ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ 2021

ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ 2021 ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

অ্যাসাইনমেন্ট : খাদ্য চাহিদা পূরণে এবং শিল্পের বিকাশে মৎস্য শিল্পের গুরুত্ব বিশ্লেষণ।

 শিখনফল/বিষয়বস্তু :  পৃথিবীর বাণ্যিজ্যিক ভূগোল (মৎস্য সম্পদ)

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • খাদ্য হিসাবে মৎস্যের ধারণা ব্যাখ্যা করতে হবে
  • মৎস্য ক্ষেত্রসমূহ কত প্রকার ও কী কী বর্ণনা করতে হবে
  • মৎস্য শিল্পের ধারণা ব্যাখ্যা করতে হবে
  • ব্যবসা বাণিজ্যে মৎস্য শিল্পের গুরুত্ব বর্ণনা করতে হবে।

উত্তর সমূহ:

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে লাইক পেজ : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • খাদ্য হিসাবে মৎস্যের ধারণা

বাঙালির মাছ ছাড়া যেন পেটই ভরে না। মাছে রয়েছে নানা পুষ্টিগুণ। যা শরীর সুস্থ রাখতে সহায়তা করে।

স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, বলছে একাধিক গবেষণা। বিশেষ করে, তৈলাক্ত মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী।

প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য আমাদের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান। একজন মানুষের সারাদিনের ক্যালরি চাহিদার ২০-৩০% প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসা উচিত। অনেকেই ভাবেন, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের ভাল উৎস মানেই কেবল মাংস। অথচ মাছ থেকে যে মাংসের সমান পুষ্টি পাওয়া যেতে পারে,অনেকে হয়ত এই ধারনাটি মানতে চান না।মাংস এবং মাছ দুটোই হল প্রথম শ্রেণীর আমিষ জাতীয় খাদ্যের উৎস। বরং মাংস খাওয়ার চেয়ে মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল।

বাংলাদেশ নদী মাতৃক দেশ। তাই,আমাদের দেশে নানারকম মাছ পাওয়া যায়। পুঁটি, ট্যাংরা, শোল, টাকি, রুই, কাতলা, কই, ইলিশ, বাইন প্রভৃতি মাছ পাওয়া যায়।পাশাপাশি,সামুদ্রিক মাছ এবং চাষের মাছও আছে। আমদের দেশে প্রোটিনের চাহিদা পূরনে মাছের অবদান অনেক খানি।তবে,অনেকেই কাটার ভঁয়ে মাছ খেতে চান না।অথবা মাছের গন্ধে মাছ খেতে চান না।কিন্তু স্বাস্থ্য এবং পুষ্টির কথা চিন্তা করলে মাছ বাদ দেয়ার কোন সুযোগ নেই।শিশু থেকে বৃদ্ধ সবার জন্য মাছ সমান পুষ্টিকর। মাছে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন-ডি,ওমেগা-৩ ফ্যাটি এসিড,ভিটামিন-এ,সেলেনিয়াম,অপরিহার্য অ্যামাইনো এসিড সহ অন্যান্য পুষ্টি উপাদান।

আমেরিকান হার্ট এ্যাসোসিয়েশনের মতে সপ্তাহে অন্তত ২ সারভিং মাছ খাওয়া উচিত। আর,এর মধ্যে অন্তত ১ সারভিং ফ্যাটি ফিস রাখতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • মৎস্য ক্ষেত্রসমূহ কত প্রকার ও কী কী
খাদ্য চাহিদা পূরণে এবং শিল্পের বিকাশে মৎস্য শিল্পের গুরুত্ব বিশ্লেষণ, পৃথিবীর বাণ্যিজ্যিক ভূগোল (মৎস্য সম্পদ)

১। এশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল এটি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ মৎস্য ক্ষেত্র। এ মৎস্য ক্ষেত্রটি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্ত এবং জাপানের চারিপাশে অবস্থিত বলে একে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বা জাপান উপকূলীয় অঞ্চল বলা হয়। ১৯৯৯ সালের এক হিসাব মতে এ মৎস্য ক্ষেত্র থেকে ২৪৮,৮৩ লক্ষ মেঃ টন মৎস্য আহরন করা হয়। আয়তন ও অবস্থান ঃ অগভীর ও গভীর সমুদ্র মিলিয়ে এ মৎস্য ক্ষেত্রটির আয়তন ৪৮৮ লক্ষ বর্গ কি:মি:। উত্তরে বেইজিং সাগর থেকে দক্ষিনে চীন সাগর পর্যন্ত বিস্তৃত এ মৎস্য ক্ষেত্রটি জাপান দ্বীপপুঞ্জকে বেষ্টন করে রয়েছে। এশিয়ার পূর্ব উপকূল বরাবর বিস্তৃত এ মৎস্য ক্ষেত্রটির প্রান্তভাগে রাশিয়া, উত্তর ও দক্ষিন কোরিয়া, চীন, তাইওয়ান ও ভিয়েতনাম অবস্থিত। এ মৎস্য ক্ষেত্রটি ২০০ উত্তর থেকে ৭০০ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। মৎস্য ক্ষেত্র গড়ে উঠার কারণসমূহ ঃ নিুে এ প্রসিদ্ধ মৎস্য ক্ষেত্রটি গড়ে উঠার প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলো বিবৃত করা হলোঃ

ক) নাতিশীতোষ্ণ জলবায়ু।

খ) অগভীর সমুদ্র ও ক্রমশ ঢালু মহিসোপান।

গ) বিস্তৃত ভগ্নতট রেখা ও বিশাল মগ্নচড়া।

ঘ) অসংখ্যা বন্দর ও পোতাশ্রয়ের অবস্থান।

ঙ) দক্ষিন হতে আগত উষ্ণ কুরোসিও স্রোত এবং উত্তর দিক হতে আগত শীতল কমচাকটা স্রোতের মিলন হবার ফলে অসংখ্য মৎস্যের সমাগম হয়।

চ) কৃষি ও চাষাবাদের অভাবে এ অঞ্চলের বহু মানুষ মৎস্য শিকার করে জীবিকা অর্জনে বাধ্য হয়।

ছ) অধিবাসীগন সাহসী, পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু বলে সুদক্ষ নাবিক ও ধিবরণ হয়।

জ) উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা।

ঝ) মৎস্য ধরার আধুনিক যন্ত্রপাতি ও সাজসরঞ্জামের সহজলভ্যতা।

ঞ) অভ্যন্তরিন মৎস্যের ব্যাপক চাহিদা।

ট) মূলধনের প্রাচুর্য ইত্যাদি।

ধৃত মৎস্যসমূহ ঃ পৃথিবীর মোট সামুদ্রিক মাছের প্রায় ২৯.৪১% এ মৎস্য ক্ষেত্র থেকে আহরন করা হয়। এর মধ্যে চীন একাই এ মৎস্য ক্ষেত্রের প্রায় ৬০.১০% মৎস্য ধরে থাকে। এ মৎস্য ক্ষেত্রের উত্তর দিকের মৎস্যগুলো হলো কড, হেরিং, স্যামন, ট্রাউড, হ্যালিবার্ট, ম্যাকারেল প্রভৃতি। দক্ষিন দিকে সার্ভিন, টুনা, বনিটো, পিলচার্ড, পোলক, জেলি, রেডফিস, বেলফিস প্রভৃতি উলে−খযোগ্য মৎস্য পরিলক্ষিত হয়। এ ছাড়াও এ মৎস্য ক্ষেত্রে হাঙ্গার, অক্টোপাস, ঝিনুক, কাকড়া ও চিংড়ি প্রচুর পরিমানে পাওয়া যায়। তবে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহে জাপান প্রসিদ্ধ।

