Ads Area

ওহমান ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন । তার ব্যবসায় পুঁজি ধীরে ধীরে বাড়তে থাকে, সময়ের ঘটে। এইজন্য তার প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ।

 

ওহমান ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন । তার ব্যবসায় পুঁজি ধীরে ধীরে বাড়তে থাকে, সময়ের ঘটে। এইজন্য তার প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ।

ওহমান ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন । তার ব্যবসায় পুঁজি ধীরে ধীরে বাড়তে থাকে, সময়ের ঘটে। এইজন্য তার প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় । 
নির্দেশনাঃ


ক, অর্থের সময় মূল্যে সংক্ষেপে লিখতে হবে।

উত্তর:  সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে।

এটি একটি সুপরিচিত সত্য যে সময়টি মূল্যবান। প্রতিটি ব্যবসা একটি লাভ করতে শুরু করেছে। ভবিষ্যতে প্রদত্ত মোটা অঙ্কের তুলনায় আজ একটি সামান্য পরিমাণ উপলব্ধ। এটি নির্দেশ করে যে সময় অর্থের মূল্য সিদ্ধান্ত নেয়।

অর্থের সময়মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য সময় পরিবর্তনরে সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বুঝায়। যেমন আজকের ১০০০ টাকা এবং আজ থেকে ১ বছর পরের ১০০০ টাকার মূল্য সমান নয়। অর্থাৎ আজকের ১০০০ টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময়মূল্য ধারণা। অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই অর্থের সময়মূল্য

বলে। 


যেমন, তুমি তোমার বন্ধু হাসানের নিকট ১০০০ টাকা পাও, এমতাবস্থায় হাসান বলল ১০০০ টাকা এখন পরিশোধ না করে ১ বছর পর পরিশোধ করবে। অর্থের সময়মূল্য ধারণা অনুসারে আজকরে ১০০০ টাকা আর এক বছর পরের

১০০০ টাকা সমান মূল্য বহন করে না। ধর, সুদের হার শতকরা ১২ ভাগ অর্থাৎ তুমি যদি জনতা ব্যাংকে আজকে ১০০০ টাকা জমা রাখ, তবে আগামী বছর ব্যাংক তোমাকে ১১০০ টাকা দেবে। সুতরাং আজকের ১০০০ টাকা এবং আগামী

বছরের ১১০০ টাকার সমান মূল্য বহন করে।



[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ.অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিসতারকারী উপাদানগুলাে বিশ্লেষণ করতে হবে।

উত্তর:  এটি একটি সুপরিচিত সত্য যে সময়টি মূল্যবান। প্রতিটি ব্যবসা একটি লাভ করতে শুরু করেছে। ভবিষ্যতে প্রদত্ত মোটা অঙ্কের তুলনায় আজ একটি সামান্য পরিমাণ উপলব্ধ। এটি নির্দেশ করে যে সময় অর্থের মূল্য সিদ্ধান্ত নেয়।


অর্থের সময়মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য সময় পরিবর্তনরে সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বুঝায়। যেমন আজকের ১০০০ টাকা এবং আজ থেকে ১ বছর পরের ১০০০ টাকার মূল্য সমান নয়। অর্থাৎ আজকের ১০০০ টাকা অধিকতর মূল্যবান।


 এটাই অর্থের সময়মূল্য ধারণা। অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে।


 সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই অর্থের সময়মূল্য বলে। 


নানা কারনে আমাদের অথের সময় সময় কম বেশি হতে পাবে


অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ হল সঠিক সিদ্ধান্ত (বিনিয়োগ ও অর্থায়ন) গ্রহণ করা।


পন্যর দাম ও দেশের আথিক অবস্থার 


সুদ 

প্রকল্প মূল্যায়ন

সুযোগ ব্যয় 

সুদের হার নির্ধারণ

বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ

আর্থিক অবস্থা নিরূপণ

ঋণের কিস্তি

ঝুঁকির আর্থিক 

মাতা পিছু আয় 


[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ.অর্থের সময়মূল্য নির্ণয়ে কী ধরনের সমস্যা দেখা দেয় ব্যাখ্যা কর।

উত্তর:  অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ আজকের ১০০ টাকা আর পাঁচ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বুঝায় না, আজকের ১০০ টাকা একবছর পরের ১০০ টাকার চেয়ে অধিকতর মূল্যবান। 

এটাই অর্থের সময়মূল্য ধারণা। অর্থের প্রতিটি ইউনিটের মূল্য সময়ের সাথে পরিবর্তনের মূল কারণ হলো সুদের হার। মনে কর, তুমি তোমার বন্ধুর নিকট ১০০ টাকা পাও, সে বলল ১০০ টাকা এখন না পরিশোধ করে ১ বছর পর পরিশোধ করবে।

 অর্থের সময়মূল্য ধারণা অনুযায়ী আজকের ১০০ টাকা আর এক বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না।

 ধরা যাক, সুদের হার শতকরা ১০ ভাগ অর্থাৎ তুমি যদি অগ্রণী ব্যাংকে আজকে ১০০ টাকা জমা রাখ, তাহলে আগামী বছর ব্যাংক তোমাকে ১১০ টাকা দেবে। সুতরাং বর্তমানের ১০০ টাকা এবং আগামী বছরের ১১০ টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে


অথের সময় সময় নিয়ণে অনেক গুিরৈা সমস্যা থাকলে ও সব ছেয়ে বড় সমস্যা হলো বাট্া হিসার করা হয় না ।


সেই সাথে বতমান সময়ের সাথে সাথে বাষিক অবচয় ও ঋণ হিসার করা হয় না ফলে আথিক বচরে নানা রকমের নগদ প্রবাহ প্রকাশ পাই না সাথে কর যোগ বা বিযোগ কোনটাই করা হয় না 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Post a Comment

0 Comments

Ads Area