শ্রেণি: ১০ম ভোকেশনাল -2021 বিষয়: পদার্থ বিজ্ঞান (২) এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 09 বিষয় কোডঃ 1925 |
বিভাগ: ভোকেশনাল শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ রােগ নির্ণয়ে সিটিস্ক্যান, ইসিজি ও ইটিটির ভূমিকা নিরুপন,
শিখনফল/বিষয়বস্তু :
- চিকিৎসা বিজ্ঞানে রােগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতিতে পদার্থবিজ্ঞানের ধারণা ও তত্ত্বের ব্যবহার করতে পারবে।
- আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারের ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা এবং প্রতিরােধের কৌশল ব্যাখ্যা করতে পারবে
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
- ১. সিটিস্ক্যান ব্যবহার বর্ণনা করতে হবে।
- ২. ইসিজি ব্যবহার বর্ণনা করতে হবে।
- ৩. ইটিটি ব্যবহার বর্ণনা করতে হবে
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
কম্পিউটারাইজড টোমোগ্রাফি (সিটি) স্ক্যান হলো এমন একটি মেডিকেল ইকুইপমেন্ট যা রোগী কোনও টানেলের মতো মেশিনের মধ্যে শুয়ে থাকবেন তখন মেশিনের অভ্যন্তরটি ঘোরানো হয় এবং বিভিন্ন কোণ থেকে সিরিজ ভাবে এক্স-রে এর মাধ্যমে ছবি তোলা হয় এবং রোগীর দেহের অভ্যন্তরে হাড়,রক্তনালী এবং নরম টিস্যুগুলির ক্রস-বিভাগীয় চিত্র (টুকরা) তৈরি করতে মিলিত হয়।যা তৈরি করতে কম্পিউটার প্রসেসিং ব্যবহার করে।এগুলি মিলিয়ে শরীরের কোনও নির্দিষ্ট অঞ্চলের 3-D চিত্র তৈরি করতে পারে।সিটি স্ক্যান চিত্রগুলি এক্স-রে এর চিত্র থেকে আরও বিস্তারিত তথ্য সরবরাহ করে থাকে।
সিটি স্ক্যানের অনেকগুলি ব্যবহার রয়েছে তবে গাড়ি দুর্ঘটনা বা অন্যান্য ধরণের ট্রমা থেকে অভ্যন্তরীণ আঘাতজনিত ব্যক্তিদের দ্রুত পরীক্ষা করতে এটি বিশেষভাবে উপযুক্ত।একটি সিটি স্ক্যান শরীরের প্রায় সমস্ত অংশ পরীক্ষা করতে ব্যবহার করা যেতে পারে এবং রোগ বা আঘাতের সনাক্তকরণের পাশাপাশি চিকিৎসা,অস্ত্রোপচারের পরিকল্পনা করতে ব্যবহৃত হয়।
★★★যে রোগের কারনে ডাক্তার সিটি স্ক্যানের পরামর্শ দিতে পারেনঃ-
- পেশী এবং হাড়ের ব্যাধি,যেমন হাড়ের টিউমার এবং ফ্র্যাকচারগুলি নির্ণয় করতে।
- টিউমার।
- সংক্রমণ বা রক্ত জমাট বাঁধার অবস্থান নির্ধারণ করতে।
- সার্জারিতে।
- ক্যান্সার বায়োপসি এবং রেডিয়েশন থেরাপির মতো গাইড পদ্ধতিতে।
- হৃদরোগ,ফুসফুস নোডুলস এবং যকৃতের মতো রোগ সনাক্ত ও নিরীক্ষণ করাতে।
- ক্যান্সারের চিকিৎসার মতো কিছু চিকিৎসার কার্যকারিতা পর্যবেক্ষণ করতে।
- অভ্যন্তরীণ আঘাত এবং অভ্যন্তরীণ রক্তপাত সনাক্ত করতে।