প্রধান প্রধান মৎস্য আহরণকারী দেশ সমূহ ঃ এ অঞ্চলে প্রসিদ্ধ মৎস্য আহরনকারী দেশগুলোর মধ্যে চীন, জাপান, রাশিয়া, দক্ষিন করিয়া, ফিলিপাইন, উত্তর কোরিয়া, তাইওয়ান প্রভৃতি উলে−যোগ্য। তবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে চীনের আবস্থান শীর্ষে। ১৯৯৯ সালে চীন প্রায় ১ কোটি ৪৯ লক্ষ মেঃটন সামুদ্রিক মৎস্য শিকার করে। এটা মোট ধৃত সামুদ্রিক মাছের ১৭.৬৭%। এরপর জাপানের স্থান জাপানের প্রায় ২৫ লক্ষ দক্ষ জনশক্তি মৎস্য শিকারে নিয়োজিত। জাপানের ধৃত মৎস্যের ৮০% মৎস্য হলো হোক্কাইডো, কিউরাইড, শাখালিন দ্বীপপুঞ্জের নিকট থেকে ধরা হয়। এ অঞ্চলের মৎস্য আহরনকারী দেশ হলো চীন প্রথম, জাপান ২য়, রাশিয়া ৩য় এবং দক্ষিন কোরিয়া চতুর্থ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • মৎস্য শিল্পের ধারণা ব্যাখ্যা

মানুষের প্রধান খাদ্য উপাদানের মধ্যে মৎস্য অন্যতম। মানুষের প্রাণীজ আমিষের সিংহভাগ মৎস্য হতে আসে। মৎসের প্রধান প্রধান উৎসগুলো হলো নদী, পুকুর, জলাশয় এবং সমুদ্র। মৎস্যের উৎস অনুসারে মৎস্যকে দু’টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। যথা: (১) মিঠা পানির মৎস্য ও (২) সামুদ্রিক মৎস্য।

পৃথিবীর মোট আহরিত মৎস্যের সিংহভাগই আসে সমুদ্র থেকে। তবে চীন, ভারত, রাশিয়া, বাংলাদেশ প্রভৃতি দেশের মৎস্যের প্রধান উৎস হলো মিঠাপানি। অন্যান্য দেশে মিঠা পানির মৎস্য খুব সমৃদ্ধ নয়। যেহেতু মিঠা পানির মৎস্য পরিমানে কম তাই প্রধানত: অভ্যন্তরিন চাহিদা পূরনে এ মৎস্য ব্যবহৃত হয়। কিন্তু সামুদ্রিক মাছ পরিমানে অনেক বেশী হয়ে থাকে বলে বিশ্ববাণিজ্যে সামুদ্রিক মৎস্যই অধিকাংশ জায়গা দখল করে আছে। তাই সামুদ্রিক মৎস্যই বাণিজ্যিক ভিত্তিতে শিকার করা হয়। তবে মিঠা পানির মৎস্য ও ক্ষেত্র বিশেষে প্রক্রিয়াজাত করে সীমিত আকারে রপ্তানি হয়ে থাকে। মৎস্য ক্ষেত্র ও মৎস্য শিল্প

মৎস্যচারন ক্ষেত্র ঃ সমুদ্রের কতকগুলো নির্দিষ্ট স্থানে পানির বিভিন্ন স্তরে অসংখ্য প্রজাতির মৎস্য ঝাঁক বেধে বিচরণ করে থাকে। সমুদ্রের এ সকল স্থানকে মৎস্যচারন ক্ষেত্র বলা হয়। এ সকল মৎস্যচারন ক্ষেত্র থেকে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য আহরন করা হয়ে থাকে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ব্যবসা বাণিজ্যে মৎস্য শিল্পের গুরুত্ব বর্ণনা

বিগত দশ বছরেরও অধিক সময় ধরে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গ মৎস্য- উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আসছে। কিন্তু তার পাশাপাশি আমাদের রাজ্যের জনসংখ্যার চাপও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। তাই মৎস্য উৎপাদন বাড়ানোর চাহিদা রয়েই যাচ্ছে। শুধু মাত্র মাছ উৎপাদনের ক্ষেত্রে নয়, আমাদের রাজ্য মাছের চারা উৎপাদনের ক্ষেত্রেও এগিয়ে আছে। রাজ্যের মোট মৎস্য উৎপাদনের ৭৫% পশ্চিমবঙ্গ থেকেই আসে।

মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব -

  • মাছ চাষ জল নির্ভর হওয়ার জন্য এর উৎপাদন ক্ষমতা কৃষিকাজের থেকে অনেক বেশী।
  • মাছ প্রোটিন-জাতীয় সহজপাচ্য খাবারের উৎস।
  • মাছ ভিটামিন সরবরাহের অত্যন্ত উত্তম একটি মাধ্যম।
  • মাছের যকৃৎ-নিঃসৃত তৈল এ এবং ডি ভিটামিনের খুব ভালো উৎস হিসেবে কাজ করে।
  • শৌখিন জুতো এবং হাত ব্যাগ তৈরিতে মাছের চামড়ার অপরিহার্য ব্যবহার দেখা যায়।
  • এছাড়া রঙিন মাছের রপ্তানী থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
    ভারতে মাছ চাষের অতীত -

