এসএসসি জীব বিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর 2021, ssc 2021: জীব বিজ্ঞান: ৭ম সপ্তাহের: অ্যাসাইনমেন্ট সমাধান/উত্তর 2021

শ্রেণি: SSC-2021 বিষয়: জীব বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 138
বিভাগ: বিজ্ঞান শাখা

এসাইনমেন্ট শিরোনামঃ হাতেকলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ।

শিখনফলঃ

  • জীবে প্রজননের। ধারণা ও ব্যাখ্যা করতে পারব।
  • প্রজনন হিসেবে ফুলের কাজ বর্ণনা করতে পারব।

নির্দেশনাঃ

  • জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৩-২৩৯ পৃষ্ঠা পাঠ করতে হবে।
  • আশেপাশে সহজলভ্য এমন কোনাে এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে।
  • ফুলটি ব্যবচ্ছেদ করতে হবে। এজন্য ব্লেড বা কাঁচির প্রয়ােজন হবে। দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল বা রুলার প্রয়ােজন হবে। সতর্কতা: ধারালাে যন্ত্র নিয়ে কাজ করার সময় খুব সাবধান। থাকতে হবে যাতে নিজের ক্ষতি না হয়। পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে তত্ত্বাবধানে কাজটি করতে হবে।
  • জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৫ পৃষ্ঠার চিত্রের মতাে করে শিক্ষার্থী তার সংগৃহীত ফুলের একটি চিত্র অঙ্কন করবে। সেখানে সবগুলাে স্তবক লেবেল করতে হবে। পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মাপক আঁকতে হবে যেটির সাপেক্ষে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত সেটি নির্ণয় করা সম্ভব। (উদাহরণ হিসেবে পরবর্তী পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক দ্রষ্টব্য)
  • অ্যাসাইনমেন্টের ছক অনুসারে ফুলের ৬ টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে।
  • ফুলের উল্লিখিত বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে সেটির পরাগায়ন কীভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে।
  • পরাগায়নের মাধ্যম হিসেবে যেটি উল্লেখ করা হবে সেটির যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। শব্দসীমা ৭০-১০০।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ :

হাতেকলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ https://www.banglanewsexpress.com/

জবা ফুল হল একটি আদর্শ সমাঙ্গ এবং উভলিঙ্গ ফুল | এই জবা ফুলের অংশগুলি নীচে আলােচনা করা হল  পুষ্প বৃন্ত জবা ফুল যে সরু , সবুজ , দন্ডাকার অংশের সাহায্যে কান্ড বা শাখাপ্রশাখার সঙ্গে যুক্ত থাকে , তাকে পুষ্প বৃন্ত বলে ।

পুষ্প বৃন্তের কাজ : 

পুষ্প বৃন্ত ফুল ও কান্ড বা শাখাপ্রশাখার সঙ্গে সংযােগ রক্ষা করে ।

পুষ্পাক্ষ 

পুষ্প বৃন্তের ওপর যে স্ফীত অক্ষে পুষ্পস্তবকগুলি সাজানাে থাকে , তাকে পুষ্পক্ষ বা থ্যালামাস বলে । 

দলমন্ডল ও পুংস্তবকের মাঝখানের পর্বমধ্যকে অ্যান্ড্রোফোর বা পুংধর বলে । ঝুমকোলতার পুংধর থাকে , পুংস্তবক ও স্ত্রী স্তবকের মাঝখানের মধ্যকে গাইনােফোর বা স্ত্রীধর বলে । শ্বেতহুড়হুড়ের স্ত্রীধর থাকে । বৃতি ও দলমন্ডলের মাঝখানের পর্বকে অ্যানথােফোর বা দলধর বলে । সাইলিন ( silene ) নামক উদ্ভিদে দলধর থাকে ।

পুষ্পাক্ষের কাজ : 

পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে ( বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক ) ধারণ করে । 

পুষ্পস্তবক 

পুষ্পাক্ষের ওপর সাজানাে বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবককে পুষ্পস্তবক বলে । নীচে এদের বর্ণনা দেওয়া হল 

বৃতি : 

