বৈদেশিক বাণিজ্য কি তা সংক্ষেপে লিখবে।
উত্তরঃ
বৈদেশিক বাণিজ্য : মানুষ একে অপরের উপর নির্ভরশীল । সেই নির্ভরশীলতার সূত্র ধরেই সৃষ্টি হয়েছে বৈদেশিক বাণিজ্য। যখন একটি দেশের সীমানা অতিক্রম করে আরেকটি দেশের সাথে পণ্য বা সেবার বিনিময় সংক্রান্ত কার্যক্রম সংঘটিত হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে।
প্রামাণ্য সংজ্ঞা :
১. অধ্যাপক অ্যামস এর মতে, “বৈদেশিক বাণিজ্য বলতে কোনাে দেশের মধ্যে দণ্য ও সেবার লেনদেনকে বােঝায়।”
২. অধ্যাপক কিন্ডলবার্জার এর মতে, “বৈদেশিক বাণিজ্য বলতে দুই বা ততােধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার লেনদেনকে বােঝায়।” সুতরাং, এক দেশ থেকে কোনাে পণ্য বা সেবা সামগ্রী অন্যকোনাে দেশ বা দেশসমূহ বিক্রয় বা হস্তান্তর করা হলাে বৈদেশিক বাণিজ্য।
H.S.C
- এইচএসসি বিএম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১(১৮১৭) অ্যাসাইনমেন্ট উত্তর
- এইচএসসি (বিএম-ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা-২০২০ এর জন্য এ্যাসাইনমেন্টের ৪র্থ আপলোড
- কোম্পানির বার্ষিক সাধারন সভার একটি কার্যবিবরণী তৈরি কর
- ইন্টারনেট, ই-মেইল এবং ই-কমার্স এর ব্যবহার পদ্ধতি আলোচনা কর
- এইচএসসি পরীক্ষা- ২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।
- একমালিকানা ব্যবসায়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরন।, হতে আর্থিক বিবরণী প্রস্তুতকরন প্রক্রিয়া অনুশীলন করে ব্যাখ্যা কর
- ই-কমার্স এর ব্যবহার প্রনালী ব্যাখ্যা কর, বর্তমানে পেক্ষাপটে আত্মনির্ভশীল হওয়ার জন্য ই-কমার্সের প্রয়ােজনীয়তা আলােচনা কর।
- অফিস ব্যবস্থাপকের প্রধান কাজ কী?, একজন ব্যবস্থাপক কিভাবে এর দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের লক্ষ অর্জন করতে পারেন আলােচনা করা।
- যোগাযোগের মাধ্যমগুলো আলোচনা কর, অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশগুলো উল্লেখ পূর্বক লেখার পদ্ধতি বর্ণনা কর
- অফিসের রেকর্ড সংরক্ষণ বলতে কী বােঝায়?, “নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি- ব্যাখ্যা কর।