শ্রেণি: ৯ম -2021 বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২) ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 06 বিষয় কোডঃ 6814 |
বিভাগ: ভোকেশনাল শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ ভাইরাস প্রতিরোধে এন্ট্রিভাইরাস এর গুরুত্ব বিশ্লেষণ
শিখনফল/বিষয়বস্তু :
- ভাইরাস, মেলওয়্যার, এন্ট্রিভাইরাস
- সিস্টেম ইউনিট ভাইরাস দ্বারা আক্রান্তের লক্ষণ
- এন্ট্রি ভাইরাস দ্বারা ভাইরাস প্রতিরোধ
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
- ভাইরাস, মেলওয়্যার, এন্ট্রিভাইরাস সম্পর্কে বর্ণনা করতে হবে
- সিস্টেম ইউনিট ভাইরাস দ্বারা আক্রান্তের লক্ষণ বর্ণনা করতে হবে
- এন্ট্রি ভাইরাস দ্বারা ভাইরাস প্রতিরোধের উপায় বর্ণনা করতে হবে
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- ভাইরাস, মেলওয়্যার, এন্ট্রিভাইরাস সম্পর্কে বর্ণনা করতে হবে
ভাইরাস এবং অ্যান্টিভাইরাস এ দুটি সম্পর্কে সবচেয়ে সাধারণ জিনিস হচ্ছে শব্দ ভাইরাস। দুটি ওয়েব খুব জনপ্রিয়। তারা আপগ্রেড করেছে এবং সময়ের মাধ্যমে আরো উন্নত হয়ে গেছে। কম্পিউটার পেশাদার এবং geniuses যারা বিকাশ এবং ভাইরাস এবং অ্যান্টিভাইরাস তৈরি হয়।
ভাইরাস
এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা নিজের কপি এবং আপনার কম্পিউটারকে সংক্রামিত করার ক্ষমতা রাখে। শব্দ, "ভাইরাস," স্পাইওয়্যার এবং অ্যাডওয়্যারের প্রোগ্রামের মত কিছু ধরণের ম্যালওয়ারকে ভুলভাবে উল্লেখ করা হয়, যারা এমনকি প্রজনন ক্ষমতাও নেই। একটি প্রকৃত ভাইরাস এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারগুলিতে বাড়িয়ে তুলতে পারে। অন্য কম্পিউটারের দ্বারা অ্যাক্সেস করা ফোল্ডার এবং ফাইলগুলিকে সংক্রমিত করে ভাইরাসগুলির কম্পিউটারে সংক্রামিত হওয়ার সর্বাধিক সম্ভাবনা রয়েছে
এই সফটওয়্যারটি কম্পিউটার ভাইরাস, কীট, স্পাইওয়্যার, ট্রোজান ঘোড়া এবং অ্যাডওয়্যারের মত ম্যালওয়্যার প্রতিরোধ, সনাক্ত এবং অপসারণে ব্যবহৃত হয়। অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার চয়ন করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে হ্যাকার বা কম্পিউটার জিনোইজেস নতুন ধরনের ভাইরাস মুক্ত করছে। আপডেট হওয়া ভাইরাসগুলি দৃশ্যমান নয় এবং আপনার ঐতিহ্যগত অ্যান্টি-ভাইরাস দ্বারা সনাক্ত করা যাবে না। নতুন ভাইরাসের কারণে প্রতিবছরই তাদের দক্ষতা হ্রাস পায় কারণ আসছে।
'ম্যালওয়্যার' হল কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, স্কেয়ারওয়্যার ইত্যাদি বিবিধ হানিকারক, অনুপ্রবেশ-পরায়ণ সফ্টওয়্যার-এর এক সাধারণ নাম।
ম্যালওয়ার ক্ষতিকারক সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ যা মূলত সাইবার অপরাধীদের দ্বারা একটি সফ্টওয়্যার তৈরি করেছে ব্যবহারকারীর সিস্টেমগুলি (পিসি বা কোনও ডিভাইস) চালাতে এবং অভ্যন্তরীণ তথ্য বা ক্ষতি সংগ্রহ বা সিস্টেম বা অ্যাপ্লিকেশনের ক্ষতি করতে পারে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- সিস্টেম ইউনিট ভাইরাস দ্বারা আক্রান্তের লক্ষণ বর্ণনা করতে হবে
