কৃষি শিক্ষা ৮ম শ্রেণির ১৪শ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, ১৪শ সপ্তাহের কৃষি শিক্ষা ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১

কৃষি শিক্ষা ৮ম শ্রেণির ১৪শ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, ১৪শ সপ্তাহের কৃষি শিক্ষা ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ কৃষি শিক্ষা ৮ম শ্রেণির ১৪শ সপ
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
শ্রেণি: ৯ম -2021 বিষয়: কৃষি শিক্ষা এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03
বাংলা নিউজ এক্সপ্রেস

এসাইনমেন্ট শিরোনামঃ উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি খন্ডে খন্ডে ভাগ করে গনি মিয়া দুই মৌসুমে পর পর দুই বছর। বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন।

১। নিম্নলিখিত ফসলগুলাে দিয়ে গনি মিয়া কোন ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন। তা চার্টের সাহায্যে তুমি উপস্থাপন কর- পাট, আউশ, গােল আলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাষ কলাই, মুগ, সরিষা ও গম।।

২। শস্য পর্যায় কী?

৩। উপরিক্ত ফসল নির্বাচনের ক্ষেত্রে শস্য পর্যায় বিষয়গুলাে কিভাবে গুরুত্ব পায়?

৪। ভূমি উন্নয়নে শস্য পর্যায় কিভাবে ভূমিকা রাখে।

৫। শস্য পর্যায়ের সুফল পেতে হলে গণি মিয়ার শস্য পর্যায়ের ব্যবহার কতটুকু যুক্তি সংগত? ব্যাখ্যা কর।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. এনসিটিবি কর্তৃক প্রণীত ২০২১ সালের কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ।

২. ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ।

৩. বিষয় শিক্ষকের পরামর্শ গ্রহণ।

৪. অভিভাবকের মতামত গ্রহণ।

৫. স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশির সাথে পরামর্শ।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

নিম্নলিখিত ফসলগুলাে দিয়ে গনি মিয়া কোন ধরনের শস্য পর্যয় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে উপস্থাপন করা হলােঃ

গনি মিয়ার উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি রয়েছে। এ থেকে বুঝা যায়, গনি মিয়া পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার এবং দিনাজপুরের উত্তর-পশ্চিম অংশের কৃষি পরিবেশ-১ এর অন্তর্ভুক্ত। এখানকার কৃষকরা পারট, আউশ, গােলআলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাষকলাই, মুগ, সরিষা ও গম চাষ করেন। কৃষকেরা বৃষ্টিপাত নির্ভর ফসল ফলান, আবার সেচনি্ভর ফসলও ফলান। গনি মিয়া রবি, খরিপ-১ এবং খরিপ-২ মৌসুমভিত্তিক পাট, আউশ, গােলআলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাষকলাই, মুগ, সরিষা ও গম ইত্যাদি ফসল ফলান। এগুলাে ফলানাের জন্য কৃষক বছরভিত্তিক নিম্নোক্ত শস্যপর্যায় গ্রহণ করতে পারেন।

সময়খণ্ড-১খণ্ড-২খণ্ড-৩খণ্ড-৪
১ম বছররবি: আউশখরিপ-১: পাটখরিপ-২: সরিষারবি: ফুলকপিখরিপ-১: বাঁধাকপিখরিপ-২: পতিতরবি: গমখরিপ-১: মাষকলাইখরিপ-২: গোল আলুরবি: মুগ ডালখরিপ-১: পতিতখরিপ-২: আঁখ
২য় বছররবি: মুগ ডালখরিপ-১: পতিতখরিপ-২: আঁখরবি: গমখরিপ-১: মাষকলাইখরিপ-২: গোল আলুরবি: ফুলকপিখরিপ-১: বাঁধাকপিখরিপ-২: পতিতরবি: আউশখরিপ-১: পাটখরিপ-২: সরিষা

