hsc ভোকেশনাল ১২শ শ্রেণির কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেন্যান্স (২) ২য় পত্র ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শ্রেণি: HSC ইন কমার্স -2021 বিষয়: কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেন্যান্স (২) ২য় পত্র এসাইনমেন্টের 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01
বিষয় কোডঃ 82522
বিভাগ: ভোকেশনাল

এসাইনমেন্ট শিরোনামঃ প্রোগ্রাম ও প্রোগ্রামিং হলো কম্পিউটারের প্রাণস্বরূপ’ উক্তিটি বিশ্লেষণ কর ।

শিখনফল/বিষয়বস্তু :

  • কম্পিউটার প্রোগ্রাম এর ধারণা
  • কম্পিউটার প্রোগ্রামিং 
  • আদর্শ প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য
  • কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • কম্পিউটার প্রোগ্রাম এর ধারণা ব্যাখ্যা করতে হবে
  • কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে
  • আদর্শ প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে
  • কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার বর্ণনা করতে হবে।

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • কম্পিউটার প্রোগ্রাম এর ধারণা ব্যাখ্যা করতে হবে

কম্পিউটার প্রোগ্রামিং(ইংরেজি: Computer programming) হল একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন ও বিল্ডিংয়ের প্রক্রিয়া।

প্রোগ্রামের লিখিত রূপটিকে সোর্স কোড বলা হয়। যিনি সোর্স কোড লিখেন তাকে প্রোগ্রামার, কোডার বা ডেভেলপার বলা হয়। যেকোন বই যেমন একটি ভাষাতে যেমন ইংরেজি, রুশ, জাপানি, বাংলা, ইত্যাদিতে লেখা হয়, তেমনি প্রতিটি প্রোগ্রাম কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষাতে লেখা হয়,যেমন সি++,জাভা ইত্যাদি। প্রোগ্রাম রচনা করার সময় প্রোগ্রামারকে ঐ নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণ মেনে চলতে হয়।

কম্পিউটার প্রোগ্রামিং হলো একটি প্রক্রিয়া যা একটি কম্পিউটিং সমস্যার মূল সূত্র থেকে এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রামগুলির দিকে পরিচালিত করে। প্রোগ্রামিং ভাষা যেমন অ্যালগোরিদম তৈরি করে, বিশ্লেষণের উন্নয়ন, তাদের সঠিকতা এবং সম্পদ খরচ এবং বাস্তবায়নের এলগরিদমগুলির প্রয়োজনীয়তা যাচাই করে একটি প্রোগ্রামিং ভাষাতে অ্যালগরিদমগুলির অন্তর্ভুক্ত।

সোর্স কোড এক বা একাধিক প্রোগ্রামিং ভাষায় লেখা আছে। প্রোগ্রামিং এর উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট নির্দেশনা খুঁজে বের করা যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদন বা প্রদত্ত সমস্যার সমাধান করা স্বয়ংক্রিয় হবে। প্রোগ্রামিং এর প্রক্রিয়াটি প্রায়ই অ্যাপ্লিকেশন ডোমেন, বিশেষ অ্যালগরিদম এবং আনুষ্ঠানিক যুক্তিবিজ্ঞান জ্ঞানের সহ বিভিন্ন বিষয়গুলিতে দক্ষতা প্রয়োজন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণা ব্যাখ্যা করতে হবে

computer programming হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশেষ ভাষা ব্যবহার করে কম্পিউটারের নির্দেশ তৈরি করা হয়। এই তৈরি করা নির্দেশ গুলোর মাধ্যমে কম্পিউটার তার সকল কাজ গুলো করে। এক কথায় বলতে গেলে বিশেষ কাজ করার উদেশ্যে কম্পিউটারের জন্য নির্দেশ বা প্রোগ্রাম গুলো তৈরি করাকে কম্পিউটার প্রোগ্রামিং বলে।

মনে রাখবেন, একটি computer programming তৈরি করার জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো programming languages. কম্পিউটার কেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা নির্দেশ গুলো বুঝতে পারে এবং সেই নিয়মে কাজ করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • আদর্শ প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে

একটি আদর্শ প্রোগ্রামের কতগুলো গুণাবলি বা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচে দেয়া হলো–

  1. প্রোগ্রাম সহজ হবে।
  2. প্রোগ্রাম বোধগম্য হবে।
  3. প্রোগ্রাম যথাসম্ভব সংক্ষিপ্ত হবে।
  4. প্রোগ্রামে প্রয়োজনের অতিরিক্ত লুপ ব্যবহার করে প্রোগ্রামকে বড় না করা।
  5. সমস্যা সমাধানের প্রক্রিয়াটি স্পষ্ট ও যুক্তিনির্ভর হতে হবে।
  6. প্রোগ্রাম সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন এর ব্যবস্থা থাকতে হবে।
  7. প্রোগ্রামের কোডিং অবশ্যই ভূল বিহীন হবে।
  8. প্রোগ্রামকে অবশ্যই নেটওয়ার্ক সংবলিত পরিবেশে কাজ করার উপযোগী হতে হবে।
  9. প্রোগ্রামে জাম্প ও ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ব্যবহার না করা, এতে প্রোগ্রামের দক্ষতা কমে যায়।
  10. প্রোগ্রামের চলক, ধ্রুবক, উদ্দেশ্যের বর্ণনা দেয়া। যাতে ব্যবহারকারী সহজে বুঝতে পারে।
  11. প্রোগ্রাম অবশ্যই দ্রুত গতি সম্পন্ন হতে হবে।
  12. প্রোগ্রাম যেন বেশি মেমোরি ধারণ না করে।
  13. সঠিক কাজের জন্য সঠিক প্রোগ্রাম নির্বাচন করতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার বর্ণনা করতে হবে।

'৯০ এর দশকে ইন্টারনেটের বিস্তার অনেক বাড়তে থাকে। প্রোগ্রামিংয়ের দুনিয়ায় ইন্টারনেট বড় একটি প্রভাব ফেলে। অনেক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা JAVASCRIPT তৈরি হয় ১৯৯৫ সালে। ১০ দিনে এই ভাষা তৈরি করেন ব্রেন্ডান এইচ। তখনকার সময়ে কেউ একে খুব একটা গুরুত্ব দেননি। কেউ ভাবেওনি যে এটা এত বড় প্রভাব ফেলবে। আজকে প্রায় সব ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অন্তঃস্থল বলা যায় একে। বাকি দুটি গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে HTML ও CSS

আরেকটি বৃহত্তর প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন হয় '৯০ এর দশকে। সেটি হলো JAVA। আধুনিক প্রোগ্রামিং জগতে জাভার ভূমিকা বিশাল। কেউ যদি সামান্যতম প্রোগ্রামিংও করতে চায় তাকে জাভা জানতে হয়। কোথায় নেই জাভা? কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে ছোট ছোট ডিভাইসগুলোতে জাভা ব্যবহৃত হয়। জাভা যে বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটি এতে কোনো সন্দেহ নেই। 

১. নানা রকমেন নতুন সকল প্রকার প্রোগ্রাম তৈরিতে সাহায্যে করে থাকে ।

২. এর সাহায্যে নিজের প্রয়োজন মত নিজের জন্য বা প্রতিষ্ঠানের জন্য

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4