Ads Area

ব্যবসায় উন্নয়নে প্রতিবন্ধকতা চিহ্নিত করবে

 

ব্যবসায় উন্নয়নে প্রতিবন্ধকতা চিহ্নিত করবে

ব্যবসায় উন্নয়নে প্রতিবন্ধকতা চিহ্নিত করবে


১.ব্যক্তিগত প্রতিবন্ধকতাঃ পণ্যের উৎপাদন ও ভােক্তার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক না থাকার ফলে বানিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পণ্যদ্রব যে স্থানে উৎপাদিত হয় সে স্থানে এর সবগুলাের চাহিদা নাও থাকতে পারে।তাই যেখানে উক্ত পন্য গুলল উৎপাদিত হয়না। সেখানে এগুলল ra প্রেরন করা অপরিহার্য। পন্য বিনিময়ের মাধ্যমে উৎপাদক ও ভােক্তার মধ্যে সংযােগ সৃষ্টি করে ব্যক্তিগত প্রতিবন্ধকতা দুর করা যায়।


২.স্থানগত প্রতিবন্ধকতাঃ উৎপাদন স্থান ও ভােগ স্থানের মধ্যে দুরত্ব বিরাজ করলে স্থানগত প্রতিবন্ধকতা দেখা যায়।উদাহরণস্বরূপসরূপকাঠি উৎপাদিত খদ্দর কাপড়ের চাহিদা যদি ঢাকায় থাকে তাহলে উভয় স্থানের মধ্যে পন্য প্রেরনে অসুবিধা দেখা যায়।


৩. সময়গত প্রতিবন্ধকতাঃ পন্যদ্রব্য উৎপাদিত হওয়ার সঙ্গে সঙ্গেই

সব বিক্রি হয়ে যায়না। আবার কিছু কিছু অন্য রয়েছে যেগুলাে | একটি বিশেষ মৌসুমে উৎপাদিত হয় কিন্তু এগুলাের চাহিদা থাকে

সারা বছর।


৪. ঝুঁকিগত প্রতিবন্ধকতাঃ একস্থান থেকে অন্যস্থানে পণ্য

পরিবহনকালে কিংবা গুদামে থাকাকালে অগ্নিকান্ড, চুরি ডাকাতি,ঝড় তুফান, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারনে পন্য বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকতে পারে। এরূপ অনিশ্চয়তামূলক পরিবেশ


থেকেই ঝুকিগত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়

অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতাঃ একজন ব্যবসায়ির পক্ষে সব সময় প্রয়ােজনিয় অর্থ যােগার করা সম্ভব হয়না। আবার ধারে মাল বিক্রি করলে সময় মতাে টাকা পাওয়া যায়না।এই দ্বিবিধ কারনে ব্যবসায়ীরা অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হন।অর্থের সংস্থানের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দুর’

H.S.C

إرسال تعليق

0 تعليقات

Ads Area