শস্য পর্যায়ক্রমে দেখা যায় যে, প্রথম বছরে যেভাবে ফসল উৎপাদন শুরু হয়েছিল, দ্বিতীয় বছরে আবার সেভাবেই শেষ হচ্ছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

শস্য পর্যায়ঃ

শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালাে থাকে, ফসল ভালাে হয়, অধিক ফলন হয়। রােগ-পােকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালাে হয়। প্রযুক্তি হিসেবে শস্য পর্যায়ের ব্যবহার সব দেশেই প্রচলিত। মার্টির উবরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্য পর্যায়। অ্থাৎ একই জাতের ফসল একই জমিতে বারবার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়। যেমন- গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত। ফলে পােকা-মাকড় ও রােগবালাইয়ের উপদ্রব কম হয়।

শস্য পর্যায় এর জন্য এমন ফসল নির্বাচন করতে হবে যাতে নিম্নে উল্লিখিত বিষয়গুলাে গুরুত্ব পায়-

ক) পরপর একই ফসলের চাষ না করা।
খ) একই শিকড় বিশিষ্ট ফসলের চাষ না করা।
গ) ফসলের পুষ্টি চাহিদা কম বেশি অনুযায়ী নির্বাচন করা।
ঘ) ফসলের তালিকায় অন্তর্ভুক্ত করা।
ঙ) সবুজ সার যেমন- ধইঞ্চা চাষ করা।
চ) গবাদিপশুর খাবারের জন্য ঘাসের চাষ করা।
ছ) খাদ্যশস্য ও অথ্থকরী ফসলের চাষ করা।

ভূমি উন্নয়নে শস্য পর্যায়ের ভূমিকাঃ

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালাে থাকে, ফসল ভালাে হয়, অধিক ফলন হয়। পােকা-মাকড় ও রােগবালাই কম হয় এবং সারের কার্যকারিতা ভালাে হয়। মাটির উবরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্য পর্যায়। বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয় বলে মাটিতে গাছের পুষ্টি বজায় থাকে। শস্য পর্যায় এর ফলে মাটিতে নাইট্রোজেন যুক্ত হয়। এভাবে শস্যপর্যায় ভূমি উন্নয়নে ভূমিকা রাখে।

শস্য পর্যায়ের সুফল পেতে গনি মিয়ার শস্যপর্যায়ের ব্যবহার সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত। ব্যাখ্যা করা হলােঃ

আমাদের দেশের কৃষকরা জেনে অথবা না জেনে শস্যপর্যায় প্রযুক্তি ব্যবহার করে আসছেন। বৈজ্ঞানিক যুক্তি হয়তাে তারা দিতে পারবেন না। কিন্তু এতটুকু জ্ঞান তাদের আছে যে, একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে ফলন কমে যায়। মাটির উবরতা কমে যায়। পােকামাকড় ও রােগবালাইসহ নানা সমস্যা দেখা দেয়। কৃষকেরা তাদের জমিতে ফসল ফলান সেগুলােকে রবি, খরিপ-১, খরিপ-২ এই তিন ভাগে ভাগ করেছেন। কাজেই কৃষক প্রথমত মৌসুম অনুযায়ী কি ফসল চাষ করবেন তা নির্ধারণ করেন।

দ্বিতীয়তঃ কোন জমিতে কি ফসল ফলাবে তাও নির্ধারণ করেন। শস্য পর্যায় এর বিধি অনুযায়ী কৃষকের জমিকে খণ্ডে খণ্ডে ভাগ করার প্রযােজন পড়ে। আর খণ্ডগুলাের আকার সমান রাখার নিদেশ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের কৃষকদের জমি বিভিন্ন খন্ডে ভাগ করে ভাগ হযে আছে যা আকারে সমান নাও হতে পারে। কৃষকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তারা জমি ও ফসল নির্বাচন করেন। উপরােক্ত আলােচনা ও পূর্ববর্তী প্রশ্নের আলােকে বলা যায়, শস্য পর্যায় এর সুফল পেতে হলে গণি মিয়ার শস্য পর্যায় এর ব্যবহার সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!