শ্রেণি:৬ষ্ঠ বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৮তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১, ১৮তম এ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য উত্তর ৬ষ্ঠ শ্রেণির

শ্রেণি: ৬ষ্ঠ -2021 বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম

দ্বিতীয় অধ্যায়: স্কাউটিং ও গার্ল গাইড

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তু

  1. স্কাউটিং ও গার্ল গাইডের ধারণা ও প্রয়ােজনীয়তা
  2. স্কাউটিং ও গার্ল গাইডের মূলনীতি ও প্রতিজ্ঞা
  3. *স্কাউটিং ও গার্ল গাইডের কর্মসূচি ও পােশাক দড়ির প্রাথমিক ৬টি গেরাে।
  4. প্রাথমিক প্রতিবিধান: ধারণা ও প্রয়ােগ ( কেটে গেলে, পুড়ে গেলে, ছুঁড়ে গেলে, পােকাঁয় কামড়ালে করণীয় ইত্যাদি)

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

কেস স্টাডি:

তুমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য। তােমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়ােজন। তােমার করণীয় কি?

নির্দেশনা

  • প্রাথমিক চিকিত্সা কি?
  • প্রাথমিক চিকিত্সকারির কাজ
  • ব্যবহৃত উপকরণসমূহ
  • প্রাথমিক চিকিত্সা গ্রহণকারী এবং প্রদানকারীর পরিচয় দুর্ঘটনা এবং তােমার প্রদত্ত চিকিৎসা পদ্ধতি
  • প্রদত্ত চিকিত্সর উদ্দেশ্য

মূল্যায়ন রুব্রিক্স

  • সবগুলাে যথাযথ – অতিউত্তম
  • প্রথম৫টি যথাযথ – উত্তম
  • ৪ টি যথাযথ – ভালাে।
  • অন্যথা – অগ্রগতি প্রয়ােজন৷

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

প্রাথমিক চিকিৎসা চিকিৎসাশান্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসার স্রষ্টা হলেন ড. ফ্রেডিক এজমার্ক। তিনি ছিলেন একজন জার্মান শল্যচিকিৎসক। তিনিই প্রথম চিন্তা করেন যেকোনাে দুর্ঘটনায় আহতে রােগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে রােগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়ােজন।

অতএব প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনাে দৈব দুর্ঘটনায় ডাক্তার না আসা পর্যন্ত হাতের কাছের জিনিস দিয়ে রােগীকে প্রাথমিকভাবে সাহায্য করা এবং রােগীর অবস্থা যাতে জটিলতর না হয় সেদিকে লক্ষ রেখে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা।


প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধানের ইংরেজি প্রতিশব্দ হলাে ফার্স্ট এইড (First Aid) First অর্থ প্রথম আর Aid অর্থ সাহায্য। সুতরাং First Aid অর্থ প্রথম সাহায্য। কোনো আহত ব্যক্তিকে সবার আগে যে সাহায্য করা হয়, তা-ই প্রাথমিক চিকিৎসা। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য। আমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়াোজন। এতে আমর যা যা করণীয় তা নিচে লেখা হলাে:
১) রোগনির্ণয়: কী কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে তা আমাকে খুঁজে বের করতে হবে। রােগের লক্ষণ, চিহ্ন বা ইতিহাস থেকে রোগ হয়েছে তা আমাকে খুঁজে বের করতে হবে। রোগের লক্ষণ, চিহ্ন বা ইতিহাস থেকে রোগ নির্ণয় করা সম্ভব। 


২) চিকিৎসা: কতটুকু চিকিৎসার প্রয়োজন তা নির্ণয় করে ডাক্তার আসার আগ পর্যন্ত যাতে রোগীর অবস্থার অবনতি না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।


৩) স্থানান্তর: রােগীকে নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে ডাক্তারের কাছে বা হাসপাতালে স্থানান্তর করতে হবে।


আমার পরিবারের কোন সদস্যদের যদি কোন অংশ কেটে যায় তাহলে আমি যা করব তা নিচে লেখা হলাে:

  • প্রথমেই আহত ব্যক্তির কোথায় কতটুকু কেটেছে তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
  • সাবান দিয়ে হাত পরিষ্কার করে কাটা স্থান পানি দিয়ে ধুয়ে তুলা বা কাপড় দিয়ে মুছতে হবে।
  • সাবান দিয়ে হাত পরিষ্কার করে কাটা স্থান পানি দিয়ে ধুয়ে তুলা বা কাপড় দিয়ে মুছতে হবে। 
  • ক্ষতের চারপাশ ডেটল বা স্যাভলন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
  • ক্ষতস্থানের জমাট বাঁধা রক্ত সরানো উচিত নয়। সরালে পুনরায় রক্তক্ষরণ হতে পারে।
  • সামান্য ক্ষত হলে সরাসরি আঙুলে চাপ দিয়ে এবং বড় ধরনের ক্ষত হলে তুলা বা গজ দিয়ে চেপে ধরে রক্তপাত বন্ধ করতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


আমার পরিবারের কোন সদস্যদের যদি কোন অংশ পােড়ে যায় তাহলে আমি যা করব তা নিচে লেখা হলাে:

আগুন, গরম পানি, জ্বলন্ত বস্তু ও গরম তরল পদার্থ থেকে দুর্ঘটনাবশত শরীরের কোনো অংশ পুড়ে গেলে পােড়া জায়গায় ঠাণ্ডা পানি বা ডিমের সাদা অংশ মাখিয়ে দিতে হবে।
আগুন, গরম পানি, জ্বলন্ত বস্তু ও গরম তরল পদার্থ থেকে দুর্ঘটনাবশত শরীরের কোনোে অংশ পুড়ে গেলে পােড়া জায়গায় ঠাণ্ডা পানি বা ডিমের সাদা অংশ মাখিয়ে দিতে হবে। কোনাে জায়গায় ফোস্কা দেখা দিলে ফোস্কা গলানাে উচিত নয়। সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আমার পরিবারের কোন সদস্যদের যদি কোন অংশ ছড়ে যায় তাহলে আমি যা করব তা নিচে লেখা হলাে:

হাতুড়ি, ইট, পাথর প্রভৃতি ভোঁতা জিনিসের আঘাতে বা জীবজন্তু কামড় দিলে শরীরের কোনাে অংশ ছড়ে যেতে পারে। ফলে আহত স্থানে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে পড়ে।

  • প্রথমেই আহত স্থানে ঠাণ্ডা পানি বা বরফ দিয়ে ব্যথা কমাতে হবে।
  • পরিষ্কার কাপড় ঠাণ্ডা পানিতে ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ বা ঠাণ্ডা পানি লাগাতে হবে।
  • আহত স্থানে কোনোরূপ ম্যাসাজ করা যাবে না।
  • প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4