শ্রেণি: HSC বিএম -2021 বিষয়:হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ (১) এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1815 |
বিভাগ: ভোকেশনাল শাখা |
১. অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বইয়ের সুবিধা গুলো বর্ণনা কর।
২. ২০২০ সালের ১লা মার্চ জনাব হাসানের হাতে নগদ ৫০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স ছিল। উল্লেখিত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপঃ ২০২০ ইং
মার্চ- ২- ১০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে ৫,০০০ টাকা নগদে ও ৩,০০০ টাকা চেকে প্রদান করা হলো।
মার্চ-৩- ২,০০০ টাকা দ্বারা একটি ক্সবদ্যুতিক পাখা ক্রয় করে ২০০ টাকা দ্বারা উহা অফিসে লাগানো হলো।
মার্চ-৪ - ২৫,০০০ টাকার পণ্য ৫% বাট্টায় বিক্রয় করে ১৫,০০০ টাকা নগদে, ৫,০০০ টাকার প্রাপ্য বিল ও ১,৭৫০ টাকার একটি চেক পাওয়া গেল।
মার্চ-৭- প্রারম্ভি ক ব্যাংক জমাতিরিক্তের অর্ধে ক ব্যাংকে জমা দেয়া হল।
মার্চ-১২- বাড়িভাড়া বাবদ ৭,৫০০ টাকা প্রদান করা হলো (অর্ধেক মালিকের ব্যক্তিগত বাসস্থানের জন্য ব্যবহৃত)।
মার্চ-১৫- অনাদায়ী পাওনা অবলোপন করা হলো ২০০ টাকা।
মার্চ-১৭- জনাব আজাদের নিকট ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হল।
মার্চ-২০- আজমলের নিকট হতে ১২,০০০ টাকার পরিবর্তে ১১,৫০০ টাকার চেক পেয়ে তৎক্ষণাৎ কামালের ১১,৭৫০ টাকা পাওনার নিষ্পত্তিতে তা প্রদান করা হলো।
মার্চ-২৩- সবুজ এন্ড সন্সের নিকট হতে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
মার্চ-৩১- হাতে নগদ উদ্বৃত্তের ১/২ অংশ ব্যাংকে জমা দেয়া হল।
করণীয় ঃ উপরে উল্লিখিত লেনদেন অবলম্বনে একটি নিঘরা নগদান বই ক্সতরি কর।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১. অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বইয়ের সুবিধা গুলো বর্ণনা কর।
বিশ্লেষণাত্মক বহুঘরা নগদান বই অগ্রদত্ত খুচরা বইয়ের মধ্যে কাঠামােগত কোন পার্থক্য নেই । তাই বিশ্লেষণাত্মক ও বহুঘরা নগদান বইয়ের যে সুবিধা রয়েছে অগ্রদত্ত খুচরা নগদান বইয়েরও ঐ সুবিধা রয়েছে । এই সুবিধা ছাড়াও অগ্রদত্ত নগদান বই হতে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায় । আর সেগুলাে হচ্ছে-
১. সাধারণ সুবিধা এবং
২. বিশেষ সুবিধা ।
সাধারণ সুবিধা :
ক . সময়ের অপচয় হ্রাস : ছােট ক্যাশিয়ার খুচরা খরচের হিসাব রাখেন বলে বড় ক্যাশিয়ারের সময় অপচয় হয় না ।
খ , শ্রম সংক্ষেপ : খুচরা খরচগুলাে লিপিবদ্ধের পর খতিয়ানে লিপিবদ্ধ করতে হয় না বলে শ্রম অপচয় রােধ হয় ।
গ . গাণিতিক শুদ্ধতা যাচাই : প্রতিটি খুচরা খরচের যােগফলের সাথে মােট পরিমাণ গড় মিলিয়ে গাণিতিক নির্ভুলতা প্রমাণ করা হয় ।
ঘ . খতিয়ানের কলেবর হ্রাস : ছােট ছােট খরচগুলাে সরাসরি খতিয়ানে না লিখে তার যােগফল স্থানান্তর করা হয় বলে এ জাতীয় নগদান বই খতিয়ানের কলেবর হ্রাস করে ।
ঙ . গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে সহায়তা : খুচরা খরচ হিসাবভূক্তির দায়িত্ব ছােট ক্যাশিয়ারে উপর থাকে বলে বড় ক্যাশিয়ার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে সমর্থ হয় ।
বিশেষ সুবিধা :
ক . তহবিল তছরূপ হ্রাস : দৈনিক প্রধান ক্যাশিয়ারের নিকট হিসাব দাখিল করতে হয় বলে ছােট ক্যাশিয়ারের হিসাবের উপর নিয়ন্ত্রণ থাকে । ফলে , তহবিল তছরূপ করা সম্ভব হয় না ।
খ . হিসাব নিয়ন্ত্রিত হয় : ছােট ক্যাশিয়ার আবার টাকা নেওয়ার জন্য প্রধান ক্যাশিয়ারের নিকট পূর্বের খরচের হিসাব দাখিল করে । ফলে , হিসাব নিয়ন্ত্রিত হয় ।
গ . খুচরা নগদ তহবিল যাচাই করা যায় : ছােট ক্যাশিয়ার অগ্রদত্ত অর্থের পরিমাণ রাখে বা খুচরা নগদ তহবিলের পরিমাণ যাচাইয়ে সাহায্যে করে ।
ঘ , হিসাব বন্ধ করার সুবিধা : প্রধান ক্যাশিয়ার যে কোন সময় স্মৃতির সাহায্য ছাড়াই বলতে পারেন ছােট ক্যাশিয়ারের নিকট কত টাকা অগ্রিম দেওয়া হয়েছে । এতে তার হিসাব বন্ধ করার সুবিধা হয় ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২. ২০২০ সালের ১লা মার্চ জনাব হাসানের হাতে নগদ ৫০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স ছিল। উল্লেখিত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপঃ ২০২০ ইং
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক