এশিয়া কাপজুড়ে বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচে তাঁর ছবি সবার চোখে পড়েছে। ছবি শেয়ার হওয়ার পর নেটিজেনদের কাছে আলোচনাও হয়েছে সেটি নিয়ে। ভাইরাল সেই ছবি নিয়ে দেশ দুটির গণমাধ্যমে সংবাদও হয়েছে। কে এই নারী, তা নিয়ে সরগরম ছিলেন ভারত ও পাকিস্তানের নেটিজেনরা। সেই নারীর পরিচয় অবশেষে মিলেছে বলে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
ওই নারীর নাম রিজলা রেহান। রেহানের আদি বাড়ি পাকিস্তানের করাচিতে। কর্মসূত্রে থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
এবারের এশিয়া কাপে ক্রিকেটভক্তদের চোখ এড়ায়নি তাঁর ছবি। পাকিস্তানের মেয়ে রেহানের ছবি বারবার দেখা যাচ্ছিল এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দুটো ম্যাচেই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রথম ম্যাচের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একজন রেহানের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘ম্যাচ জিতেছে ভারত, আর হৃদয় জয় করেছে এই পাকিস্তানি নারী।’ এরপরই ছড়িয়ে পড়ে তাঁর ছবি। এশিয়া কাপের গ্রুপ পর্বের পাকিস্তান-ভারতের ম্যাচে রেহানের সরব উপস্থিতি নজর কাড়ে অনেকেরই। এরপরই গণমাধ্যমে তাঁকে নিয়ে নানা আলোচনা হয়। এর মধ্য এক দিন নীল পোশাকে দেখা মিললে তাঁর পরিচয় নিয়ে ধন্দে পড়ে যান অনেকেই। তবে তিনি যে অনলাইনে আলোচনার কেন্দ্রে ছিলেন, তা জেনে কিছুটা হতভম্ব।
একটি গণমাধ্যমকে রেহান বলেন, ‘এ অনুভূতি কেমন, তা প্রকাশ করা কঠিন। কখনো স্বপ্নেও ভাবিনি, এভাবে রাতারাতি আমাকে নিয়ে আলোচনা শুরু হবে। আমি অসাধারণ কেউ নই। আমি একজন সাধারণ পাকিস্তানি মেয়ে।’ তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে কেউ আমার ছবি তুলেছে। এটা আমি জানতেও পারিনি। পাকিস্তান খেলায় হেরে যাওয়ায় মনটা খারাপ ছিল। এই সময় এক বন্ধু হোয়াটস অ্যাপে আমার সেই ছবি পাঠিয়েছে। ওই ছবির নিচে ক্যাপশনে লেখা, “ভারত ম্যাচ জিতেছে কিন্তু হৃদয় জিতেছে এই পাকিস্তানি নারী”।’
ছবির দেখার পর তাঁর অনুভূতির কথা বলতে গিয়ে রেহান বলেন, ‘আমি প্রথমে ভাবলাম, আমার বন্ধু মশকরা করছে। পরদিন স্বামীকে ফোনে ব্যাপারটি জানালাম। ও বলল, “হঠাৎ আসা এই খ্যাতি উপভোগ করো। কারণ এটা বেশিক্ষণ থাকবে না।” তারপর আরেকজন বন্ধু আমাকে ফোন করে বলল, একটা জনপ্রিয় রেডিও থেকে লোকজন আমার খোঁজ করছে। ওরা আমার সাক্ষাৎকার নিতে চায়।’ তিনি বলছিলেন, ‘ক্রিকেট দেখতে আমার ভালো লাগে। আমি পাকিস্তানের সমর্থনে মাঠে যাই। মাঠে খেলা দেখার মজাটা বাসায় বা অন্য কোথাও পাওয়া যায় না। সেখানে ভক্তদের সঙ্গে পরিচয় ঘটে। কোনো একদিন ভারতে যাওয়ার ইচ্ছা আমার। আমি ভারতীয় সিনেমার মস্ত বড় ভক্ত। বিগ বস শাহরুখ খান, সালমান খান আর ভারতীয় শাড়ির ভক্ত।’
অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের পরবর্তী সিরিজেও মাঠে থেকে দলকে উজ্জীবিত করতে চান রিজলা রেহান। এ ছাড়া পিসিএলেও নিয়মিত তাঁকে দেখা যাবে বলে জানান রেহান।
কিসে সবচেয়ে খুশি হবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেহান বলেন, ‘আমি চাই ভারত পাকিস্তানে এসে ক্রিকেট খেলুক।’ তথ্যসূত্র: জিয়ো টিভি।