একটি সিটি স্ক্যান চলাকালীন সময়ে রোগী সল্পসময়ের জন্য আয়নাইজিং রেডিয়েশনের সংস্পর্শে আসবেন।সাধারন এক্স-রে চলাকালীন রেডিয়েশনের পরিমাণ রোগী যে পরিমাণ পায়,সিটি স্ক্যান এ তার চেয়ে বেশি রেডিয়েশন হয়,কারণ সিটি স্ক্যান আরও বিশদ তথ্য সংগ্রহ করে।সিটি স্ক্যানগুলিতে ব্যবহৃত রেডিয়েশনের কম মাত্রাগুলি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হিসাবে দেখা যায়নি,যদিও আরও বেশি মাত্রায় ব্যবহার এর কারনে রোগীর ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকিতে কিছুটা বাড়তে পারে।সিটি স্ক্যানগুলির অনেক সুবিধা রয়েছে যা কোনও ক্ষুদ্র সম্ভাব্য ঝুঁকির চেয়েও বেশি।চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাগুলির প্রয়োজনীয় তথ্য অর্জনের জন্য সবচেয়ে কম মাত্রার রেডিয়েশন ব্যবহার করেন।এছাড়াও,নতুন,দ্রুত মেশিন এবং কৌশলগুলির জন্য আগের মত ব্যবহৃত কম রেডিয়েশন প্রয়োজন।
ECG= electrocardiography এটি দেহের ভেতর হৃদপিন্ডের গতি প্রকৃতি নির্ণয় করতে পারে এবং গ্রাফ ইমেজ তৈরি করতে পারে। এই কারনে সাধারনত হাসপাতালে ব্যবহার হয়। এটি দিয়া হৃদপিন্ড গতি প্রকৃতি নির্ণয় করা হয়। এছাড়া নাড়ীর চলন পালস নির্নয় করে শারীরিক সমস্যা নির্ধারনে ব্যবহার হয়।
ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি হলো একটি হৃৎপিণ্ডের রোগ শনাক্তকরণ পদ্ধতি যাতে মানব দেহের হৃৎপিণ্ডের কার্যকলাপ কার্ডিওগ্রাফের সাহায্যে ইলেক্ট্রনিক উপায়ে নিরূপণ ও ধারণ করা হয়। কার্ডিওগ্রাফ মানব দেহের উপরিতলের বৈদ্যুতিক বিভব পরিমাপ করে এবং কিছু সময়ের জন্য হৃৎপিণ্ডের পেশীসমূহের কার্যকলাপ সংশ্লিষ্ট বৈদ্যুতিক প্রবাহের একটি ধারাবাহিক রেকর্ড ধারণ করে।
একটি কাগজে গ্রাফ আকারে ইসিজি পরীক্ষার ফলাফল বা রিপোর্ট তৈরি হয়। আধুনিক ইসিজি মেশিনগুলোয় তাৎক্ষণিকভাবে একটি ডিসপ্লেতে-ও ইসিজি গ্রাফ পর্যবেক্ষণ করা যায়। এই গ্রাফ দেখেই চিকিৎসক বুঝে নেন রোগীর হার্ট এটাক আছে কিনা, রক্তে হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর মাত্রায় পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইলেকট্রোলাইট থাকার লক্ষণ আছে কিনা, উচ্চ রক্তচাপের কোন ক্ষতিকর প্রভাব তৈরি হয়েছে কিনা।
কখন ইসিজি করা হয়:
# বুকে ব্যথা হলে
# শ্বাস নিতে কষ্ট হলে
# হঠাৎ শরীর অতিরিক্ত ক্লান্ত লাগলে
# হৃৎস্পন্দন অনিয়মিত হলে
# বুকে ধরফর বা অস্বস্তি অনূভুত হলে
# অনেক সময় ইর্মাজেন্সি ক্ষেত্রে রোগীর বেঁচে আছে কিনা বুঝার জন্য
# অনেক সময় রোগীর বয়স ৫০ এর বেশী হলে এবং হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকলে
আমরা যদি সন্দেহ করি রোগীর স্কেমিক হার্ট ডিজিজ অর্থ্যাৎ করোনারি ধমনিতে কোনো সমস্যা আছে তখন আমরা ইটিটি করতে দেই।
ইটিটি (এক্সারসাইজ টলারেন্স টেস্ট) হার্টের যোগ্যতার পরিমাপক এবং একইসঙ্গে ব্যক্তির শারীরিক দক্ষতারও পরিমাপক। একটি চলন্ত প্লাটফর্মের ওপর দাঁড়িয়ে প্লাটফর্মের গতির সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিকে হাঁটতে হয়, এর সঙ্গে ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে ইলেক্ট্রোড সংযুক্ত করে কম্পিউটারের মাধ্যমে অবিরতভাবে ইসিজি রেকর্ড করা হয়ে থাকে, এর সঙ্গে কম্পিউটারে হাঁটার গতি, অক্সিজেন ব্যবহারের মাত্রা এবং শারীরিক বিপাকীয় কর্মকাণ্ডের মাত্রাও রেকর্ড করা হয়।
