শ্রেণি: আলিম HSC -2021 বিষয়: হাদিস শরীফ এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 202 |
বিভাগ আলিম শাখা |
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
জ্ঞান চর্চার গুরুত্ব ও ফজিলত
মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ তায়ালা প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের আদেশ দেন যেন তাকে সিজদা করা হয়।
সকল ফেরেশতা মহান মহান রাব্বুল আলামিন আল্লাহর এই আদেশ পালন করে সিজদা আদায় করেন। ইবলিশ সিজদা করতে অস্বীকার করে। মহান আল্লাহ তায়ালা হজরত আদম (আ.) সৃষ্টি করে কিছু প্রশ্ন করেন, একই প্রশ্ন মহান আল্লাহ তায়ালা ফেরেশতাদের করেন।
ফেরেশতারা সে সব প্রশ্নের জবাব দিতে পারেনি। হজরত আদম (আ.) মহান আল্লাহর কুদরতে সমস্ত প্রশ্নের উত্তর দেন। মহান আল্লাহ তায়ালা যে জ্ঞান অর্জনের যোগ্যতা দিয়ে হজরত আদম (আ.)-কে সৃষ্টি করেছেন তা এ ঘটনা দ্বারা বোঝা যায়। মহান আল্লাহ মানুষকে জ্ঞান তথা ইলম অর্জনের জন্য গুরুত্ব দেন।
আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী আসে, তখন সূরা আলাকের প্রথম আয়াত নাজিল হয়, 'পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।'
মহান আল্লাহ তায়ালা মানুষের মধ্যে জ্ঞান অর্জনের ক্ষমতা, বিবেকবোধ, ভালো মন্দ যাচাই করার শক্তি, গবেষণা, অজানাকে জানার ক্ষমতা দিয়েছেন। এই যোগ্যতা বা ক্ষমতা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তাই সৃষ্টিকুলের মধ্যে মানুষ অন্য সব প্রাণীর ওপর রাজত্ব করেছে আদিমকাল হতে।
জ্ঞানার্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মহানবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ তথা অবশ্য কর্তব্য।’
মহান আল্লাহ তায়ালা মানুষকে তাঁর প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে ইলম বা জ্ঞানার্জন করা আবশ্যক। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘নিশ্চয়ই জ্ঞানী লোকেরাই আমাকে বেশি ভয় করে চলে আর আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সূরা আল ফাতির: ২৮)
কোনো বিষয়ের প্রকৃত শিক্ষা জ্ঞান বুদ্ধিসম্পন্ন লোকেরাই অর্জন করতে পারে। তাই মহান আল্লাহ তায়ালা বলেন, ‘পক্ষান্তরে যারা জ্ঞান ও বিদ্যায় পাকাপোক্ত লোক তারা বলে আমরা তার প্রতি ঈমান এনেছি। সবই আমাদের রবের তরফ থেকে এসেছে। আর সত্য কথা এই যে, কোনো জিনিস থেকে প্রকৃত শিক্ষা কেবল জ্ঞান বুদ্ধিসম্পন্ন মানুষই লাভ করে। (সূরা আল ইমরান: ৭)
জ্ঞানহীন মানুষ পশুর সমান। অনেক ক্ষেত্রে দেখা যায়, জ্ঞানহীন মানুষ অন্যায়ভাবে কোনো কাজ সমাধা করতে গিয়ে বিপদ ডেকে আনে। তাই মহান আল্লাহ তায়ালা জ্ঞানী ব্যক্তিকে পর্যাপ্ত সম্মান ও তাদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে বলা আছে, ‘তোমরা যদি না জানো তবে আলেমদের জিজ্ঞাসা করো।” (সূরা নাহল: ৪৩)
হজরত ইমাম গাজ্জালী’র মতে পার্থিব জ্ঞান দুই প্রকার। (১) যেটি চর্চা একান্ত প্রয়োজন এবং (২) যেটি চর্চা করা উত্তম।
চিকিৎসা বিজ্ঞান, কৃষিবিজ্ঞান তথা যেসব জ্ঞান মানব অস্তিত্ব ঠিকিয়ে রাখার জন্য খুব প্রয়োজন সেইসব বিষয়ে জ্ঞান অর্জন করা অপরিহার্য। যে ব্যক্তি ইলম বা জ্ঞান অর্জন করে ইসলামে তাদের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে এবং একজন মূর্খ ও একজন জ্ঞানীর মধ্যে পার্থক্য রয়েছে।
পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা আলেম এবং যারা আলেম না; তারা কি সমান হতে পারে?’ (সূরা জুমার: ৯)
পবিত্র কোরাআন শরীফে আরো উল্লেখ আছে, ‘অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? (সূরা রাদ: ১৬)
মহানবী (সা.) বলেন, ‘যে ইলম অর্জনের জন্য বের হয়, তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়া হয়।’ (বায়হাকি, শুয়াবুল ঈমান)
মহান আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে ইলম দান করেন। মহান আল্লাহ মহাজ্ঞানি। ইলম অর্জনকারী ব্যক্তি ন্যায়-অন্যায়ের পার্থক্য, হালাল ও হারাম কি সে বিষয়ে জ্ঞান রাখেন। সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে জানেন।
পবিত্র কোরআন ও হাদিস থেকে অর্জিত জ্ঞানই হলো ইলম। যিনি এ জ্ঞান অর্জন করেন তিনি আলেম। তবে, কোনো ব্যক্তি জীবনধারণের জন্য কোনো পেশা বেছে নেন, তবে সে পেশা সম্পর্কিত জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ।
কারণ, এমন পেশাগত জ্ঞানহীনতার কারণে সাধারণ লোকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক করুক, আল্লাহুম্ম আমিন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
0 Comments
আমাদের সাথে থাকুন