এটি জবা ফুলের প্রথম স্তবক যা একেবারে বাইরের দিকে অবস্থিত । এটি প্রধানত সবুজ বর্ণের । বৃতি কতকগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতাে সবুজ অংশ নিয়ে গঠিত ; এদের প্রতিটিকে বৃত্যাংশ ( sepals ) বলে । জবা ফুলে । পাঁচটি বৃত্যংশ নিয়ে বৃতি গঠিত হয়েছে । বৃত্যংশগুলি নীচের দিকে পরস্পর জুড়ে ঘণ্টাকার যুক্তবৃতি (gamosepalous) গঠন করেছে ।

বৃতির নীচের দিকে পাঁচটি সবুজ বর্ণের উপবৃত্যাংশ থাকে ; এদের একত্রে উপবৃতি ( epicalyx ) বলে । উপবৃত্যাংশগুলি মুক্ত অবস্থায় থাকে ।  

বৃতির কাজ :

(i) . কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রােদ , বৃষ্টি ঠান্ডা বাইরের আঘাত ও কীট - পতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করে । 

(ii) . বৃতি সবুজ হওয়ায় সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ।

দলমন্ডল : 

এটি ফুলের দ্বিতীয় স্তবক এবং বৃতির ভিতরের দিকে অবস্থিত । দলমন্ডলের প্রত্যেকটি পৃথক অংশকে দলাংশ বা পাপড়ি ( petals ) বলে । জবা ফুলে পাঁচটি লাল বর্ণের পাপড়ি নিয়ে দলমন্ডল গঠিত হয়েছে । পাপড়িগুলির সজ্জারীতি হল পাকানাে বা ট্যইস্টেড ( twisted ) । পাপড়িগুলির নীচের দিক সরু এবং ওপরের দিক চওড়া । পাপড়িগুলি নীচের দিকে পুংকেশরীয় নলের সঙ্গে যুক্ত থাকে এবং ওপরের দিকে মুক্ত । পাপড়িগুলি মিউসিলেজ পূর্ণ ।

দলমন্ডলের কাজ  

i পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করা । 

ii . উজ্জ্বল বর্ণের ( লাল ) সাহায্যে কীট - পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযােগে সাহায্য করা

পুংস্তবক :

এটি ফুলের তৃতীয় স্তবক এবং দলমন্ডলের ভিতরের দিকে অবস্থিত । পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর ( stamen ) বলে । পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ । পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ ( monadelphous ) । প্রতিটি পুংকেশর একটি বৃক্কাকার একপ্রকোষ্ঠী পরাগধানী ( anther ) এবং একটি ক্ষুদ্র পুংদন্ড ( filament ) নিয়ে গঠিত । পুংদন্ডগুলি পরস্পর যুক্ত হয়ে একটি নল গঠন করে । পরাগধানীর মধ্যে অসংখ্য হলুদ বর্ণের বৃহৎ ও কণ্টকিত পরাগরেণু ( pollen grains ) থাকে ।

পুংস্তবকের কাজ : 

পরাগরেণু ও পুংজনন কোশ উৎপন্ন করে নিষেকে সাহায্য করে তথা বংশবিস্তারে সাহায্য করে । 

স্ত্রীস্তবক : এটি ফুলের চতুর্থ স্তবক এবং পুষ্পক্ষের কেন্দ্রে অবস্থিত । স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভকেশর বা গভচক্র ( carpel ) বলে । গর্ভপত্র উদ্ভিদের স্ত্রীজনন অঙ্গ । জবা ফুলে পাঁচটি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে যুক্তগর্ভপত্রী ( syncarpous ) গঠন করে । জবা ফুলের যুক্তগর্ভপত্রী পাঁচটি গর্ভমুন্ড ( stigma ) , একটি লম্বা গর্ভদন্ড ( style ) এবং একটি স্ফীত গর্ভাশয় বা ডিম্বাশয় ( ovary ) নিয়ে গঠিত । ডিম্বাশয় অধিগর্ভ ( superior ) । | ডিম্বাশয় পাঁচ প্রকোষ্ঠী এবং অমরাবিন্যাস অক্ষীয় ( axile ) প্রকৃতি ।

স্ত্রীস্তবকের কাজ : 

জবা ফুলের ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয় না । তাই এক্ষেত্রে স্ত্রীস্তবকের কোনাে নির্দিষ্ট কাজ নেই ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4