শ্রেণি: ১০ম SSC -2021 বিষয়: পৌরনীতি ও নাগরিকতা / Civics and Citizenship এসাইনমেন্টের 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 |
বিষয় কোডঃ 148 |
বিভাগ: মানবিক , ব্যবসায়, বিজ্ঞান |
এসাইনমেন্ট শিরোনামঃ বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চার গুরুত্ব;।
শিখনফল/বিষয়বস্তু:
১. শিল্পকলার উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে পারবে।
২. শিল্পকলার বিভিন্ন শাখা সম্পর্কে বর্ণনা করতে পারবে।
৩. শিল্পকলা চর্চার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
৪. শিল্পকলা কিভাবে সংস্কৃতিকে সমৃদ্ধ করে তা বর্ণনা করতে পারবে ।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. শিল্পকলা কী;
খ. শিল্পকলার শ্রেণিবিভাগ;
গ. শিল্পকলার শাখাপ্রশাখা;
ঘ. শিল্পকলা চর্চার গুরুত্ব;
ঙ. বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে শিল্পকলার গুরুত্ব/ ভূমিকা;
এই অ্যাসাইনমেন্ট ২০০ থেকে ২৫০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে;
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
শিল্পকলা
মানুষ প্রকৃতি ও পরিবেশকে তার আয়ত্তে এনে নিজের জীবনযাপনকে অনেক সহজ, সুন্দর ও সমৃদ্ধশালী করেছে। এভাবে যখন মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করা অনেক সহজ হলাে তখন তার মনের কিছু কিছু অনুভূতি ও কল্পনা শক্তি একত্রিত হয়ে শিল্পিত রূপ নিল।
যেমন ভাষা আবিষ্কারের সাথে সাথে কবিতা, গল্প এসেছে। পরে উদ্ভব হয়েছে সংগীতের।
এই যে মানুষের মনের কল্পনা ও সৃজনশীলতার মিশ্রণে যা তৈরি হলাে-ছবি, কবিতা, গান এ সবকে আমরা নাম দিয়েছি। শিল্পকলা।
শিল্পকলার প্রকারভেদ
শিল্পকলার শ্রেণীবিভাগ ছকে উপস্থাপন:
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
শিল্প চর্চার গুরুত্ব
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
হাজার হাজার বছর আগে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু তাদের আঁকা ছবিগুলাে এখনাে টিকে আছে। সেই সব ছবিগুলাে, আদিম মানুষদের তৈরি বিভিন্ন মূর্তি, পাত্র ও হাতিয়ার আমাদের সামনে মেলে ধরে আছে ইতিহাসের এক অজানা অধ্যায়। তখন ভাষা পর্যন্ত আবিষ্কার হয়নি, লিপি আবিষ্কার তাে দূরের কথা। সুতরাং তখনকার কোনাে লিখিত ইতিহাস তাে আর পাওয়া যাবে না।
কিন্তু আদিম গুহাবাসী সে সব মানুষদের জীবনযাপন, আচার ব্যবহার, পােশাক-পরিচ্ছদ এ সব কিছু না জানলে তাে মানব জাতির ইতিহাস অসম্পূর্ণ থেকে যেত। লিখিত ইতিহাস আমরা পাইনি বটে, কিন্তু তাদের করা ঐসব শিল্পকর্মগুলােই আজ ইতিহাসের সাক্ষী। শিল্পকর্মগুলাে দেখে, ছবি দেখে আমরা আদিম মানুষের জীবন সগ্রাম, পােশাক-পরিচ্ছদ, তাদের চিন্তা, বিশ্বাস সবই জানতে পেরেছি।তাই আমাদের শিল্প চর্চা করা উচিত।
বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধকরণের লোকশিল্পের গুরুত্ব
