Accounting Assignment Answer HSC BM

 

Accounting Assignment Answer HSC BM

HSC BM Accounting Assignment

এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ অ্যাসাইনমেন্ট উত্তর

১. হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও।

২. “সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়” উদাহরন দাও।

৩. হিসাবের প্রাথমিক বই থেকে আর্থিক বিবরণী প্রস্তুত প্রনালী গুলাে আলােচনা কর।

 

৪. জনাব মাসুম নগদ ৫০,০০০ টাকা, ব্যাংক জমা ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১লা জুলাই তারিখে ব্যবসা আরম্ভ করল। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল।

জুলাই ২ কমিশন প্রাপ্তি ১,৭০০ টাকা।
জুলাই ৪ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ৫,০০০ টাকা।
জুলাই ৮ কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১৫,০০০ টাকা।
জুলাই ২২ অফিসের প্রয়ােজনে কাগজ, কালি ও পেন্সিল ক্রয় ৪০০ টাকা।
জুলাই ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ৯০০ টাকা।
জুলাই ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ২,৫০০ টাকা।
করণীয় : জনাব মাসুম হিসাবের বইতে লেনদেনগুলাের জাবেদা তৈরি কর।

 

৫. সাথী এন্ড সন্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্ধৃত্তসমূহ নিম্নরূপঃ
মূলধন ২,৫০,০০০ টাকা, উত্তোলন ২০,০০০ টাকা, দেনাদারবৃন্দ ৮০,০০০ টাকা,
পাওনাদারবৃন্দ ৫০,০০০ টাকা, ক্রয় ১,৭০,০০০ টাকা, বিক্রয় ৩,৫০,০০০ টাকা, মজুদ পণ্য (১.১.২০২০) ৭০,০০০ টাকা, কলকজা ও যন্ত্রপাতি ৩,৫০,০০০ টাকা, হাতে নগদ
৫০,০০০ টাকা, ডাক ও তার ৫,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা, ভ্যাট চলতি

হিসাব ৫০,০০০ টাকা, আয়কর ৩০,০০০ টাকা, উপ ভাড়া ৪৫,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ড ৭৫,০০০ টাকা, আইন খরচ ৬,০০০ টাকা, রপ্তানি শুদ্ক ১৮,০০০ টাকা, শিক্ষানবিশ সেলামী
১৫,০০০ টাকা, পেটি ক্যাশ খরচ ৩,০০০ টাকা, অবচয় ১৫,০০০ টাকা।
করণীয়ঃ সাথী এন্ড সন্সের গাণিতিক শুদ্ধতা যাচায় কর।

 

৬. নিমা রহমানের নিম্নলিখিত লেনদেনগুলা অবলম্বন করে একখানি তিনঘরা নগদান বই তৈরি কর।
২০২০ ইং
জানুঃ ১, হাতে নগদান ৪০,০০০ টাকা ও ব্যাংক ব্যালেন্স (ক্রেডিট) ১,০০০ টাকা।

জানুঃ ৪, ৬০০ টাকার একটি প্রদেয়বিল যথা সময়ে ব্যাংকের মাধ্যমে পরিশােধ করা হল।

জানুঃ ৬, ব্যাংক হতে উত্তোলিত ১,০০০ টাকা দিয়ে মালিকের আলমারি ক্রয় করা হল।

জানুঃ ৮, আবুলের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকার একটি বিল ৫% হারে ব্যাংকের নিকট বাট্টাকরন করে ব্যাংকে জমা রাখা হয়।

জানুঃ ১০, জালালের পাওনা ৬০০ টাকা ৫% বাট্টায় চেকের মাধ্যমে পরিশােধ করা হল।

জানুঃ ১২, অফিসের প্রয়ােজনে ব্যাংক হতে ২,০০০ টাকা উত্তোলন করা হল।

জানুঃ ১৫, আবুলের বিলটি প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংক ফেরত পাঠায়।

জানুঃ ১৯, নগদ বিক্রয় ৭,০০০ টাকা (বাদ বাট্টা ৪%)।

জানুঃ৷ ২১,পিয়াসের নিকট হতে ৫,০০০ টাকার মাল ৫% কারবারী বাট্টায় ক্রয় করা হল।

জানুঃ ২৩, নগদে ক্রয় ২০,০০০ টাকা।

 

এইচ এস সি বি এম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ এসাইনমেন্ট উত্তর

১. কার্যপত্র ও আর্থিক অবস্থার সংজ্ঞা দাও ?

২. নিম্লোক্ত লেনদেনগুলাের সমম্বয় দাখিলা প্রদান কর।

ক) সমাপনী মজুদ পণ্য ১৮,০০০ টাকায় মূল্যায়ন হয়েছে; কিন্তু এর মধ্যে আগুনে বিনষ্ট পন্য ৫০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বীমা কোম্পানি মাত্র ৩০০ টাকা দাবি স্বীকার করেছে।
খ) মজুরি ও বেতন যথাক্রমে ৫০০ টাকা ও ৮০০ টাকা বকেয়া রয়েছে।
গ) বীমা সেলামি অগ্রিম প্রদত্ত হয়েছে ৬০০ টাকা।
ঘ) যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর যথাক্রমে ১,২০০ টাকা এবং ৪০০ টাকা অবচয় ধার্য করতে হবে।
ঙ) প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়।
চ) প্রদেয় হিসাবের উপর বাট্টা সঞ্চিতির পরিমাণ ৫৫০ টাকা।
ছ) ৭,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় ভুলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে।
জ) অগ্রিম প্রাপ্ত উপভাড়ার পরিমাণ ১,৩০০ টাকা।
এ) বিজ্ঞাপন বিলম্বিত করতে হবে ৩,০০০ টাকা।
করণীয়ঃ উপরিউক্ত তথ্যাবলি হতে একটি সমন্বয় দাখিলা তৈরি কর।

৩. একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ-লােকসান নির্ণয় প্রক্তিয়া আলােচনা কর ?

