Ads Area

বৈদেশিক বাণিজ্য কি তা সংক্ষেপে লিখবে

বৈদেশিক বাণিজ্য কি তা সংক্ষেপে লিখবে

বৈদেশিক বাণিজ্য কি তা সংক্ষেপে লিখবে।


উত্তরঃ


বৈদেশিক বাণিজ্য : মানুষ একে অপরের উপর নির্ভরশীল । সেই নির্ভরশীলতার সূত্র ধরেই সৃষ্টি হয়েছে বৈদেশিক বাণিজ্য। যখন একটি দেশের সীমানা অতিক্রম করে আরেকটি দেশের সাথে পণ্য বা সেবার বিনিময় সংক্রান্ত কার্যক্রম সংঘটিত হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে। 

প্রামাণ্য সংজ্ঞা : 


১. অধ্যাপক অ্যামস এর মতে, “বৈদেশিক বাণিজ্য বলতে কোনাে দেশের মধ্যে দণ্য ও সেবার লেনদেনকে বােঝায়।” 


২. অধ্যাপক কিন্ডলবার্জার এর মতে, “বৈদেশিক বাণিজ্য বলতে দুই বা ততােধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার লেনদেনকে বােঝায়।” সুতরাং, এক দেশ থেকে কোনাে পণ্য বা সেবা সামগ্রী অন্যকোনাে দেশ বা দেশসমূহ বিক্রয় বা হস্তান্তর করা হলাে বৈদেশিক বাণিজ্য।


H.S.C

Post a Comment

0 Comments

Ads Area