লােকশিল্প যে কোনাে জাতির ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ শিল্প। তাই একটি জাতির আত্মপরিচয় সম্পূর্ণভাবে জানার জন্য লােকশিল্প সংগ্রহের গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কে বিখ্যাত লােকবিজ্ঞানী আশুতােষ ভট্টচার্য বলেন, ‘লোকসংস্কৃতির রূপ-রসগত বহুমুখী আলােচনাই এর সব নয়, এর জন্য তাত্ত্বিক আলােচনা প্রয়ােজন। কিন্তু এ কথা সত্য, তাত্ত্বিক আলােচনার পূর্বে এর উপকরণের যথাসম্ভব সামগ্রিক সংগ্রাম আবশ্যক। তাই বলা যায় বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধকরণের লোকশিল্পের গুরুত্ব অপরিসীম ।
বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে শিল্পকলা চর্চার গুরুত্ব সামগ্রিক শিল্পকলা জগতে চিত্ৰকনা ভাস্কর্য সৃষ্টি এবং কারুক একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে চিত্রকলা ও কারুকলার অসীম গুরুত্ব আছে। যেসব কর্মক্ষেত্রের শিল্পীরা পেশা হিসেবে শিল্পকর্ম করে যাচ্ছে তা হলাে- গ্রামের পেশাজীবী কারুশিল্পীর কাজ যেমন: কামার, কুমার, তাঁতী, স্বর্ণকার, সুতা ও বাঁশ-বেতের কারুশিল্প।
মেয়েদের তৈরি নকশি কাঁথা, শীতলপাটির পাথা ইত্যাদি ছাড়াও সূচি শিল্পের মাধ্যমে যুগ যুগ ধরে বংশপরম্পরায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে এসব শিল্পকলার চর্চা হচ্ছে। যাকে আমরা নাম দিয়েছি লােকশিল্প, কারুশিল্প ও কুটির শিল্প বর্তমান আধুনিক জীবন যাপনের লােকশিল্প, কারুশিল্প ও কুটির শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আধুনিক জীবনযাপনে বিভিন্ন কর্মক্ষেত্রে শিল্পীরা দায়িত্বপূর্ণ কাজ করে আসছে। বই-পুস্তক ও পত্র-পত্রিকার জন্য শিল্পী প্রয়ােজন, টেলিভিশন এর প্রতিটি অনুষ্ঠান নির্মাণের জন্য ডিজাইনার প্রয়ােজন, নাটক/সিনেমা তৈরিতে |
ডিজাইনারের প্রয়োজন, বিভিন্ন জিনিসপত্রের মােড়ক, বিজ্ঞাপন, | পােস্টার তৈরি করতে চিত্রশিল্পী প্রয়ােজন। তাই শিল্পকলা চর্চা প্রয়ােজন এবং চিত্রকলা ও কারুকলা চর্চার প্রয়ােজন। এভাবে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম।
কেননা সমাজ, দেশ বা জাতির পরিচয়কে আমাদের মাঝে তুলে ধরে তাদের শিল্প ও সংস্কৃতি। শিল্প একটি বিশেষ সময়কে তুলে ধরে। মানব সভ্যতা এগিয়ে চনে মানুষের | সৌন্দর্যবােধকে কেন্দ্র করে। গুথ বাসী মানুষ যখন গাছ, পাতা, পশুর ঘড়, চামড়া, ডাল-পালা দিয়ে ঘর বানানাে শিখলাে তখন থেকেই স্থাপত্য আজকের অবস্থানে এসেছে। সৌন্দর্যবােধের কারণে নিজের ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে, মানুষের রুচি সৌন্দর্যবােধ ও জাতীয় |
ঐতিহ্যের বিকাশে শিল্পকলা চর্চার গুরুত্ব অপরিসীম। সমাজকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য, আনন্দে থাকার জন্য এবং নিজেকে ও নিজের অনুভূতি প্রকাশ করার জন্য ছবি আঁকা , শিল্পকর্মের চর্চা করা একটি প্রয়ােজনীয় কাজ। এ সকল কাজই আমাদের দেশকে সাহায্য করেছে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য। তাই পরিশেষে বলা যায়, শিল্প চর্চা আমাদের দেশের শিক্ষা, ইতিগ্রস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
0 Comments
আমাদের সাথে থাকুন