আমরা জানি, শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে হার্টে কর্মকাণ্ডের একটি আনুপাতিক সম্পর্ক বিদ্যমান, মানে কারও কর্মতৎপরতা বৃদ্ধি পেলে হার্টকে অধিক পরিমাণে রক্ত সঞ্চালন করে ব্যক্তির শারীরিক অক্সিজেনের চাহিদা মেটাতে হয়, তা না হলে ব্যক্তি তার দৈহিক কর্মকাণ্ড বৃদ্ধিতে অপারগ হয়ে পরবে।
সুস্থ হার্ট বয়স অনুযায়ী ব্যক্তির সর্বোচ্চ কর্মকাণ্ডের প্রয়োজনে রক্ত সঞ্চালন করতে সঙ্গে রাখে। তবে যদি কোন কারণে হার্ট অসুস্থ হয়ে পড়ে তবে পরিশ্রমকালীন শারীরিক চাহিদা মোতাবেক রক্ত পাম্প করে রক্তনালিতে সঞ্চালন করতে ব্যর্থ হয়, সুতরাং ব্যক্তি তার সর্বোচ্চ কর্মদক্ষতা সম্পাদনে অসমর্থ্য হয়ে পরে। সাধারণভাবে যাকে শারীরিক দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়।
বহুবিধ কারণে হার্ট তার কর্মসম্পাদনে ব্যর্থ হতে পারে যেমন- হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক বা রক্ত সরবরাহের ঘাটতি, হৃৎপিণ্ডের মাংসপেশি হার্টঅ্যটাকের ফলে নষ্ট হয়ে যাওয়া, ডায়াবেটিকস, কার্ডিওমাইওপ্যাথি, ভাল্বের সমস্যা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণভাবে খুব বেশি অসুস্থ ব্যক্তি, হাঁটতে অপরাগতা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হার্টঅ্যাটাকে পরবর্তী এক বা দুই সপ্তাহ সময়ে, অন্য সব জটিল অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের ইটিটি করা যাবে না।
জ্বর, সর্দি, কাশি, অ্যাজমা, ডায়েরিয়া, অত্যধিক বাতব্যথায় আক্রান্ত ব্যক্তিরাও এ অবস্থায় ইটিটি করতে পারবেন না। তবে এ সব অসুস্থতা থেকে আরোগ্য হওয়ার পর ইটিটি করা যাবে। ইটিটিতে কখনো কখনো ব্যক্তি ঝুঁকিতে পড়তে পারেন এ জন্য হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক ইটিটি করতে হবে। ইটিটি সম্পাদনের সময় অভিজ্ঞ চিকিৎসক বিশেষভাবে হৃদরোগ বিশেষজ্ঞ অবশ্যই সার্বক্ষণিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকেন সুতরাং সঠিকভাবে নির্বাচিত ব্যক্তির সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধান ঝুঁকির মাত্রা নগণ্য পর্যায়ে রাখতে পারেন।
ইটিটি করার সময় প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে হাঁটার গতি ও হাঁটার প্রতিরোধক বৃদ্ধি করা হতে থাকে। ব্যক্তিকে ইটিটি প্লাটফর্মে গতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে হবে।
সাধারণভাবে দু'তিনটি পূর্ব নির্ধারিত প্রটোকল দ্বারাই আমাদের দেশের প্রায় সব চিকিৎসকই ইটিটি করেন, তবে ইটিটিতে চিকিৎসকের প্রয়োজন মোতাবেক অনেক প্রটোকল সৃষ্টি করার সুবিধা বিদ্যমান থাকে। সে সব চিকিৎসকসৃষ্ট প্রটোকলে রোগীর আরও বেশি চিকিৎসাগত প্রয়োজন মেটানো সম্ভব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক