class 9 islam education answer 10th week assignment answer/solution 2021, class 9 islam education solution (10th week) 2021

  

৯ম শ্রেণীর ১০ম সপ্তাহের ইসলাম শিক্ষা /ক্যারিয়ার শিক্ষা /হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

মহামারী করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছে যা মূল্যায়নের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত নবম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।


১০ম সপ্তাহের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাতটি বিষয়ের নির্ধারিত কাজ নির্বাচন করা হয়েছে। নবম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা উল্লেখিত এসাইনমেন্ট সমূহ সম্পন্ন করে যথা নিয়মে সংশ্লিষ্ঠ বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে।


শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ সাপ্তাহিক এ্যাসাইনমেন্ট বিতরণ, গ্রহণ ও মূল্যায়ন ছক ২০২১ অনুযায়ী এসাইনমেন্ট সমূহ বিতরণ করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে পুনরায় তা সংগ্রহ করে বিদ্যালয় সংরক্ষণ করবেন।


সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত নবম শ্রেণির শিক্ষার্থীদের দশম সপ্তাহের জন্য নির্ধারণ করা অ্যাসাইনমেন্ট শিক্ষক মহোদয়গণ শিক্ষকদের জন্য অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা সমূহ অনুসরণ করে মূল্যায়ন করার পর অতি উত্তম, উত্তম, ভালো অথবা অগ্রগতি প্রয়োজন হিসেবে চিহ্নিত করবেন।


 ৯ম শ্রেণি ১০ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ক্যারিয়ার শিক্ষা


এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১। তােমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নির্ধারণ করে ছকে লিখ।

২। তুমি ভবিষ্যতে কী হতে চাও? কেন? তােমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কী কী যােগ্যতা অর্জন করতে হবে বলে তুমি মনে কর তা লিপিবদ্ধ কর।

৩। তুমি যখন দলবদ্ধ হয়ে কাজ করবে বা খেলবে তখন কোন কোন বিষয়গুলাে খেয়াল রাখবে? এতে তুমি কী কী সুবিধা পাবে?


নির্দেশনা:

১। ক) প্রয়ােজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। খ) এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।

২। ক) বিষয়বস্তু সম্পর্কে ধারনা দিয়ে নির্দেশনা প্রদান করুন। খ) এ্যাসাইনমেন্টটি নির্ধারিত সময়ে জমা নিন।

৩। (ক) পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। খ) এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।

ক্যারিয়ার শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক

ক্যারিয়ার শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক

ক্যারিয়ার শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক


 ৯ম শ্রেণি ১০ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা


এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

“প্রকৃতি ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা” শিরােনামে তােমার পাঠ্য বইয়ের ভিত্তিতে এবং কুরআন ও সুন্নাহর আলােকে একটি নিবন্ধ রচনা কর। (সর্বোচ্চ ২০০ শব্দ)


সংকেতঃ ১. তাওহিদের পরিচয়

২. সৃষ্টি জগতের বাস্তব উদাহরণ

৩. আল কুরআন ও সুন্নাহর প্রাসঙ্গিক উদ্ধৃতি


নির্দেশনাঃ

১. পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা

২. প্রয়ােজনে বাবা-মা /অভিভাবকের সহযােগিতা নেয়া

৩. সম্ভব হলে স্থানীয় জামে মসজিদের ইমাম বা খতিব মহােদয়ের সহযােগিতা নেয়া

৪. বর্তমান পরিস্থিতির কারণে মােবাইল বা যে কোনাে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া।

৫. ইন্টারনেটের সাহায্য নেয়া

৬. সহস্তে নিবন্ধটি লিপিবদ্ধ করা

ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর লিংক

ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর লিংক

ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর লিংক


 ৯ম শ্রেণি ১০ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা


তােমার হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ে বর্ণিত দেব-দেবীর মধ্যে যেকোনাে ২জন দেবতার উপাসনা কর। উপাসনা শেষে নিম্ন লিখিত সংকেত ব্যবহার করে ৩০০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি কর।


সংকেত : ১. দেব-দেবীর নাম; ২. আরাধনার প্রস্তুতি ও উপকরণ; ৩. মন্ত্র; ৪. আরাধনার উপায়; ৫. আরাধনা শেষে তােমার শারীরিক ও মানসিক অনুভূতি; ৬. এই আরাধনার কেন প্রয়ােজন।


নির্দেশনাঃ


১. দেব-দেবীর ছবি পাঠ্যবই অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করা যেতে পারে বা নিজে অঙ্কন করা যেতে পারে।

২. দেব-দেবীর পরিচয় ও মন্ত্র পাঠ্যপুস্তক অথবা পূর্ববর্তী শ্রেণির ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তক বা অন্য কোনাে উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে।

৩. উপকরণ সংগ্রহ ও উপাসনার প্রস্তুতি গ্রহনে পরিবারের সদস্যদের সাহায্য নেয়া যাবে।

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4