এসএসসি ভোকেশনাল ১০ম শ্রেণির জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (২) ২য় পত্র অ্যাসাইনমেন্ট ৮ম সপ্তাহের সমাধান/উত্তর ২০২১, ভোকেশনাল ১০ম শ্রেণির জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (২) ২য় পত্র ৮ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১

শ্রেণি: ১০ম ভোকেশনাল -2021 বিষয়: জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (২) ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 9024
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃবৈদ্যুতিক সার্কিট ব্রেকার সম্পর্কে বিস্তারিত আলোচনা।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

সার্কিট ব্রেকারের ধারনাঃ 

সার্কিট ব্রেকারের সংজ্ঞা ( The meaning of circuit breaker ) : সার্কিট ব্রেকার একটি সুইচিং ও প্রটেকটিভ ডিভাইস , যা দুইটি মৌলিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় । 

( ১ ) সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে সুইচিং করতে , 

( ২ ) শর্ট সার্কিট জনিত ক্রটিতে স্বয়ংক্রিয় অপারেশনের জন্য । 

বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের ক্রটিতে বা ওভারলােড জনিত কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহে সিস্টেম ও ব্যবহৃত যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে স্বয়ংক্রিয় ডিভাইস ব্যবহার করা হয় তাকে সার্কিট ব্রেকার বলে । সার্কিট ব্রেকারের স্বয়ংক্রিয় অপারেশনের জন্য রিলে কাজ করে । বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের ক্রটিতে যে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাতে ডিভাইস ও সরঞ্জাম নষ্ট হয়ে যেতে পারে ।

এরূপ দুর্ঘটনা থেকে রক্ষা করতে সার্কিট ব্রেকার উপযােগী প্রটেকটিভ ডিভাইস । আবার সিস্টেম পরিচালনায় সুইচিং করতে এবং রক্ষণাবেক্ষণে সিস্টেম অপারেট করতে ইহা ব্যবহার হয় । সুতরাং আমরা বলতে পারি , সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় প্রটেকটিভ ডিভাইস , যা প্রয়োজনে সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে । সার্কিট ব্রেকারের ক্ষমতাকে কেভিএ বা এমভিএ দিয়ে লেখা হয় । 

সার্কিট ব্রেকারের প্রকারভেদ ( Classification of circuit breaker ) : 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সার্কিট ব্রেকারের গঠন , অপারেশন , কার্যনীতি ইত্যাদির উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় । 

১। এয়ার সার্কিট ব্রেকার , 

২। অয়েল সার্কিট ব্রেকার এবং 

৩। সালফার হেক্সা - ফ্লোরাইড ( SF6 ) সার্কি ব্রেকার । 

আর্ক নির্বাপণের ব্যবস্থা অনুসারে এয়ার সার্কিট ব্রেকার আবার দুই প্রকার -

( ক ) সাধারণ এয়ার সার্কিট ব্রেকার ও 

( খ ) এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার । 

তেলের পরিমাণের উপর নির্ভর করে অয়েল সার্কিট ব্রেকার আবার দুই রকম -

( ক ) মিনিমাম বা স্মল বা লাে অয়েল সার্কিট ব্রেকার ও 

( খ ) বান্ধ অয়েল সার্কিট ব্রেকার । 

কার্যনীতির উপর ভিত্তি করে বান্ধ অয়েল সার্কিট ব্রেকার আবার দুই রকম হয়ে থাকে । 

( ১ ) প্লেইন ব্রেক টাইপ বান্ধ অয়েল সার্কিট ব্রেকার ও 

( ২ ) আর্ক নিয়ন্ত্রিত বান্ধ অয়েল সার্কিট ব্রেকার ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বৈদ্যুতিক সার্কিট ব্রেকার সম্পর্কে বিস্তারিত আলােচনা, এস.এস.সি (ভোক) ১০ম শ্রেণি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (২) ২য় পত্র ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১  https://www.banglanewsexpress.com/

চিত্র অনুযায়ী লাইনের ফ ’ চিহ্নিত স্থানে ত্রুটির কারণে প্রবাহিত মাত্রাতিরিক্ত কারেন্টের আনুপাতিক কারেন্ট সিস্টেমে সংযুক্ত সিটি’র সেকেন্ডারি কয়েল দিয়ে প্রবাহিত হয়ে রিলের কয়েল উত্তেজিত করে এবং এতে ট্রিপ সার্কিট অন হয়ে যায় । আর তখন সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায় । এভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সার্কিট ব্রেকারের কাজ সংঘটিত হয় । যেহেতু সিস্টেমের ৮০ % ক্রটি আপনা আপনিই দূর হয় সেহেতু অল্প সময় পরই সার্কিট ব্রেকার অন করে দিলে প্রায় ক্ষেত্রেই সিস্টেম চলতে থাকে ।

বৈদ্যুতিক সার্কিট ব্রেকার সম্পর্কে বিস্তারিত আলােচনা, এস.এস.সি (ভোক) ১০ম শ্রেণি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (২) ২য় পত্র ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১  https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4