প্রথম অধ্যায়ঃ কর্ম ও মানবিকতা
- পাঠ ১ : কায়িক শ্রমের গুরুত্ব
- পাঠ ২ : কঠোর কায়িক শ্রমের নিদর্শন
- পাঠ ৩ ও ৪ : কায়িক শ্রমের গল্প
- পাঠ ৫ ও ৬ : মেধা শ্রমের গুরুত্ব
- পাঠ ৭ ও ৮ : মেধা শ্রমের অনুশীলন
- পাঠ ৯ : মেধাশ্রমের গল্প
- পাঠ ১০ : আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা
- পাঠ ১১ ও ১২ : চল আত্মমর্যাদাবান হই
- পাঠ ১৩ : কাজর সূলতা ও আত্মবিশ্বাস
- পাঠ ১৪-১৬ : এসাে আত্মবিশ্বাসী হই
- পাঠ ১৮-২০ : কাজের ক্ষেত্রে সৃজনশীলতা
- পাঠ ১৭ : সৃজনশীলতা কেন প্রয়োজন
তুমি আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে পারে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন কর।
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আমি আমার মাঝে দেখতে চাই। যেমন- নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমি আমার প্রতিভাকে বিকশিত করতে চাই।
এর মাধ্যমে নিজের মননশীলতার পরিচয় ফুটিয়ে তোলা যায়। ভূল ভ্রান্তি সংশোধন করা যায়। নিজের কাজকে নিজে প্রাধান্য দিয়ে ভালো কিছু করার জন্যে চেষ্টা চালাতে চাই। এতে কায়িক শ্রম ও মেধা শ্রম উভয়ের ব্যবহার সঠিকভাবে করা যায়। যা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। তাই আমি উন্নয়ন ও সৃজনশীলমূলক কাজ করতে চাই অধিক পরিমাণে। এতে আত্মমর্যাদা বৃদ্ধি পায় এবং বিশ্বাস দৃঢ় হয়।
আত্মমর্যাদা বলতে সাধারণত আমরা বুঝে থাকি নিজের কাছে নিজের সম্মান ও মানুষ হিসেবে নিজের পরিচয় সম্পর্কে সচেতন থাকা বা আত্মমর্যাদা হলো নিজের চারপাশে বা নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা এবং সে অনুযায়ী কাজ করা। কিন্তু অধিকাংশ ঠিক নয়।।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আত্মমর্যাদা হলো নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা, ন্যায় কাজ করতে লজ্জাবোধ না করা। নিজের কোন রকম প্রতিবন্ধকতা থাকলেও নিজের ক্ষমতা ও সামর্থ্য সম্মান জানানো এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমার আত্মমর্যাদার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন-
- আমি সবসময় সঠিক কাজ সঠিক সময়ে করার চেষ্টা করি। কোন কাজ ফেলে রাখি না।
- ন্যায় কাজ করতে কখনো লজ্জাবোধ করি না।
- কোথাও অন্যায় হতে দেখলে প্রতিবাদ করি।
- বিপদ আপদে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।
- শ্রেণি শিক্ষক এবং বড়দের সম্মান করি।
- কখনো শ্রেণি কাজ বাকি রেখে ফাঁকি মূলক কাজ করি না।
- বিভিন্ন কাজে নিজের রুচিশীলতার পরিচয় দিয়ে থাকি।
- কোন কাজে ভয় পেয়ে পিছে হটে যাই না বরং আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করি।
- নিজের মতামত প্রকাশ করি এবং অন্যের মতামতকে শ্রদ্ধা জানাই।
- সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
0 Comments
আমাদের সাথে থাকুন