এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র উত্তর ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২

এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র উত্তর ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২ এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র উত্তর ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

অ্যাসাইনমেন্টঃ তােমার পরিবারের/ আত্মীয়স্বজনের প্রতিবেশির মধ্য থেকে চিকিৎসক/ শিক্ষক কাউন্সিলর সমাজকর্ম/ শিল্পপতি/গার্মেন্টসকর্মীর পেশাগত দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে একটি প্রতিবেদন।

শিখনফলঃ

১. মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহ ও তার পরিধি বর্ণনা করতে পারবে। (অধ্যায়-১)

নির্দেশনাঃ

অ্যাসাইনমেন্টে উল্লিখিত যেকোনাে একটি পেশায় নিয়োজিত ব্যক্তি নির্বাচন করতে হবে।
সর্বোচ্চ ৫টি পেশাভিত্তিক প্রশ্ন তৈরি করে ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ এবং উত্তর প্রদানের মধ্য দিয়ে পেশার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসন্তুষ্টি নির্ণয়।
মনােবিজ্ঞানের যে শাখাৰ সাথে ব্যক্তির পেশাগত লক্ষ্য, উদ্দেশ্যের মিল পেয়েছো তা বর্ণনা করতে হবে।

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

তারিখ : ০৯ সেপ্টেম্বর , ২০২১ খ্রি .
বরাবর , প্রধান শিক্ষক রাকিবুল স্কুল ,ঢাকা।
বিষয় : পেশাগত দক্ষতা মূল্যায়নের জন্য সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে একটি প্রতিবেদন ।

জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ ১৩/৯/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।

ভূমিকাঃ মনােবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা পরীক্ষণ মনােবিজ্ঞান | এ শাখার মাধ্যমে একজন ব্যক্তি বা গােষ্ঠীর বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায় | এই প্রতিবেদনে আমি আমার এক পরিচিত শিক্ষকের সাক্ষাৎকার উপস্থাপন করব । তিনি বর্তমানে ফুলবাড়ী মডেল স্কুল , দিনাজপুরে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন । [ বিঃদ্রঃ তােমাদের এলাকার একজন শিক্ষকের নাম এবং তার স্কুলের নাম তার কাছ থেকে নিবে স্কুলের নামটাও সেটা বসাবে কারণ স্যার জিজ্ঞেস করতে পারে ।]

সাক্ষাৎকার গ্রহণঃ সাক্ষাৎকার গ্রহণে শিক্ষকের বাড়ি গিয়ে তাকে ৫ টি প্রশ্ন করা হয় | প্রশ্নোত্তর পর্বের সময়কাল ছিল ২০ মিনিট [ সকাল ১০:২০ মিনিট থেকে ১০:৪০ মিনিট পর্যন্ত ] । তিনি সবগুলাে প্রশ্নের উত্তরই মন খুলে দিয়েছেন । নিচে তার কাছ থেকে গ্রহণকৃত সাক্ষাৎকারের প্রশ্ন ও উত্তর ও উওর তুলে ধরা হলাে 

আমি : স্যার , আপনি এত পেশা থাকতেও শিক্ষকতা পেশাকে কেন বেছে নিলেন ?

শিক্ষকঃ আল্লাহর দয়ায় আমি চাইলে আরও বড় কিছু হতে পারতাম | কিন্তু আমি অন্য পেশাগুলােকে নিজের জীবনে জড়াতে চাই নি । কারণ শিক্ষকতা এমন এক ধরণের পেশা যেখানে একজন শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তােলার সুযােগ থাকে | যা অন্য পেশাজীবীদের দ্বারা সম্ভব নয় | আমি মৃত্যুর আগ পর্যন্ত কিছু ছাত্র - ছাত্রীকে সৎ , সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই । যাতে তারা দেশ ও জাতির সম্মান অনেক উচুতে নিয়ে যেতে পারে।  মূলত এই কারণেই আমি শিক্ষকতাকে বেছে নিয়েছি ।

আমিঃ স্যার , আপনি আজকের এই বর্তমান অবস্থায় আসতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন?

শিক্ষকঃ দেখ , কোন কাজই সহজে অর্জন করা যায় না।  আমিও এ কাজ সহজে পাই নি।  এ পেশায় আসব বলে নিজেকে সৎ ব্যক্তি হিসেবে গড়ে তােলার চেষ্টা করেছি । কারণ একজন শিক্ষক সৎ হতে না পারলে তিনি শিক্ষার্থীদের কিভাবে সৎ করবেন ? এছাড়া প্রচুর পড়ালেখা করেছি যাতে বেশি জ্ঞান অর্জন করতে পারি।  যদিও এখনাে ততটা জ্ঞানী হতে পারি না । তবে এখনাে চেষ্টা করি আরও জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের তা বিতরণ করতে। 

আমিঃ স্যার , করােনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে । এতে শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন ?

