Ads Area

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান ২য় পত্র ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

অ্যাসাইনমেন্টঃ অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া

সহায়ক তথ্য:

আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন।

আবদুল প্রতি মাসে ৫০০ টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।

আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে ২,৫০০ টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে ১ এপ্রিল আসাদুল ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন এবং আবুল ১ জুন ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।

আংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযােগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর ৫% হারে কমিশন পাবেন। এইচ এস সি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান

আবদুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ

১,১০,০০০ টাকায় উপনীত হয়।

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা দিতে পারবে।
  • চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে।
  • লাভ লােকসান কটন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে।
  • অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।

নির্দেশনা (সংকেত ধাপ পরিধি)
ক. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ।

খ. অংশীদারদের মধ্যে লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে।

গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে।

ঘ. অংশীদারদের মুলধন হিসাব প্রস্তুত করতে হবে (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে)

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ক) সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসাযের অমিমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করা হলাে : অংশীদারি ব্যবসায় পরিচালনা বা কোনাে প্রকার বিরােধ নিষ্পত্তির যাবতীয় বিষয়াদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ নেই এমন কোনাে ঘটনা ব্যবসায়ে সংঘটিত হলে তা বাংলাদেশে বলবৎযােগ্য ১৯৩২ সালের অংশীদারি আইনের মাধ্যমে সমাধান করতে হবে।

 তাই চুক্তির অবর্তমানে প্রযােজ্য কয়েকটি বিধান নিচে উল্লেখ করা হলাে : 

১. অংশীদারগণকে সমান হারে মূলধন সরবরাহ করতে হবে। 

২. অংশীদারগণ ব্যবসায় থেকে সমান পরিমাণ অর্থ উত্তোলন করার অধিকারী হবে।। 

৩. অংশীদার কর্তৃক সরবরাহকৃত মূলধন এবং উত্তোলনের ওপর কোনাে প্রকার সুদ ধার্য করা হবে না। 

৪. ব্যবসাযের লাভ - লােকসান অংশীদারদের মধ্যে সমান হারে বন্টন করতে হবে। 

৫. ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় সকল অংশীদার সমান অধিকার ভােগ করবে। 

৬. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য কোনাে অংশীদার বেতন, ভাতা ও কমিশন দাবি করতে পারবে না। 

৭. ব্যবসাযের প্রযােজনে তৃতীয় পক্ষ বা কোনাে অংশীদারের নিকট থেকে ঋণ গ্রহণ করা হলে উক্ত ঋণের বিপরীতে শতকরা ৬ টাকা। হারে সুদ প্রদান।

৮. ব্যবসাযের যাবতীয় হিসাব ও দলিলপত্রাদি প্রধান অফিসে সংরক্ষিত থাকবে। 

৯. হিসাব ও দলিলপত্রাদি পরিদর্শন করা এবং এর প্রতিলিপি গ্রহণ করার ক্ষেত্রে সকল অংশীদার সমান অধিকার ভােগ করবে। 

১০. ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় কোনাে প্রকার অনৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্টঅংশীদারদের সিদ্ধান্ত অনু্যায়ী তা মীমাংসা করতে হবে। 

১১. ব্যবসাযের সকল অংশীদার একমত না হলে অর্থাৎ অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া ব্যবসায়ের কোনাে নতুন অংশীদার নেয়া যাবে না। এমনকি কোনাে অংশীদারকে বহিস্কার করা যাবে না। 

১২. ব্যবসায়ের সকল প্রকার দায় ও দেনার জন্য সকল অংশীদার সমান ও যৌথভাবে দায়ী থাকবে। ক্ষেত্রবিশেষে কোনাে অংশীদার এককভাবে দায়ী থাকতে পারে। 

১৩. ব্যবসাযের স্বার্থে কোনাে অংশীদার তার ব্যক্তিগত অর্থ খরচ করলে অথবা ক্ষতিগ্রস্থ হলে ব্যবসায় থেকে তার খরচের টাকা পরিশােধ করতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে। 

১৪. কোনাে অংশীদারের ব্যক্তিগত আচরণ বা কার্যকলাপ দ্বারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে ঐ অংশীদার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

Post a Comment

0 Comments

Ads Area