hsc ভোকেশনাল ১১শ শ্রেণির কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেন্যান্স (১) ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

অ্যাসাইনমেন্ট :  কম্পিউটার সফটওয়্যারের ত্রুটি চিহ্নিতকরণ এবং রক্ষণাবেক্ষণের পদ্ধতি বর্ণনা ।

 শিখনফল/বিষয়বস্তু :  

  • কম্পিউটার সফটওয়্যারের প্রাথমিক ধারণা
  • কম্পিউটারের সফটওয়্যার জনিত প্রধান ত্রুটি চিহ্নিতকরণ
  • কম্পিউটারের সফটওয়্যার জনিত প্রধান ত্রুটি সমাধান

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • কম্পিউটার সফটওয়্যারের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে হবে
  • সফটওয়্যার জনিত প্রধান ত্রুটি চিহ্নিত করে বর্ণনা করতে হবে
  • কম্পিউটারের সফটওয়্যার জনিত প্রধান ত্রুটি সমাধানের উপায় বর্ণনা করবে

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • কম্পিউটার সফটওয়্যারের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে হবে

কম্পিউটার সফটওয়্যার (Computer software) বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি, যার সাহায্যে কম্পিউটারে নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায়। অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার হলো  কম্পিউটারের কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন। যা কম্পিউটার কে নির্দেশ করে কি কাজ করতে হবে? কিভাবে কাজ করতে হবে?

কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যেমনঃ অফিস স্যুট অ্যাপলিকেশন।  অফিস স্যুট অ্যাপলিকেশন সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন প্রকারের চিঠিপত্র, হিসাবপত্র, বিল ও তথ্য ভান্ডার তৈরি করা যায়।

সার্বিকভাবে কম্পিউটার পরিচালনা করার জন্য এক প্রকারের সফটওয়্যার রয়েছে যেগুলিকে বলা হয় অপারেটিং সিস্টেম, যেমনঃ মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, ইত্যাদি। আবার এই সফটওয়্যার গুলোর মাধ্যমে কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার পরিচালনা করা হয়। অপারেটিং সিস্টেম জাতীয় সফটওয়্যারগুলি কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে। এছাড়াও সফটওয়্যারগুলি কম্পিউটারের মাধ্যমে সকল প্রকারের কাজ সম্পাদনে সাহায্য করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এছাড়াও মানুষের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরণের কম্পিউটার সফটওয়্যার তৈরি হয়।

কম্পিউটার সফটওয়্যারের প্রকারভেদ

কম্পিউটার সফটওয়্যার প্রধানত ৩ প্রকার যথাঃ

  • সিস্টেম সফটওয়্যার
  • প্রোগ্রামিং সফটওয়্যার
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার

সিস্টেম সফটওয়্যার

যে সব কম্পিউটার সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য নকশা করে তৈরি করা হয়েছে সে সব সফটওয়্যার কে সিস্টেম সফটওয়্যার বলা হয়।

সাধারণ সিস্টেম সফটওয়্যার গুলো হলোঃ

  • কম্পিউটারের বাইওস (BIOS) এবং ডিভাইস ফার্মওয়্যার (firmware) সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার পরিচালনা এবং নিয়ন্ত্রনের কাজ করে থাকে।
  • অপারেটিং সিস্টেম (Opareting System) যা কম্পিউটারের সকল অংশকে একত্রে কাজ করায়। যেমনঃ ডেটা আদান প্রদান, প্রদর্শন এবং আউটপুট তৈরী করা। এটা এপ্লিকেশন সফটওয়্যার এবং উচ্চ-স্তরের সিস্টেম সফটওয়্যার চালানোর একটি প্লাটফর্ম।
  • ইউটিলিটি (Utility) সফটওয়্যার কোন কিছু বিশ্লেষণ, বাছাই,পছন্দ-অপছন্দ নির্ধারণ, তরান্বিতকরণ এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার নিয়ন্ত্রন করার ক্ষমতা প্রদান করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রোগ্রামিং সফটওয়্যার

যে সকল কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা প্রোগ্রাম সফটওয়্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং অন্য প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনগুলোকে সহযোগিতা করতে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা প্রোগ্রাম উন্নয়নকারীগণ ব্যবহার করে থাকেন সে সকল কম্পিউটার সফটওয়্যার কে প্রোগ্রামিং সফটওয়্যার বলে। অর্থাৎ প্রোগ্রামিং সফটওয়্যার দ্বারা প্রোগ্রাম উন্নয়নকারীগণ ব্যবহার করে থাকে এক বা একাধিক সফটওয়্যারকে মিলে নির্দিষ্ট কোন কাজ সম্পাদানের জন্য।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার

যে সকল কম্পিউটার সফটওয়্যার মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সাহায্য করে সে সকল কম্পিউটার সফটওয়্যার কে অ্যাপ্লিকেশন সফটওয়্যার  বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলা হয় যা বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম। একে শুধু অ্যাপ্লিকেশন বা অ্যাপ (App) ডাকা হয়ে থাকে।

  • সফটওয়্যার জনিত প্রধান ত্রুটি চিহ্নিত সমাধানের উপায় বর্ণনা করবে

কম্পিউটার বারবার রিস্টার্ট হচ্ছে :
কারণ:

১. ভাইরাসের কারণে
২. এন্টিভাইরাসের সমস্যার কারণে
৩. কোনো বিশেষ অসামঞ্জস্যপূর্ণ সফটওয়ার ইন্সটলের কারণে
৪. অপারেটিং সিস্টেমের সমস্যার জন্য

সমাধান:
১. এন্টিভাইরাস দিয়ে পুরো পিসি ভালো করে স্ক্যান করুন।
২. একাধিক এন্টিভাইরাস পিসিতে ইন্সটল করবেন না।
৩. যদি বিশেষ কোনো সফটওয়ার ইন্সটল করার পর থেকে সমস্যাটি দেখা দিয়ে তাহলে সেটি মুছে ফেলুন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উইন্ডোজ চালু হতে বেশি সময় নিচ্ছে :
কারণ:

১. স্টার্টআপে প্রোগ্রামের সংখ্যা বেশি

সমাধান:

১. স্টার্ট মেনু বা রানে গিয়ে MSCONFIG লিখে এন্টার দিন। স্টার্ট আপ ট্যাব থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনচেক করুন।

কম্পিউটার স্লো হয়ে গেছে:

কারণ:
১. ভাইরাস ২. অপ্রয়োজনীয় প্রোগ্রাম ৩. সি ড্রাইভে অপর্যাপ্ত স্পেস

সমাধান:
১. এন্টিভাইরাস দিয়ে পিসি স্ক্যান করুন।
২. খুব বেশি এপ্লিকেশন বা সফটওয়ার পিসিতে ইন্সটল করবেন না।
৩. সি ড্রাইভ বা উইন্ডোজের ড্রাইভে ২০% স্পেস সবসময় খালি রাখবেন।

মনিটরের স্ক্রীণ ঝাপসা :

কারণ:
১. ড্রাইভার ইন্সটল করা নেই ২. ডাইরেক্ট এক্স এর সমস্যা ৩. সেটিংস এর সমস্যা

সমাধান:
১. আপনার গ্রাফিক্স কার্ডের জন্য সর্বশেষ ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করুন
২. ডাইরেক্ট এক্স আপডেট করুন।
৩. ডিসপ্লে সেটিংস এ গিয়ে রেজুলেশন এবং রিফ্রেশ রেট(৬০ হার্টজ) চেক করুন। কালার মোড(৩২ বিট) চেক করুন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল  কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4