ভোকে ৯ম শ্রেণির ২য় সপ্তাহের পদার্থ বিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট উত্তর ২০২১, ২০২১ সালের ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট ২য় সপ্তাহের সমাধান

ভোকে ৯ম শ্রেণির ২য় সপ্তাহের পদার্থ বিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট উত্তর ২০২১, ২০২১ সালের ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট ২য় সপ্তাহের সমাধান ভ
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

vocational class 9 physics 1st paper 2nd week assignment solution 2021, কারিগরি বোর্ড ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ১ম পত্র ২য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১

অ্যাসাইনমেন্ট: বেগের উপর ত্বরণের নির্ভরশীলতা ব্যাখ্যাকরণ।

শিখনফল :

স্থিতি ও গতির ধারণা ব্যাখ্যা করতে পারবে।

গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনা :

  • ০১. গতির ধারণা ব্যাখ্যা করতে হবে
  • ০২. বেগের ধারণা ব্যাখ্যা করতে হবে
  • ০৩. বেগের সাথে ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে

উত্তর সমূহ:

  • গতির ধারণা

পদার্থবিজ্ঞানে গতি হলো এমন ঘটনা যেখানে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানে সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে গতি/বেগ বলে। এখানে বেগ একটি ভেক্টর রাশি ।গাণিতিকভাবে গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়।

একজন পর্যবেক্ষকের সাথে একটি প্রসঙ্গ কাঠামো যুক্ত করে সময়ের সাথে ঐ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন নির্ণয়ের মাধ্যমে বস্তুটির গতি পর্যবেক্ষণ করা হয়। পদার্থবিজ্ঞানে যে শাখায় কারণ উল্লেখ না করে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তা হলো স্থিতিবিদ্যা; এবং যে শাখায় বল ও এর প্রভাব বর্ণনা করা হয় তা হলো গতিবিদ্যা।

সরলরৈখিক গতি (Linear motion): কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে ৷

যেমন, একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি রৈখিক গতি৷ আবার আরও একটি সুন্দর উদাহরণ হচ্ছে বৃষ্টির পতনশীল ফোঁটা!

বক্রচলন বা বক্ররৈখিক গতি( Curvular motion) : যে চলন গতি বক্রপথে ঘটে তাকে বক্রচলন বা বক্ররৈখিক গতি বলে ।

যেমন, পৃথিবীর বার্ষিক গতি, উল্লম্ব নাগরদোলায় ঝুলন্ত চেয়ার গুলির গতি ইত্যাদি ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

চলন গতি (Translational motion) : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে,তাহলে ঐ গতিকে চলন গতি বলে ৷

কোনো বইকে না ঘুরিয়ে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এই গতিটি হবে চলন গতি ৷ কারণ বই এর প্রতিটি কণা সমান সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে ৷ আবার কোনো বাস যদি সোজা পথে যেতে থাকে তখন এর গতিও চলন গতির ভিতর পড়বে।

ঘূর্ণন গতি (Rotation) : কোনো বস্তু বস্তুমধ্যস্থ সকল বিন্দুই যদি বৃত্তাকার পথে এমনভাবে পরিভ্রমণ করে যে সকল বৃত্তের কেন্দ্র একটি সরল রেখার উপর অবস্থান করে তবে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে । ওই সরল রেখাটিকে ঘূর্ণন অক্ষ বলা হয় । বস্তুর ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করেই ঘটে । ঘূর্ণন অক্ষ বস্তুর মধ্য দিয়েও যেতে পারে, আবার বস্তুর বাইরেও থাকতে পারে । বিশুদ্ধ ঘূর্ণন গতিতে কোনো বস্তু একস্থান থেকে অন্য স্থানে যায় না । অর্থাৎ বিশুদ্ধ ঘূর্ণন গতিতে বস্তুর চলন থাকে না ।

বস্তু কেবল নির্দিষ্ট কোণে ঘোরে । উদাহরণস্বরূপ, লাট্টুর আবর্তন গতি, চলন্ত পাখার ব্লেডের গতি, পৃথিবীর আহ্নিক গতি, মেশিনের ঘুর্ণায়মান চাকার গতি (যেখানে ঘূর্ণন অক্ষ বস্তুর মধ্য দিয়েই যায়)।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • বেগের ধারণা

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • বেগের সাথে ত্বরণের সম্পর্ক

নিচে বেগ এবং ত্বরণের মধ্যকার পার্থক্যকে তুলে ধরা হলো-

তুলনা করার জন্য বেসবেগত্বরণ
অর্থবেগটি প্রদত্ত দিকটিতে কোনও বস্তুর গতি বোঝায়।ত্বরণ সময়ের সাথে সম্মানের সাথে অবজেক্টের বেগের যে কোনও পরিবর্তনকে বোঝায়।
এটা কি?স্থানচ্যুতি পরিবর্তনের হারবেগ পরিবর্তনের হার।
Ascertainsকত দ্রুত গতিতে কিছু চলছে এবং কোন দিকে।সময়ের সাথে চলমান বস্তুর বেগ কত দ্রুত পরিবর্তিত হয়।
সূত্রস্থানচ্যুতি / সময়বেগ / সময়
পরিমাপের এককমাইক্রোসফটমি / সে ^ 2
মাত্রা [LT-1][LT-2]
একক ms-1[LT-2]

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল  কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ২০২১ সালের SSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

আমাদের YouTube এবং Like Page

Post a Comment

আমাদের সাথে থাকুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!