৪. মি. সেলিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব যথাযথ পদ্ধতি মাতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত্তগুলো দেওয়া হলাে:

বিবরণ১ জানুয়ারি ২০২০৩১ ডিসেম্বর ২০২০
নগদ তহবিল৮৫০১৫৫০
ব্যাংক জমার উদ্বৃত্ত১৯,৬৫০২৮,৫৫০
মজুদ পণ্য১২,৫০০২২,৫০০
প্রাপ্য হিসাব১৬,৫০০৩৫,৫০০
প্রদেয় হিসাব১৫,৫০০২০,৫০০
প্রাপ্য বিল৫,৫০০৭,৫০০
প্রদেয় বিল৪,৫০০২,৫০০
আসবাবপত্র১৫,০০০২০,০০০

মিঃ সেলিম সারাবছর ধরে কারবার হতে প্রত্যেক সপ্তাহে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এ ২০,০০০ উত্তোলিত টাকা হতে ৫৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলেন। এছাড়া তিনি কারবার হতে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। কতিপয় কর্মচারীর বেতন ৮,০০০ টাকা ব্যক্তিগত তহবিল হতে প্রদান করেন এবং ডিসেম্বর মাসে ২২,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে প্রদান করেন। অন্যান্য তথ্যাবলি ও
ক) বেতন বাবদ ২,৫০০ টাকা বকেয়া রয়েছে; পক্ষান্তরে, ভাড়া ২,০০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে।
খ) প্রাপ্য হিসাবের ৩,৫০০ টাকা আদায়যােগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
গ) প্রারম্ভিক মূলধনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।
ঘ) মনিহারি ক্রয় বাবদ ৫০০ টাকা বকেয়া আছে।

করণীয়ঃ ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ তারিখে কারবারের বৈষিয়িক বিবরণী তৈরী কর।

এসাইনমেন্টম এইচএস সি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১

(০৫) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে মুবাশশিরা অ্যান্ড সন্স এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলোে।

মুবাশশিরা অ্যান্ড সন্স এর
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২০

হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
মূলধন ৮৫.০০০
দালানকোঠা৫০,০০০ 
আসবাবপত্র১০,০০০ 
বিনিয়ােগ২৫,০০০ 
প্রারম্ভিক মজুদ পণ্য১০,০০০ 
ক্রয় এবং বিক্রয়১.১০,০০০১,৮০,৫০০
বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত২,৫০০২,০০০
মজুরি৭,০০০ 
আমদানি শুল্ক৪,৫০০ 
বেতন১৭,৫০০ 
ভাড়া১৮,০০০ 
কমিশন২,৫০০৩,৫০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,৫০০
বিনিয়ােগের সুদ ১,৫০০
প্রাপ্য ও প্রদেয় হিসাব৪০,০০০২৫,০০০
উত্তোলন৮,০০০ 
ব্যাংক জমার উদ্বৃত৪.০০০ 
প্রদেয় বিল ৭০০০
মােট৩,০৯,০০০৩,০৯,০০০

সমন্বয়সমূহঃ
ক) সমাপনী মজুদ পণ্য ৩০,৫০০ টাকা।
খ) মজুদ ১,৫০০ টাকা এবং বেতন ২,৫০০ টাকা বকেয়া রয়েছে, পক্ষান্তরে ভাড়া ৩,৫০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে।
গ) প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% ধরে
অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
ঘ) দালানকোঠার ওপর ১০% এবং আসবাবপত্রের ওপর ২০% অবচয় ধার্য করতে হবে।

করণীয়ঃ- বিশদ আয় বিবরণী , মালিকানা স্বত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী।

H S C BM Accounting Assignment Answer

ব্যবহারিক

একমালিকানা ব্যবসায়ে আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ থেকে আর্থিক বিবরণ প্রস্তুতকরনের জন্য প্রয়ােজনীয় (ফ্রি বা কাস্টোমাইজ প্রিমিয়াম) একাধিক অ্যাকাউন্টিং সফটওয়্যার সংগ্রহ এবং সেগুলাের মধ্যে তুলনামুলক পর্যালােচনা চালিয়ে সঠিক সফটওয়্যার নির্বাচনে বিশেষজ্ঞ মতামত প্রদান কর।

একমালিকানা ব্যবসায়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরন হতে আর্থিক বিবরণী প্রস্তুতকরন প্রক্রিয়া অনুশীলন করে ব্যাখ্যা কর।

0 Comments

আমাদের সাথে থাকুন

Advertisement 2

Advertisement 3

Advertisement 4