কর্মসংস্থান বৃদ্ধি: বাংলাদেশে বর্তমানে প্রায় ১০ শতাংশ লোক মাছ ধরা বা মাছ সম্পর্কিত কাজের সাথে জড়িত রয়েছে। এসব লোকেরা উন্মুক্ত জলাশয় এবং মোহনা, অগভীর ও গভীর সমুদ্র হতে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু বিবিধ প্রতিকূল অবস্থা সৃষ্টি হওয়ার কারণে উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য পুকুর ও ডোবা রয়েছে যেগুলোর অধিকাংশই পরিত্যক্ত অবস্থায় বা সনাতন চাষের আওতায় বিদ্যমান। নিবিড় মাছ চাষের কৌশল প্রয়োগ করে এগুলোকে ব্যবহার করে মাছের উৎপাদন অনেকাংশ বাড়ানো সম্ভব। আর এ নিবিড় মাছ চাষ কর্মসূচী বাস্তবায়নের জন্য অনেক জনশক্তির প্রয়োজন হবে বিধায় কর্মসংস্থান বৃদ্ধিরও যথেষ্ট সুযোগ রয়েছে। পুষ্টিমান উন্নয়ন

গ্রাম প্রোটিন গ্রহণ প্রয়োজন যার মধ্যে কমপক্ষে এক তৃতীয়াংশ অর্থাৎ ১৫.১ গ্রাম থাকতে হবে প্রাণিজ প্রোটিন। আর বাংলাদেশে প্রাণিজ প্রোটিনের শতকরা ৮০ ভাগ আসে মাছ বা মাছ জাতীয় দ্রব্য থেকে অর্থাৎ ১২ গ্রাম প্রোটিন আসে মাছ থেকে। মাছে শতকরা ১৬.৫ ভাগ প্রোটিন বিদ্যমান বিধায় ১২ গ্রাম প্রোটিন পাওয়ার জন্য প্রতিদিন খেতে হবে ৭৩ গ্রাম মাছ। অথচ বাংলাদেশে বর্তমানে মাছ ভক্ষণের গড় মাত্রা হলো ৩৬ গ্রাম। তাই উন্নত পদ্ধতিতে মাছ চাষ করার মাধ্যমেই কেবলমাত্র মাছের ঘাটতি মেটানো এবং পুষ্টিমান উন্নয়ন সম্ভব। বৈদেশিক মুদ্রা অর্জন

বাংলাদেশে তৈরি পোশাক ও জনশক্তির পরে মাছই প্রধান দ্রব্য যা হতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। রপ্তানি আয়ের শতকরা ৩ ভাগ আসে মাছ বা মাছ জাতীয় পন্য থেকে। এদেশে মাছ চাষের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

আর্থসামাজিক উন্নয়ন:

বাংলাদেশের গ্রামে গঞ্জে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পুকুর। এক পরিসংখ্যান অনুযায়ী এদেশের পুকুরের সংখ্যা ১২ লক্ষ ৮০ হাজার যার মোট আয়তন হলো ৩.৫ লক্ষ হেক্টর। এসব পুকুরের ৫৫ শতাংশ মাছ চাষের আওতায় আনা হয়েছে এবং আরোও ৩০ শতাংশ মাছ চাষের আওয়ায় আনা সম্ভব। আর বাকী ১৫ শতাংশ পতিত অবস্থায় রয়েছে। পতিত পুকুরের মালিকানা দেশের প্রান্তিক চাষী বা বিত্তহীনদের হাতে। সংস্কারের মাধ্যমে এ সমস্ত পুকুরে মাছ চাষ করে বিত্তহীন লোকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় এনে বলা যায় যে, বাংলাদেশে মাছ চাষের গুরুত্ব অপরিসীম।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল  কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে লাইক পেজ : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • ২০২১ সালের SSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

আমাদের YouTube এবং Like Page

إرسال تعليق

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!