কোন কম্পিউটারে নিম্মে উল্লেখিত সবগুলো আথবা যে কোন একটি লক্ষণ দেখা গেলে জানতে হবে কম্পিউটার
ভাইরাসে আক্রান্ত হয়াছে।যথাঃ-
১। কম্পিউটার প্রোগ্রাম ফাইল ওপেন করতে সাধারন ভাবে বেশি সময় লাগবে।
২। কম্পিউটারের মেমোরি হ্রাস পাবে। ফলে কম্পিউটার এর স্পীড (গতি) কমে যাবে।
৩। কম্পিউটার চালু অবস্তায় চলমান কাজের সাথে সংশ্লিস্ট নয় এমন কিছু র্বাতা প্রদর্শিত হবে।যেমনঃ-
File not Found,Out Of Memory ইত্যাদি।
৪। কম্পিউটার হ্যাং(কোন কাজ করার সুযোগ না দেওয়া)হতে পারে।
৫। নতুন প্রোগ্রাম ইন্সটলের সময় স্বাভাবিক অপেক্ষা বেশী সময় লাগবে।
৬। চলমান কাজের ফাইল গুলো বেশি জায়গা দখল করবে।
৭। কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে।
৮। কাজ করার সময় হঠাৎ বন্ধ হতে পারে।
৯। কম্পিউটার এর ফাইল গুল এমন নাম ধারণ করবে যা পড়া যায়না।
১০। হার্ডডিস্কে ফ্রী স্পেস কমে যায়।
১১। ডিস্ক এক্সিস-এ বেশী সময় লাগবে।
১২। Exe,Com,bat ইত্যাদি ফাইল গুলো নষ্ট করে দেয়।
১৩। আনেক ফাইল হিডেন(Hidden) করে দেয়।
আমাদের মানব দেহের ভাইরাসের মতই অনেকটা কম্পিউটার ভাইরাস। ভাইরাস যেমন আমাদের শরীর থেকে অন্য একটি শরীরে প্রবেশ করে তেমন কম্পিউটারের ভাইরাস একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটার বা তারচেয়ে বেশি কম্পিউটারে প্রবেশ করে।
মানব দেহের ভাইরাসের মত কম্পিউটারের ভাইরাস আকারে ছোট হয়ে থাকে। সময়ের সাথে সাথে টেকনোলজি উন্নত হয়ে বিভিন্ন কম্পিউটারের আাবিষ্কার হচ্ছে, তেমনি ক্ষতিকর উপর নির্ভর করে বিভিন্ন ভাইরাস যেমনঃ রেসিডেন্ট ভাইরাস, ফাইল বা প্রোগ্রাম ভাইরাস, ফ্যাট ভাইরাস,ম্যাক্রো ভাইরাস, বুট ভাইরাস ইত্যাদি তৈরী হচ্ছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- এন্ট্রি ভাইরাস দ্বারা ভাইরাস প্রতিরোধের উপায় বর্ণনা করতে হবে
যদি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ভাইরাস আছে তাহলে সেটা আপনি সাধারণ antivirus software ডাউনলোড এবং ইনস্টল করে কম্পিউটার থেকে বের করতে পারবেন।
কিন্তু, ফ্রি এন্টিভাইরাস দিয়ে আপনি ভাইরাস ডিলিট বা রিমুভ করতে পারবেননা। এর জন্য, আপনার একটি প্রিমিয়াম বা পেইড (paid) এন্টিভাইরাস কিনতে হবে।
আপনি, amazon বা flipkart এর মতো অনলাইন শপিং সাইট গুলিতে গিয়ে কেবল, Rs.২০০ থেকে Rs.৫০০ মধ্যে ভালো ভালো এন্টিভাইরাস এবং anti malware সফটওয়্যার কিনে নিতে পারবেন।
মনে রাখবেন, অনেক সময় এন্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে অনেক রকমের ভাইরাস বের করতে অসমর্থ হয়। তখন, আপনার কাছে কেবল System restore বা Full system format ছাড়া কোনো উপায় থাকেনা।
তাহলে, আপনিও যদি কম্পিউটারে ভিরাসের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে একবার full windows format করিয়েনিন।
তারপর, ওপরে আমি বলা মতে কিছু সাধারণ জিনিসের ধ্যান রেখে আবার কম্পিউটারে বা ল্যাপটপে ভাইরাস ঢুকতে বাধা দিয়ে রাখতে পারবেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
0 Comments
আমাদের সাথে থাকুন