কেন্দ্রীয় ব্যাংক সরকারী মালিকানা ও নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত ব্যাংকিং প্রতিষ্ঠান, যা মুদ্রা বাজার গঠন পরিচালনা ও ঋণের পরিমান নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে সচল রাখে।
নির্দেশনাঃ
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
খ. “কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ” লিখতে হবে
গ. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রন পদ্ধতি বিশ্লেষণ করবে।
উত্তর: লিংক
উত্তর সমূহ:
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে সংক্ষেপে লিখতে হবে।
উত্তর :
সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার বিভিন্ন ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই উপলব্ধি থেকে অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জন্মলাভ করে। মুদ্রাবাজারকে আপন ইচ্ছা ও গতিতে চলতে না দিয়ে একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি এবং অর্থনীতির কল্যাণ সাধনই এই সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল। সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে। বিভিন্ন অর্থনীতিবিদগণ কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন। যা নিম্নে তুলে ধরা হলো-
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় Farlex Financial Dictionary তে বলা হয়েছে-
A bank that is constituted by a government or international organization to issue and regulate currency, regulate banks under its jurisdiction, act as a lender of last resort, and generally ensure a sustainable monetary policy.
অর্থাৎ মুদ্রা ইস্যু ও নিয়ন্ত্রণের জন্য সরকার বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা গঠিত একটি ব্যাংক, তার আঞ্চলিক অধীন ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে, শেষ অবলম্বনকারী হিসাবে কাজ করে এবং সাধারণত টেকসই আর্থিক নীতি নিশ্চিত করে।
কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় Cambridge Advanced Learner’s Directory তে বলা হয়েছে-
a bank that provides services to a national government, puts the official financial plans of that government into operation, and controls the amount of money in the economy.
অর্থাৎ জাতীয় সরকারকে সেবা সরবরাহকারী একটি ব্যাংক, সেই সরকারের সরকারী আর্থিক পরিকল্পনাগুলি পরিচালনা করে এবং অর্থনীতিতে অর্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় A Dictionary of Economics তে বলা হয়েছে-
A bank which controls a country’s money supply and monetary policy. It acts as a banker to other banks, and a lender of last resort.
অর্থাৎ এমন একটি ব্যাংক যা একটি দেশের অর্থ সরবরাহ এবং আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে। এটি অন্য ব্যাঙ্কের ব্যাংকার হিসাবে কাজ করে এবং শেষ অবলম্বনকারীদের ঋণদাতা হিসাবে কাজ করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ. “কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ” লিখতে হবে
উত্তর :
কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা-
১.দেশে নোট ও মুদ্রার প্রচলন করে
২.বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে
৩.মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে
৪.তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে
৫.দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
৬.দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে
৭.দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে
কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল- অধ্যাপক হট্টে কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক- অধ্যাপক শ’
কেন্দ্রীয় ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা-
- দেশে নোট ও মুদ্রার প্রচলন করে
- বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে
- মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে
- তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে
- দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
- দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে
- দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে
কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল- অধ্যাপক হট্টে কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক- অধ্যাপক শ’
কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা
সরকারি মালিকানা ও ব্যবস্থাপনায়
বেসরকারি মালিকানায়
সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায়
বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী ঃ কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক। এম.এইচ. ডিককের মতে সকল স্থানেই কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার, প্রতিনিধি এবং উপদেষ্টা হিসেবে কার্য সম্পন্ন করে থাকে। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা নিুরূপে আলোচনা করতে পারিঃ
১. সরকারের তহবিল ও সম্পদ সংরক্ষণ ঃ কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে সরকারের যাবতীয় উদ্বৃত্ত তহবিল এবং সম্পদ সংগ্রহ, সংরক্ষণ, তত্ত্বাবধান ও পরিচালনা করে।
২. আর্থিক লেনদেন সম্পাদন ঃ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক দেশে-বিদেশে সকল আর্থিক, লেনদেন সম্পাদন করে। ইহার মাধ্যমেই বৈদেশিক মূদ্রা ক্রয়-বিক্রয় হয় এবং সরকারি প্রাপ্তি ও পরিশোধসমূহ নিউত্তি হয়।
৩. অর্থ গ্রহণ ও স্থানান্তর ঃ সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সকল খাতের সরকারের পাওনা ও রাজস্ব সংগ্রহ ও খাতভিত্তিক সংরক্ষণ করে। অপর দিকে সরকারের নির্দেশের অনুযায়ী উক্ত অর্থ এক খাত থেকে অন্য খাতে এবং কস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করে থাকে।
৪. ঋণদান ও তত্ত্বাবধান ঃ সরকারের প্রয়োজন ও আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে স্বল্প ও দীর্ঘ মেয়াদে ঋণদানকরে। অপর দিকে সরকারের ট্রেজারি বিল, ফান্ড, সিকিউরিটি বিক্রি করে অর্থ ও ঋণ গ্রহণ করে এবং ঋণ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান করে।
৫. সরকারের হিসাব সংরক্ষণ ঃ কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও প্রতিষ্ঠানের যাবতীয় অর্থ ওসম্পদের সুষ্ঠু হিসাব সংরক্ষণ ও পরিচালনা করে।
৬. বাহক ও আর্থিক সংস্থার সাথে সম্পর্ক ঃ সরকারের ব্যাংক এবং প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশেরকেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক সংস্থা যেমন- বিশ্বব্যাংক আই.এম.এফ., এডিবি, আই.ডি.বি. এর সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখে।
৭. বৈদেশিক মূদ্রা ও বিনিময় নিয়ন্ত্রণ ঃ কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে দেশীয় অর্থনীতি উন্নয়ন, বিকাশ ওসমৃদ্ধির জন্য বৈদেশিক মূদ্রা ক্রয় বিক্রয় এবং বৈদেশিক বিনিময় দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করে।
৮. সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি ঃ কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, প্রতিনিধি এবং উপদেষ্টা হিসেবে কাজ করে। প্রয়োজনে দেশে-বিদেশে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ, চুক্তিসম্পাদন ও লেনদেন সম্পাদন করে থাকে। অপর দিকে সরকারের নীতি নির্ধারণ ও অর্থনৈতিক কর্মকান্ডে সরকারকে মূল্যবান উপদেশ ও পরামর্শ দিয়ে থাকে।
৯. সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন ঃ কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক নীতিমালা প্রণয়নে সকল প্রকার তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা ও সাহায্য করে থাকে। অপর দিকে ইহার সুষ্ঠু বাস্তবায়নেও কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় ভূমিকা পালন করে থাকে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রন পদ্ধতি বিশ্লেষণ করবে।
উত্তর: লিংক
Assignment
- Agro Machinery-2nd Assignment Answer HSC Vocational
- এইচএসসি (ভোকেশনাল) এগ্রোমেশিনারি-২য় (৮২১১২)অ্যাসাইনমেন্ট উত্তর
- Vocational Agro Machinery – 1st (82111) Assignment Answer
- এইচএসসি ভোকেশনাল এগ্রোমেশিনারি-১ম (৮২১১১)অ্যাসাইনমেন্ট উত্তর
- এইচএসসি বিএম ফিন্যান্স ব্যাংকিং ও বিমা -১ম (২২১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- ডিপ্লোমা ইন কমার্স /বিএম/ভোকেশনাল শেষ অ্যাসাইনমেন্ট প্রকাশ
- এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (৮২৫১১)অ্যাসাইনমেন্ট উত্তর
- এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়্যারিং ৮২৭১১ এসাইনমেন্ট উত্তর
- HSC Diploma in Commerce Life Skill Development (1718) Assignment Answer
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স লাইফ স্কিল ডেভেলপমেন্ট (১৭১৮) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- HSC Diploma in Commerce Commercial Geography (1717) Assignment Complete Answer
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্যক ভূগোল (১৭১৭) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- বিএম মার্কেটিং নীতি ও প্রয়োগ (১৮১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- Hsc Bm Marketing Policy(1818) Assignment Answer 2021
- HSC BM Business Organization and Management 1 (1817) Assignment Answer