hsc বিএম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (১) ১ম পত্র ১১শ শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১

hsc বিএম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (১) ১ম পত্র ১১শ শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১ hsc বিএম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (১) ১ম প
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

অ্যাসাইনমেন্ট/ শিরো নাম :অপারেটিং সিস্টেমের কার্যাবলী বিশ্লেষণ

শিখনফল/বিষয়বস্তু :

  • অপারেটিং সিস্টেমের ধারণা 
  • অপারেটিং সিস্টেমের নাম 
  •  অপারেটিং সিস্টেমের কাজ 

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • অপারেটিং সিস্টেমের ধারণা বর্ণনা করতে হবে 
  • অপারেটিং সিস্টেমের নাম বর্ণনা করতে হবে
  • অপারেটিং সিস্টেমের কাজ ব্যাখ্যা করতে হবে

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অপারেটিং সিস্টেমের ধারণাঃ 

অপারেটিং সিস্টেম বলতে কম্পিউটার প্রােগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে যে সফটওয়্যার তাকেই অপারেটিং সিস্টেম বলে । কম্পিউটারের মেশিনারিজ ভাষাকে আরও সহজতর ভাবে প্রােগ্রামের ইনপুট / আউটপুট এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং যা সিডিউলিং , ডিবাগিং , ইনপুট / আউটপুট কন্ট্রোল , একাউন্টিং , কম্পাইলেশন , স্টোরেজ অ্যাসাইনমেন্ট , ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ গুলাে করে থাকে তাই অপারেটিং সিস্টেম ।

অপারেটিং সিস্টেম হল এক ধরনের সিস্টেম সফটওয়্যার যার মাধ্যমে , ইউজার এবং কম্পিউটারের মধ্যে যােগাযােগ স্থাপন এবং ইন্টারফেস তৈরি করা যায় । কম্পিউটারের সাথে ইউজারের যােগাযােগ তৈরি করার জন্য যে সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অপারেটিং সিস্টেম এর সাহায্যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর মধ্যে যােগাযােগ তৈরি করে , ইউজার এর কাজ সম্পন্ন করা হয় । এছাড়াও , OS বা অপারেটিং সিস্টেম হলাে পুরাে কম্পিউটারের একটি প্রধান প্রােগ্রাম , যার মাধ্যমে কম্পিউটারের অন্যান প্রােগ্রাম গুলিকে সঞ্চারিত করা যায় । অপারেটিং সিস্টেম এর সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে যােগাযােগ স্থাপিত হয়ে , ইউজার এর কাজ সম্পন্ন করা হয় ।

অপারেটিং সিস্টেম কোন কম্পিউটারকে চালানাের জন্য প্রধান প্রােগ্রাম হিসেবে কাজ করে । যেটি কম্পিউটারের অন্যান্য প্রােগ্রাম গুলি কে চালাতে এবং বিশেষ কাজ করতে ইন্টারফেস গড়ে তুলে । Windows , Android , ios , macos , Linux এই সমস্ত কিছু , জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেম এর উদাহরণ । এগুলি ডেক্সটপ , ট্যাবলেট , মােবাইল ও ল্যাপটপ এর মত কম্পিউটার ডিভাইস গুলিতে সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে সামঞ্জস্য গড়ে তুলে । 

অপারেটিং সিস্টেমের নামঃ  

নিচে অপারেটিং সিস্টেমের ৪ টি নাম উল্লেখ করা হলােঃ

• উইন্ডােজ অপারেটিং সিস্টেম ( Windows 98 , Windows xp , Vista , Windows 7 , Windows 8 , Windows 8.1 , Windows 10 , Windows 11 ) 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

• লিনাক্স অপারেটিং সিস্টেম ( Linux OS )

• লিনাক্স অপারেটিং সিস্টেম ( Linux OS ) ★এন্ডয়েড অপারেটিং সিস্টেম ( Android OS ) 

• ম্যাক অপারেটিং সিস্টেম ( Mac OS ) 

★হাইকু অপারেটিং সিস্টেম ( Haiku OS ) 

• রিযেক্ট ওএস অপারেটিং সিস্টেম ( React OS ) 

★অ্যারােস অপারেটিং সিস্টেম ( Aros OS )

অপারেটিং সিস্টেমের কাজঃ 

বলা হয়ে থাকে অপারেটিং সিস্টেম হলাে যে কোন কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রােগ্রাম । একটা আধুনিক কম্পিউটারের অপারেটিং সিস্টেম বিভিন্ন মুখী এবং বেশ জটিল ।

যাই হােক , আধুনিক অপারেটিং সিস্টেমের কার্যাবলী কে আমরা সাধারণত চার ভাগে ভাগ করতে পারি। 

১. প্রসেস ব্যবস্থাপনাঃ কম্পিউটারের প্রসেসর একটা সিরিয়াল ডিভাইস হওয়ায় এটি একই সময়ে যে কোন একটি প্রসেস ( চলমান প্রােগ্রাম ) এর কাজ করতে পারে । আমরা অনেকেই হয়তাে জানি যে , একটি কম্পিউটারে একই সাথে অনেক প্রসেস প্রক্রিয়াধীন থাকে । এখানে অপারেটিং সিস্টেম কাজ হলাে এটা নির্ধারণ করা যে , কখন কোন প্রসেসটি কম্পিউটারের প্রসেসর দিয়ে ফাংশনাল কাজে ব্যবহৃত হবে। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২. মেমােরি ব্যবস্থাপনাঃ কম্পিউটারে কোন প্রসেস চলার সময় , প্রয়ােজনীয় ফাইল স্টোরেজ ( HDD অথবা SDD ) থেকে র্যাম এ লােড করে নেয় । এখানে অপারেটিং সিস্টেম এটাই ফিক্স করে , কোন প্রসেস মেমােরির কত টুকু জায়গা কতক্ষণ এবং কীভাবে ব্যবহার করবে ।

৩. স্টোরেজ ব্যবস্থাপনাঃ অপারেটিং সিস্টেম এর কাজ হলাে সিস্টেম স্টোরেজ কে সিস্টেম ফাইল হিসেবে রুপান্তরিত করা । ফলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি স্টোরেজ এ কোন অবস্থায় কতটুকু স্পেস নিয়ে আছে এটাও অপারেটিং সিস্টেম নিজেই নির্ণয় করে ।

৪. সুরক্ষা ও নিরাপত্তাঃ কম্পিউটারের কোন এক প্রসেস যেন অন্য কোন প্রসেস এর কাজে বিঘ্ন না ঘটায় অপারেটিং সিস্টেম সেটা নিয়মিত দেখাশােনা করে এবং প্রতিটি কম্পিউটারের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে ।

৫. ডিভাইস ব্যবস্থাপনাঃ কম্পিউটারের যে কোন নির্দিষ্ট কাজ চালনা করবার জন্য Drive এর প্রযােজন হয় । কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাইভ থেকে যেমন Sound Driver , Bluetooth Driver , Graphics Driver , WiFi Driver ইত্যাদি । নির্দিষ্ট কাজ করবার জন্য এই সমস্ত ড্রাইভগুলাে ব্যবহৃত হয় ।

৬. সিস্টেম পারফরমেন্সঃ অপারেটিং সিস্টেম কম্পিউটারের পারফরমেন্সকে ইমপ্রুভ করে । একটি নির্দিষ্ট সার্ভিস চালানাের জন্য কত সময় লাগে এবং কোন সময়ে চালালে সেটি ভালাে ভাবে পারফরমেন্স দেবে , এই সমস্ত কিছু অপারেটিং সিস্টেমের দ্বারা চালিত হয় ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

إرسال تعليق

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!