা

Man is the architect of his fortune” অর্থাৎ “মানুষ নিজেই নিজের ভাগ্যনিয়ন্ত্রক”। এ কর্মমুখর জীবনে মানুষকে নিরন্তর কোনো না কোনো প্রতিকূল পরিবেশে বসবাস করতে হয়। “Life is not a bed of roses” জীবন পুষ্প-শয্যা নয়। মানুষকে এ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে একমাত্র শ্রমের সাহায্যেই টিকে থাকতে হবে। তাই বলা যেতে পারে মানবজীবন মাত্রই শ্রমের কর্মশালা আর পৃথিবী হলো কর্মক্ষেত্র।

মানবজীবনের এক অলৌকিক বিষয় হলো শ্রম | এ শ্রমের শক্তিতেই মানুষ যুগযুগ ধরে গড়ে তুলেছে মানবসভ্যতা। আদিম যুগে পাথরের নুড়ি দিয়ে শ্রমের সাহায্যে মানুষ তৈরি করেছিল প্রথম হাতিয়ার। তারপর সুদীর্ঘকাল ধরে মানুষ তিল তিল শ্রমে গড়ে তুলেছে সভ্যতার বিরাট সৌধ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

শ্রমের কল্যাণেই মানুষ পশুজগৎ থেকে নিজেকে করেছে পৃথক। মানুষ যে আধুনিক যন্ত্র চালায়, সুন্ঘ ছবি আঁকে, কিংবা অপরূপ সুরের ঝংকার তোলে তার মুলে রয়েছে শ্রমের অবদান। বিশ্বসভ্যতার প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে শ্রম মানুষের তরন্ত শ্রম। সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রমের উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ।

আমার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত

দৈহিক বা কায়িক শ্রম বলতে বুঝায় যে কাজ শারীরিক শক্তির মাধ্যমে করা হয়ে থাকে। মহান আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন শারীরিক শ্রমের জন্যে। মানবসভ্যতার ইতিহাসে দেখা যায়, সেই আদিকাল থেকে মানুষ কায়িক শ্রম করে তাদের সভ্যতার বিকাশ ঘটিয়েছেন। আমাদের চারপাশে তাকালে দেখা মেলে কায়িক শ্রমের নানা ধরণ। যেমনঃ মজুর-চাষি-কুলি ইত্যাদি। মানসিক শ্রম বলতে বুঝায় নিজের মস্তিস্ক খাটিয়ে বা চিন্তা-চেতনা দিয়ে যে কাজ করা হয়। বর্তমান যে আধুনিক সভ্যতার উৎকর্ষ দেখা যায় তার মূল সূত্রপাত হলো এই মানসিক শ্রম। প্রকৃতপক্ষে মানসিক শ্রমে দৈহিক শক্তির দরকার না পড়লেও তা সম্পাদনে দৈহিক শ্রমের প্রয়োজন পরে। কাজেই কায়িক শ্রমের মূল শক্তি হল মেধা বা মানসিক শ্রম।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কোন কাজ সম্পাদনের পূর্বে প্রয়োজন সে কাজটি সম্পর্কে জানা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা ছক তৈরি করা। আর পরিকল্পিত ছকের জন্য প্রয়োজন মেধাকে সঠিকভাবে কাজে লাগানো । আজকের বর্তমান সভ্যতার বিকাশ একদিনে হয়নি। যুগের পর মুগ মানুষে তীর মেধা শক্তি ও কায়িক শ্রম দিয়ে সভ্যতার বিকাশ সাধন করেছে।

আগেরকালে মানুষ আগুন ভ্যালাতে পাথরে পাথরে ঘষা দিত কিন্তু ধীরে ধীরে মানুষ তাদের মেধাকে কাজে লাগিয়ে আগুল জ্বালানোর জন্য বিকল্প পন্থা আবিষ্কার করেছে। প্রাচীন যুগের মানুষেরা গুহায় বাস করত কারণ তারা ঘড় বানানো জানতো না। কিন্তু এখন তৈরি হচ্ছে বড় বড় অট্টরালিকা। এইসবই সম্ভব হয়েছে মানুষের মেধা ও কায়িক শ্রমের মাধ্যমে। শিল্প, বিজ্ঞান, শিক্ষা- সাহিত্য, অথনৈতিক, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য প্রতিটি ক্ষেতে উৎকর্ষ সাধনরে মুল শক্তি হিসেবে কাজ করেছে মেধা ও কায়িক শ্রম।

কায়িক শ্রমের তালিকাঃ

  • রিকশা চালানো
  • গাড়ি চালানো
  • কৃষি কাজ করা
  • মাছ ধরা
  • হাঁড়ি-পাতিল বানানো
  • কাপড় তৈরি করা
  • দোকান করা ইত্যাদি।

মেধা শ্রমের তালিকাঃ

  • চিকিৎসা করা
  • লেখাপড়া করা
  • শিক্ষাদান করা
  • প্রকৌশলীর কাজ
  • ব্যাংকিং
  • প্রশাসনিক কাজ-কর্ম ইত্যাদি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের পরিবারে যে যে শ্রম রয়েছে তার তালিকাঃ

  • বাবা – চিকিৎসা করা (মেধা শ্রম)
  • মা – শিক্ষাদান করা (মেধা শ্রম)
  • জেঠা – গাড়ি চালানো (কায়িক শ্রম)
  • মেঝো কাকা – কৃষি কাজ করা (কায়িক শ্রম)
  • ছোট কাকা – কাপড় তৈরি করা (কায়িক শ্রম)

এছাড়াও আরাে কিছু কর্মকান্ড সচরাচর না ঘটলেও প্রতিটি কাজ কায়িক বা মেধাশ্রম কোনাে না কোনাে এক রকম নিশ্চয়ই হবে। তাই বলা যায়, আমার পরিবারের প্রতিটি কাজই কায়িক বা মেধাশ্রম।

আমার পরিবারের সকল কাজগুলাের মধ্যে আমি মেধাশ্রম সমূহকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি। যদিও আমাদের পরিবার তথা পুরাে সমাজে কায়িক শ্রম ও মেধাশ্রম উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তবে উভয় শ্রম বাস্তবায়নের পূর্বে পরিকল্পনা প্রনয়ণের কাজটি সম্পাদন করে মেধাশ্রম। ফলশ্রুতিতে আমি মেধাশ্রমকে অধিক গুরুত্ব দিব। আমাদের পরিবারে দুপুরে কি কি খাবার তৈরি হবে তা চিন্তা না করলে খাবার তৈরি অসম্ভব।

প্রথমে চিন্তা করে তারপর খাবার তৈরি করা হয়। একইভাবে, ডাক্তার সরাসরি রােগের নাম শুনেই ঔষধ দেন না, চিন্তা করে দেখেন কি কি ঔষধ দেওয়া উচিত। আবার বড় বড় ভবন নির্মাণে মিস্ত্রি শুধু কার্য পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে কিন্তু পরিকল্পনা তৈরি করে প্রকৌশলী, যা মেধাশ্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রতিটি কায়িক শ্রমের পেছনেও মেধাশ্রম অবদান রেখেই চলেছে। তাই সকল দিক বিবেচনায়, আমি আমার পরিবারের মেধাশ্রম সমূহকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!