শিক্ষকঃ খেয়াল করে দেখ , করােনা ভাইরাসের কারণে গত দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।  ফলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে অনেক দূরে চলে গেছে।  মােটামুটি সব স্কুল কলেজে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হলেও কয়জন শিক্ষার্থীর এ ক্লাস করা ক্ষমতা আছে ? এরকম অনেক সমস্যা আরও আছে।  তারমধ্যে অনেকে গেম খেলায় আসক্ত হয়ে গেছে । পরিস্থিতি খুব ভয়াবহ !

আমিঃ তাহলে স্যার , আপনি যে সমস্যাগুলাে বললেন সেগুলাে হতে মুক্তির উপায় কি ?

শিক্ষকঃ মুক্ত হতে চাইলেই তাে মুক্ত হওয়া যায় না।  তারপরেও বলি , এ সমস্যাগুলাে থেকে মুক্তির সরকারকে এগিয়ে আসতে হবে।  ঘরে ঘরে সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা পৌঁছাতে হবে।  বিভিন্ন ধরণের অসামাজিক গেম ও অ্যাপ বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে।  আর সর্বপরি যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। 

আমিঃ স্যার , আপনি কি আপনার পেশায় সন্তুষ্ট ?

শিক্ষকঃ আমি শুরুতেই বলেছিলাম , আমি অন্য কিছু না করে শুধু শিক্ষকতা করব বলেই কিন্তু এ পেশায় এসেছিলাম।  ফলে আমার কর্মে অসন্তুষ্টি হওয়ার প্রশ্নই আসে না।  তবে হ্যা , আমি যদি কিছু ছাত্র - ছাত্রীদের যােগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে মরেও এ কষ্ট যাবে না। 

সারাংশঃ উল্লেখিত সাক্ষাৎকার গ্রহণ শেষে সহজেই ধারণা করা যায় যে , শিক্ষকতা হলাে অন্য সব পেশার উর্ধ্বে এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে সুশিক্ষিত করতে সর্বোচ্চ চেষ্টা করেন | তাই আমাদেরকে সব সময় তাদের সম্মান ও শ্রদ্ধা করতে হবে। 

মনােবিজ্ঞানের শিক্ষা মনােবিজ্ঞান ' শাখার সাথে পেশাগত লক্ষ্য ও উদ্দেশ্যের মিল আছে । 

নিচে সেই মিলগুলাে তুলে ধরা হলােঃ  

i . শিক্ষা মনােবিজ্ঞানীগণ শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করেন । অন্যদিকে শিক্ষকেরাও তাদের শিক্ষার্থীদের প্রতি সে কাজ করে। 

ii . শিক্ষা মনােবিজ্ঞানীগণ শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান , উদ্ভাবন ও প্রয়ােগ করেন । শিক্ষকরাও শিক্ষার্থীদের সবসময় নতুন নতুন উদ্ভাবন ও অনুসন্ধান করতে অনুপ্রাণিত করেন।  

iii . শিক্ষা মনােবিজ্ঞানীগণ উপযােগী শিক্ষা কর্মসূচি প্রণয়ন করে থাকেন । শিক্ষকেরাও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এ কাজ করেন ।

iv . শিক্ষা মনােবিজ্ঞাণীগণ শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করেন । শিক্ষকেরাও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দক্ষতা দিয়ে অনুকুল পরিবেশ তৈরি করেন । 

v. শিক্ষা মনােবিজ্ঞানীগণ শিক্ষাক্ষেত্রে মানসিক বিকাশমূলক প্রয়ােজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । শিক্ষকেরাও তাদের শিক্ষার্থীদের মানসিক উন্নয়নে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। 

তাই পরিশেষে বলা যায় , একজন শিক্ষকের লক্ষ্য ও উদ্দেশ্য মনােবিজ্ঞানের শিক্ষা মনােবিজ্ঞান শাখার পেশাগত লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে মিল আছে |

প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক
প্রতিবেদনের শিরোনাম : পেশাগত দক্ষতা মূল্যায়নের জন্য সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে একটি প্রতিবেদন 

প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা
তারিখ : ১৩.০৯.২০২১ ইং

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!