দূরীকরণের পদক্ষেপগুলো লিখবো

0

 

দূরীকরণের পদক্ষেপগুলো লিখবো


বিনিময়ঃ বিনিময়ের সাহায্যে বানিজ্য ব্যক্তিগত । বাধাসমুহ দূরীভুত করে থাকে।বিনিময় বানিজ্যের গুরুত্বপূর্ণ । শাখা হিসাবে উৎপাদনকারী ও ক্রেতা বা ভােক্তাদের মধ্যে ক্রয় বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে যােগাযােগ ঘটিয়ে ব্যক্তিগত বাঁধা

অপসারন করে।


পরিবহনঃ বানিজ্যের স্থানগত প্রতিবন্ধকতা পরিবহন দ্বারা অপসারন করা হয়। পন্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন স্থান। হতে চাহিদার স্থানে আনায়ন করার প্রক্রিয়াকে পরিবহন বলে। বানিজ্য পরিবহন ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত পন্যদ্রব উৎপাদন। স্থান হতে ভােগ স্থানে স্থান্তরের মাধ্যমে স্থানগত প্রতিবন্ধকতা ।

দূর করা যায়।


গুদামজাতকরনঃ পন্যদ্রব্য গুদামজাতকরনের মাধ্যমে বানিজ্যের সময়গত প্রতিবন্ধকতা দূর করা যায়। উৎপাদনকারী,

আমদানিকারক ও পাইকারগন সময়গত বাধা অপসারনের। জন্য নিজেদের উদ্যোগেই গুদামের ব্যবস্থা করে।অবশ্য বর্তমান

সময়ে মুনফা অর্জনের উদ্দেশ্য গুদাম সুবিধা প্রদানের জন্য। কোল্ড স্টোরেজ এর মতাে বিভিন্ন ব্যবসায়ী শ্রেণি গড়ে উঠেছে।

যাদের কাজও বানিজ্য হিসাবে বিবেচনা করা হয়।


বিমাঃ পন্য বন্টনের ক্ষেত্রে সৃষ্ট ঝুঁকিগত প্রতিবন্ধকতা বিমার | মাধ্যমে প্রতিহত করা যায়। পন্য ও ব্যবসায়ের উপযুক্ত বিমা করে। ব্যবসায়ী এসব ঝুঁকির হাত হতে রক্ষা পেতে পারে। কারন যেকোনাে ধরনের দুর্ঘটনা ঘটলে বিমা কম্পানি চুক্তি হিসাবে ক্ষতি পুরন দিয়ে

থাকে।এজন্য নৌ-বিমা, অগ্নি-বিমা, দুর্ঘটনা বিমা, জীবন বিমা ইত্যাদির নেয় বিভিন্ন ধরনের বিমা পলিসি গ্রহনের সুযােগ প্রদান

ব্যাংকঃ অর্থ সংস্থাগত প্রতিবন্ধকতা অপসারনের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়েছে। ব্যাংক ব্যবসায়িকে পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টনের বিভিন্ন পর্যায়ে অর্থের যােগান দিয়ে অর্থগত বাধা দুর করে। তাছাড়া বর্তমান সময়ে আধুনিক ব্যবসা বানিজ্যের অধিকাংশ লেন। দেন ব্যাংকের মাধ্যমে নিষ্পন্ন হয়।।


বিজ্ঞাপন ও প্রচারঃ বিজ্ঞাপন ও প্রচার কার্যের মাধ্যমে উৎপাদিত। পন্য সম্পর্কে বিভিন্ন তথ্য সম্ভাব্য ক্রেতাদের নিকট উপস্থাপন করা হয়। এতে ক্রেতা বা ভােক্তা সাধারন সংশ্লিষ্ট পন্য সম্পর্কে যথাযথ। জ্ঞান লাভ করে এবং পণ্য ক্রয়ে আগ্রহী হয়।

H.S.C

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

আমাদের সাথে থাকুন

আমাদের সাথে থাকুন

Post a Comment (0)

islamicinfohub Top Post Ad1

Assignment Answer

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top